X

SSC Bangla 1st paper suggestion 2024 100% common for all boards [Final & special]

Edu Daily 24 Image

All education board’s SSC Bangla 1st paper suggestion 2024 100% common, short & special has given here. SSC exam 2023 will start from 15th February 2024. In this post has mentioned special short suggestions, syllabus, mark distribution, model test (model question) and subject-wise exam schedule or routine.

সব বোর্ডের এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ [ SSC Bangla 1st paper suggestion 2023 ] এখানে দেওয়া হয়োছে। ইতোমধ্যে এসএসসি রুটিন ২০২৪ pdf [বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা] প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে। SSC পরীক্ষা শেষ হবে ১২ মার্চ ২০২৪ তারিখে।

 

Table of Contents

Toggle

এসএসসি পরীক্ষা ২০২৪

পরীক্ষা এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান
পরীক্ষার সাল ২০২৪
পরীক্ষা শুরুর তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪
বোর্ড সব শিক্ষা বোর্ড
ওয়েবসাইট http://www.educationboard.gov.bd
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪

 

 

এসএসসি বাংলা ১ম পত্র গদ্য ও পদ্য অধ্যায় সমূহ

 

বাংলা ১ম পত্র গল্প

  • ১. সুভা – রবীন্দ্রনাথ ঠাকুর
  • ২. বই পড়া – প্রমথ চৌধুরী
  • ৩. আম আঁটির ভেঁপু – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ৪. মানুষ মুহম্মদ (স.) – মোহাম্মদ ওয়াজেদ আলী
  • ৫. নিমগাছ – বনফুল
  • ৬. শিক্ষা ও মনুষ্যত্ব – মোতাহের হোনেন চৌধুরী
  • ৭. প্রবাস বন্ধু – সৈয়দ মুজতবা আলী
  • ৮. মমতাদি – মানিক বন্দ্যোপাধ্যায়
  • ৯. একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
  • ১০. সাহিত্যের রূপ ও রীতি – হায়াৎ মামুদ

বাংলা ১ম পত্র কবিতা

  • ১. বঙ্গবাণী – আবদুল হাকিম
  • ২. কপোতাক্ষ নদ – মাইকেল মধুসূদন দত্ত
  • ৩. জীবন-সঙ্গীত – হেমচন্দ্র বন্দ‌্যোপাধ্যায়
  • ৪. মানুষ – কাজী নজরুল ইসলাম
  • ৫. সেইদিন এই মাঠ – জীবনানন্দ দাশ
  • ৬. পল্লিজননী – জসীমউদ্দীন
  • ৭. রানার – সুকান্ত ভট্টাচার্য
  • ৮. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা – শামসুর রহমান
  • ৯. আমার পরিচয় – সৈয়দ শামসুল হক
  • ১০. স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল – নির্মলেন্দু গুণ

 

নাটক : ১. বহিপীর
উপন্যাস : ১. কাকতাড়ুয়া

 

এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ সব বোর্ড – SSC Bangla 1st paper suggestion 2024

 

এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ – SSC Bangla 1st paper suggestion 2023

 

 

 

 

 

এসএসসি সাজেশন ২০২৪ বাংলা ১ম পত্র

 

 

 

 

 

 

এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ২০২৪ নমুনা প্রশ্ন

 

আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।

এসএসসি-২০২৪ পরীক্ষা প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১
বিষয়: বাংলা প্রথম পত্র (সৃজনশীল অংশ)
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ৭০

ক-অংশ: গদ্য

১. সামিয়া খুব ভালো গান গাইতে পারে। গান গেয়ে বিভিন্ন পর্যায়ে বেশ সুনামও কুড়িয়েছে। তাকে নিয়ে তার পরিবারের অনেক গর্ব। হঠাৎ সড়ক দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেলে সে। গান গাওয়া বন্ধ হয়ে যায় সামিয়ার। একসময় যারা তার বন্ধু ছিল তারা একে একে কেটে পড়ে। আজ তার পাশে কেউ নেই। সেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, সবার থেকে চোখের আড়াল হয়ে একাকিত্বকে সঙ্গী করে দিন কাটে তার।

ক. প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
খ. সুভাকে সুভার মা বিধাতার অভিশাপ মনে করে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সামিয়া নিজেকে গুটিয়ে নেয়ার মধ্য দিয়ে সুভার মানসিকতার কোন দিক প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সামিয়া ও সুভার প্রতি পরিজনদের আচরণ কীরূপ হলে তাদের জীবনের পরিণতি ভিন্ন হতে পারত? যৌক্তিক মতামত দাও।

