X

Class 10 syllabus 2021 Bangladesh – SSC syllabus 2022 pdf

Edu Daily 24 Image

Class 10 syllabus 2021 ( SSC syllabus 2022 ) & Mark distributions has been published by Bangladesh education board (educationboard.gov.bd). Students of Class 10, who will to attend pre-test or test for SSC exam 2022, this syllabus is applicable for them.

Note that, this syllabus is draft in this stage, prepared by Education Board. Education board authority may few changes on it later according situation or potential circumstance.

Exam will held with these subjects are- Bangla, English & Math. So, syllabus prepared by these subjects.

Class 10 pre-test exam’s mark distributions 2021 – SSC 2022

বিষয় ও পত্রলিখিতএমসিকিউপরীক্ষায় মোট নম্বরএসাইনমেন্টস্বাস্থ্যবিধিমোট নম্বর
বাংলা ১ম ও ২য় পত্রসৃজনশীল ২০+ নির্মিতি ১৫১৫৫০৪০১০১০০
ইংরেজি ১ম ও ২য় পত্রReading & Writing 30 + Grammar 20 ৫০৪০১০১০০
গণিতসৃজনশীল ৩০ + অতি সংক্ষিপ্ত প্রশ্ন ৫১৫৫০৪০১০১০০
Class 10 mark distributions 2021

Class 10 short syllabus 2021 – SSC syllabus 2022 (draft)

Class 10 syllabus 2021 Bangladesh – SSC syllabus 2022

যেসব নির্দেশনা মেনে পরীক্ষা হবে
১. বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে;
২. পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের;
৩. প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট;

যে সিলেবাসে পরীক্ষা হবে
যেসব অধ্যায় থেকে এসাইনমেন্ট (বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে) দেয়া হয়েছে, সেসব অধ্যায় এবং ১২ জানুয়ারি ২০২১ থেকে শ্রেণিকক্ষে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে, সেগুলোই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস।

প্রাক-নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাস
(ক) বাংলা (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে-৫০ (লিখিত ৩৫ + এমসিকিউ ১৫);
(খ) ইংরেজি (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে-৫০ (১ম পত্র ৩০ + ২য় পত্র ২০);
(গ) সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে-৫০ (লিখিত ৩৫ + এমসিকিউ১৫);
(ঘ) প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে।

(ঙ) ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে।
(চ) অর্থাৎ মোট ১০০ নম্বরের (৫০+৪০+১০) ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করতে হবে।

☑ Class 6 to 10 Syllabus 2021 PDF download link : https://www.jessoreboard.gov.bd/uploads/notice/05_20211019131617_350.pdf

শিক্ষা বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( https://www.facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( http://www.youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

This post was published on November 30, 2021 11:13 am

Categories: Education