X

44th bcs mcq question solution 2022

Edu Daily 24 Image

44th bcs mcq question solution 2022 has been given here. This bcs’s preliminary exam was held on 27th May 2022 (Friday) 10 AM.

44th bcs preliminary question solution 2022

 

  • Question code : Hemanta, Question set : 4
  • Duration : 2 Hours, Total marks : 200
  • Exam date : 27-5-2022

 

 

এখানে বেশ কিছু প্রশ্নের উত্তর সঙ্গে দেয়া আছে। অবশিষ্ট উত্তর শিগগিরই দেয়া হবে।

 

১। কোন দেশ থেকে ‘আরব বসন্ত’ এর সূচনা হয়?
ক. মিশর খ. তিউনিশিয়া
গ. লিবিয়া ঘ. সিরিয়া
উত্তর : খ

২। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
ক. ২০১০ খ. ২০১০ গ. ২০১৪ ঘ. ২০১৬
উত্তর : গ

৩। কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
ক. গায়ানা খ. বলিভিয়া
গ. ব্রাজিল ঘ. কলাম্বিয়া
উত্তর : খ

৪। বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
ক. জেনেভা খ. প্যারিস গ. গ্লাসগো ঘ. ব্রাসেলস
উত্তর : গ

৫। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টর চুক্তি কখন শেষ হবে?
ক. ২০৪০ খ. ২০২৬ গ. ২০২৪ ঘ. ২০৩০
উত্তর : গ

৬। কোন দেশকে ইউরোপের রুটির ঝুটি বলা হয়?
ক. জার্মানি খ. ইতালি গ. পোলান্ড ঘ. ইউক্রেন
উত্তর : ঘ

৭। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র খ. প্রাচীন গ্রীস গ. প্রাচীন রোম ঘ. প্রাচীন ভারত
উত্তর : খ

৮। নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
ক. জর্দান খ. ইরান গ. মিশর ঘ. মালয়েশিয়া
উত্তর : ক

৯। World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. প্যারিস খ. জুরিখ গ. দাভোস ঘ. বার্ন
উত্তর : গ

 

 

 

১০। তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
ক. পাকিস্তান ও আফগানিস্তান খ. ভারত ও আফগানিস্তান
গ. পাকিস্তান ও ভারত ঘ. আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
উত্তর : গ

১১। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
ক. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার খ. অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
গ. আগস্ট মাসের শেষ সোমবার ঘ. অক্টোবর মাসের প্রথম সোমবার
উত্তর : প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে।

১২। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
ক. জর্দান ও মিশর খ. কুয়েত ও বাহরাইন গ. লিবিয়া ও ওমান ঘ. তিউনিসিয়া ও আলজেরিয়া
উত্তর : ক

১৩। কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৮, ফ্রান্স খ. ১৯৪৯, সুইজারল্যান্ড গ. ১৯৬১, রোম ঘ. ১৯৫২, লন্ডন
উত্তর : ক

১৪। ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
ক. ভিয়েতনাম খ. উত্তর কোরিয়া গ. চীন ঘ. রাশিয়া
উত্তর : গ

১৫। নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
ক. লাওস খ. হংকং গ. ভিয়েতনাম ঘ. কম্বোডিয়া
উত্তর : খ

 

 

 

১৬। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ (Concert for Bangladesh)’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক. নিউইয়র্ক খ. বোস্টন গ. লন্ডন ঘ. ক্যানবেরা
উত্তর : ক

১৭। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
ক. ১ বছর খ. ২ বছর গ. ৪ বছর ঘ. ৫ বছর
উত্তর : খ

১৮। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
ক. তিন বছর খ. সাত বছর গ. চার বছর ঘ. নয় বছর
উত্তর : ঘ

১৯। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত?
ক. ২০২১-২০৩০ খ. ২০২৪-২০৩২ গ. ২০২১-২০৪১ ঘ. ২০২২-২০৫০
উত্তর : গ

২০। ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
ক. যুক্তরাষ্ট্র খ. সুইজারল্যান্ড গ. বাংলাদেশ ঘ. ভারত
উত্তর : গ

২১। ’ইতরবিশেষ’ বলতে বোঝায়?
ক. দুর্বত্ত খ. চালাকি গ. পার্থক্য ঘ. অপদার্থ
উত্তর : ক

২২। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
ক. গো+অক্ষ= গবাক্ষ খ. পৌ+ অক = পাবক গ. বি+অঙ্গ= বঙ্গ ঘ. যতি+ইন্দ্র= যতীন্দ্র
উত্তর : ক

২৩। ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-
ক. আবদুল কাদের খ. খতিব মিয়া গ. আক্কাস আলী ঘ. আরেফ আলী
উত্তর : ঘ

২৪। ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’ – পঙক্তিটির রচয়িতা-
ক. বিদ্যাপতি খ. গোবিন্দদাস গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কৃষ্ণদাস কবিরাজ
উত্তর : গ

২৫। ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম-
ক. সৈয়দ মুজতবা আলী খ. কাজী আবদুল ওদুদ
গ. নজিবর রহমান ঘ. রোকেয়া সাখাওয়াৎ হোসেন
উত্তর : গ

 

 

২৬। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
ক. আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই। খ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
গ. তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল। ঘ. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
উত্তর : ……..