২. রানা ও রীনা ভাই-বোন। রানা বড়, রীনা ছোট। তাদের দুজনের বয়সের পার্থক্য পাঁচ। বাড়ির সামনে খোলা জায়গায় তারা খেলছিল। তাদের মা উঠানে বসে তরকারি কাটছিলেন। তিনি ঘরে ঢুকতেই রানা ও রীনা ছুটে গেল টকটকে লাল জামরুল কুড়াতে। মা দেখে তাদের শাসন করছিলেন। মা রান্নাঘরে যেতেই তারা বাইরে বেরিয়ে গেল। মা রান্না করে, কাপড়া কেচে গোসল করতে গেলেন। দ্বিপ্রহর হলেও রীনা ও উপল ফিরে আসেনি।

ক. ‘পিজরাপোলের আসামি’ কী?
খ. ‘তখনি কি রাজি হতে আছে’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রানা ও রীনার সাথে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের যোগসূত্র ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মা সর্বজয়া চরিত্রকে পুরোপুরি ধারণ করেনি’- মূল্যায়ন করো।

৩. জরিনা ৭০ বছরের বৃদ্ধা। অসুস্থতার কারণে সবাই তাকে সংসারের বোঝা মনে করে। অথচ ১৯ বছর বয়সে বিবাহ হওয়ার পর থেকে সংসারের বেড়াজালে সে বাঁধা ছিল। অবজ্ঞার কথা ভেবে সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। কিন্তু স্বামী-সন্তান, আত্মীয়-স্বজনের মায়া ত্যাগ করতে পারে না।

ক. নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?
খ. কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৪. কক্সবাজারের রকিব ও নেপালের নবিন দুজনই চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। রকিব ঈদের ছুটিতে নবিনকে তাদের গ্রামের বাড়ি নিয়ে যায়। দুজনে সমুদ্র সৈকত, পাহাড়, ঝরনা, বৌদ্ধ মন্দির, শহিদ মিনার প্রভৃতি, স্থানে ঘুরে বেড়ায়। রকিবের পরিবারের অন্য সদস্যরাও তাকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে। তাদের আদর- আপ্যায়ন ও আতিথেয়তায় নবিন এতই মুগ্ধ হয় যে, বিদায়বেলায় সে অশ্রুসিক্ত হয়ে যায়।

ক. ‘প্রবাস বন্ধু’ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত?
খ. কার গোয়াল, কে দেয় ধুয়ো’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে রকিবের আচরণে ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমানের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “প্রবাস বন্ধু” গল্পের লেখক ও উদ্দীপকের নবিন এক নয় – তুমি কি এ মন্তব্যের সাথে একমত? যুক্তিসহকারে লেখ।

খ-অংশ: কবিতা

৫. সাহিদ ও জাহিদ দুই বন্ধু বিশ্ববিদ্যালয়ে পড়ে। সাহিদ বাংলা ভাষাকে খুব ভালোবাসে। অন্যদিকে জাহিদের বাংলা ভাষা ও সংস্কৃতি পছন্দ নয়। সে ইংরেজি জানা নিয়ে গর্ব করে। সাহিদ ক্ষুব্ধ হয়ে জাহিদকে বলে, “আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের অহংকার।”

ক. ‘জুয়ায়’ শব্দের অর্থ কী?
খ. ‘মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের জাহিদের মতো মানুষদের প্রতি কবি আবদুল হাকিম কী মনোভাব পোষণ করেন? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের সাহিদ ও ‘বঙ্গবাণী’ কবিতার কবির বক্তব্য একই চেতনা থেকে উৎসারিত”- বিশ্লেষণ কর।

৬. নানামুখী প্রতিকূলতার জন্য পাঁচবার বিএ পরীক্ষায় অবতীর্ণ হয়েও কৃতকার্য হতে পারেনি কাশেম। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের তিরস্কারে কাশেম কিছুটা বিচলিত হয়। এমন পরিস্থিতিতে কাশেম তার গ্রামের একজন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ৬ষ্ঠ বারের মতো দৃঢ় মনোবলসহকারে পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে কৃতকার্য হয়।

ক. ‘দারা’ শব্দের অর্থ কী?
খ. আয়ু যেন শৈবালের নীর।- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন দিকটি উন্মোচিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটি ‘জীবন-সঙ্গীত’ কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

৭. বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই
এমন সময় মাগো, আমার কাজলা দিদি কই?
বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে
লেবুর গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই।