২৭। নিচের কোনটি যৌগিক বাক্য?
ক. দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
খ. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
গ. মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
ঘ. ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
উত্তর : ….

২৮। ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয় এর দৃষ্টান্ত?
ক. রতন খ. কবাট গ. পিচাশ ঘ. মুলুক
উত্তর : ….

২৯। ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ –
ক. অমাবস্যা খ. গলাধাক্কা গ. কাছে টানা ঘ. কাস্তে
উত্তর : খ

৩০। ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. পর্তুগিজ খ. হিন্দি গ. গুজরাটি ঘ. ফরাসি
উত্তর : গ

৩১। কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?
ক. জানিবার ইচ্ছা খ. জয় করিবার ইচ্ছা গ. হনন করিবার ইচ্ছা ঘ. যুদ্ধ করিবার ইচ্ছা
উত্তর : খ

৩২। নিচের কোনটি তৎসম শব্দ?
ক. পছন্দ খ. হিসাব গ. ধূলি ঘ. শৌখিন
উত্তর : ….

৩৩। নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত?
ক. কহ্ খ. কথ্গ . বুধ্ ঘ. গঠ্
উত্তর : ….

৩৪। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল—
ক. বর্ণবাদের পুনরুত্থান খ. রাষ্ট্রবিপ্লব গ. চিন্তাবিপ্লব ঘ. অভিবাসন বিপ্লব
উত্তর : ….

৩৫। শুদ্ধ বানান কোনটি?
ক. মুমুর্ষু খ. মুমুর্ষূ গ. মুমূর্ষু ঘ. মূমূর্ষু
উত্তর : গ

৩৬। নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
ক. বহ্নি খ. আবীর গ. বায়ুসখা ঘ. বৈশ্বানর
উত্তর : খ

৩৭। ‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’-এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?
ক. অপহ্নুতি খ. যমক গ. অর্থোন্নতি ঘ. অভিযোজন
উত্তর : ….

৩৮। ‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?
ক. অব্যয়ীভাব খ. দ্বিগু গ. বহুব্রীহি ঘ. দ্বন্দ্ব
উত্তর :

৩৯। ‘মৃত্তিকা দিয়ে তৈরি’-কথাটি সংকোচন করলে হবে—
ক. তন্ময় খ. মন্ময় গ. মৃন্ময় ঘ. চিন্ময়
উত্তর : গ

৪০। ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
ক. জগন্নাথ খ. বিষ্ণু গ. প্রজাপতি ঘ. শিব
উত্তর : ….

 

 

৪১। ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
ক. নেপালের রাজদরবার থেকে খ. গোয়ালঘর থেকে
গ. পাঠশালা থেকে ঘ. কান্তজীর মন্দির থেকে
উত্তর : …

৪২। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
ক. মারাঠি খ. হিন্দি গ. মৈথিলি ঘ. গুজরাটি
উত্তর :

৪৩। ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’ এই মনোবাঞ্ছাটি কার?
ক. ভবানন্দের খ. ভাঁড়ুদত্তের গ. ঈশ্বরী পাটুনীর ঘ. ফুল্লরার
উত্তর : গ

৪৪। নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?
ক. কাজী আবদুল ওদুদ খ. এস ওয়াজেদ আলি গ. আবুল ফজল ঘ. আবুদল কাদির
উত্তর :

৪৫। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
ক. বিষের বাঁশী খ. অগ্নি-বীণা গ. সিন্ধু-হিন্দোল ঘ. চক্রবাক
উত্তর :

৪৬। নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
ক. শনিবারের চিঠি খ. বঙ্গদর্শন গ. তত্ত্ববোধিনী ঘ. সংবাদ প্রভাকর
উত্তর :

৪৭। নিচের কোনটি উপন্যাস নয়?
(ক) দিবারাত্রির কাব্য (খ) শেষের কবিতা (গ) পল্লী-সমাজ (ঘ) কবিতার কথা
উত্তর :

৪৮। বাঙালী ও বাঙলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন?
(ক) দীনেশচন্দ্র সেন (খ) গোপাল হালদার (গ) আহমদ শরীফ (ঘ) সুকুমার সেন
উত্তর :

৪৯। মনােরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
(ক) কৃষ্ণকান্তের উইল (খ) দুর্গেশনন্দিনী (গ) মৃণালিনী (ঘ) বিষবৃক্ষ
উত্তর :

৫০। ‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) খেয়া (খ) মানসী (গ) কল্পনা (ঘ) সােনার তরী
উত্তর :

 

 

৫১। অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
(ক) নষ্টনীড় (খ) নামঞ্জুর গল্প (গ) রবিবার (ঘ) ল্যাবরেটরি
উত্তর :

৫২। “সকলের তরে সকলে আমর/প্রত্যেকে আমরা পরের তরে -কার রচিত পঙুক্তি?
(ক) রানীকান্ত সেন (খ) ইসমাইল হােসেন সিরাজী (গ) কামিনী রায় (ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর :

৫৩। ‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?
(ক) কালাে বরফ (খ) খেলাঘর (গ) অনুর পাঠশালা (ঘ) জীবন আমার বােন
উত্তর :

৫৪। সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
(ক) কবর (খ) বহিগীর (গ) পায়ের আওয়াজ পাওয়া যায় (ঘ) ওরা কদম আলী
উত্তর :

৫৫। মীর মশারফ হােসেনের ‘বিষাদসিন্ধু’ একটি
(ক) মহাকাব্য (খ) ইতিহাস গ্রন্থ (গ) উপন্যাস (ঘ) ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ

৫৬। ‘By and large’ means-
(ক) everywhere (খ) very large (গ) Innostly (ঘ) far away
উত্তর :

৫৭। Francis Bacon is an illustrious–
(ক) essayist (খ) dramatist (গ) novelist (ঘ) journalist
উত্তর :

৫৮। ‘He could not win but learnt a lot.’ Which part of speech is the word ‘but”?
(ক) an adverb (খ) a verb (গ) in adjective (ঘ) a conjunction
উত্তর :

৫৯। Select the appropriate preposition:
Are you doing anything special the weekend?
(ক) at (খ) with (গ) on (ঘ) fog
উত্তর :

৬০। What is the plural form of ‘sheep”?
(ক) sheeps (খ) sheep (গ) sheepes (ঘ) sheepses
উত্তর :

৬১। “Sweet are the uses of adversity is quoted from Shakespeare’s–
(ক) Julius Caesar (খ) Macbeth (গ) Comedy of Errors (ঘ) As you Like It
উত্তর :

৬২। To get along with means —
(ক) to adjust (খ) to interest (গ) to accompany (ঘ) to walk

৬৩। The synonym for panoramic’ is—
(ক) scenic (খ) narrow (গ) limited (ঘ) restricted

৬৪। The antonym for slothful’ is–
(ক) playful (খ) sluggish (গ) energetic (ঘ) quarrelsome

৬৫। Alexander Pope’s ‘Essay on Man’ is a–
(ক) novel (খ) treatise (গ) short story (ঘ) poem

 

 

৬৬। What is the verb form of the word ‘ability’?
(ক) capable (খ) inability (গ) enable (ঘ) unable

৬৭। The word ‘equivocation’ refers to–
(ক) stating like an author
(খ) two contradictory things in the same statement
(গ) free expression of opinions
(ঘ) a true statement

৬৮। “Life’s but a walking shadow, a poor player,
That struts and frets his hour upon the stage,
And then is heard no more;”
These memorable lines in Shakespearean tragedy are spoken by–
(ক) Lady Macbeth (খ) Banquo (গ) Duncan (ঘ) Macbeth

৬৯। Which of the following words is spelt correctly?
(ক) authoratative (খ) autheritative
(গ) authoritative (ঘ) authoratative উ. গ

৭০। Find out the active form of the sentence:

By whom can our country be saved?

(ক) Who can save our country?

(খ) Our country has been saved by who?

(গ) Who save our country?

(ঘ) Who will save our country?

৭১। “All changed, changed utterly:

A terrible beauty is born.”

This extract is taken from W. B. Yeats’ poem titled–

(ক) No Second Troy

(খ) Easter 1916

(গ) The Second Coming

(ঘ) The Wild Swans at Coole

৭২। Identify the correct passive form:

‘Do not close the door.

(ক) Let not the door close.

(খ) Let not the door be closed.

(গ) Let not the door close.

(ঘ) Let not door closed.

৭৩। The poctie drama ‘Murder in the Cathedral’ was written by

(ক) Harold Pinter (খ) G. B. Shaw

(গ) T. S. Eliot (ঘ) Samuel Beckett

 

Complete Solutions with explanation : https://www.dropbox.com/s/7x0xknif8ohudn1/44th-bcs-mcq-solutions-2022-explain.pdf

 

 

This post was published on May 28, 2022 4:08 am

Categories: Job Solution