ক. কে নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে?
খ. ‘পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল- বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘সেইদিন এই মাঠ’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘সেইদিন এই মাঠ’ কবিতার সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার মতামত বিশ্লেষণ কর।

৮. বিদেশি সেনার কামানে বুলেটে বিদ্ধ
নারী শিশু আর যুবক জোয়ান-বৃদ্ধ
শত্রু সেনারা হত্যার অভিযানে
মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে।

ক. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী?
খ. ‘এমন খুশি আমার জীবনে আর আসেনি’- বুধার এ উক্তির কারণ কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রথম দুই ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বিষয়বস্তুর খণ্ডিত অংশমাত্র- মন্তব্যটির সপক্ষে তোমার যুক্তি দাও।

৯. ‘ক’ ইউনিয়নের চেয়ারম্যানের নাম শুনলে গ্রামের মানুষ ভয়ে কাঁপে। তার ইচ্ছামতো এলাকার সবকিছু পরিচালিত হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের তার বাড়িতে আশ্রয় দেয়। গ্রামের হাস-মুরগি, ছাগল, সবজি, ফলমূল প্রভৃতি জোরপূর্বক নিয়ে যায় সৈন্যদের জন্য। কেউ অবাধ্য হলে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। মুক্তিযোদ্ধাদের খোঁজখবর পাক হানাদারদের জানিয়ে দেয়। গ্রামের মেয়েদের ধরে নিয়ে যায় হানাদারদের ক্যাম্পে।

ক. বুধা প্রায়ই কী সাজত?
খ. “এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ”- এ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের চেয়ারম্যান চরিত্রে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত কোন চরিত্রকে খুঁজে পাও? বর্ণনা কর।
ঘ. “উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের খন্ডচিত্র মাত্র।” মন্তব্যটি বিশ্লেষণ কর।

 

ঘ-অংশ: নাটক

১০. মাতৃহারা ঝিনু চাচার বাড়িতে বড় হয়। চাচি ঝিনুকে বোঝা মনে করে। ভাবে কোনো রকম পাত্রস্থ করতে পারলেই হয়। অবশেষে চাচি সতীনের সংসারে এক বৃদ্ধের সাথে বিয়ে দেয় ঝিনুকে। জীবন সচেতন ঝিনু এ বিয়ে মেনে না নিয়ে একদিন বাড়ি ছেড়ে অজানার পথে পাড়ি জমায়।

ক. বহিপীরের বয়স কত বছর?
খ. হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিলেন কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নাটকের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটিতে ‘বহিপীর’ নাটকের সমগ্র ভাব ফুটে উঠেছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১১. আলমগীর তালুকদারের পরিবার জৌলুস হারিয়ে এখন শ্রীহীন প্রায়। যতটুকু আছে তাও ঘটের তলানিতে। আলমগীর সাহেব এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু আলমাস মননে আধুনিক। ওসবে তার মাথাব্যথা নেই। বাবাকে বলে, “আমি এ যুগের ছেলে, শিক্ষাই আমার সম্পদ। আমায় নিয়ে ভেবো না, বাবা। জীবন পাল্টানোর পরশমণি আমার হাতের মুঠোয়।”

ক. “বদান্যতার জোরে জান যায় মানুষের”- উক্তিটি কার?
খ. “আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না।”- তাহেরা একথা বলেছিল কেন?
গ. উদ্দীপকের আলমগীর তালুকদারের পরিবারের সাথে ‘বহিপীর’ নাটকের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. “বোধ ও বিশ্বাসে আলমাস ও হাশেম যেন মুদ্রার এপিঠ ওপিঠ”- যথার্থতা বিচার কর।

 

 

 

এসএসসি পরীক্ষার নোটিশ ২০২৪

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতি বিষয়ে স্বাভাবিক সময় বা ৩ ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ স্কুলে হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

 

 

এস এস সি পরীক্ষার রুটিন ২০২৩ : কবে কোন পরীক্ষা

 

প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • ১৫ ফেব্রুয়ারি: বাংলা প্রথম পত্র

  • ১৮ ফেব্রুয়ারি: বাংলা দ্বিতীয় পত্র

  • ২০ ফেব্রুয়ারি: ইংরেজি প্রথম পত্র

  • ২২ ফেব্রুয়ারি: ইংরেজি দ্বিতীয় পত্র

  • ২৫ ফেব্রুয়ারি: গণিত

  • ২৭ ফেব্রুয়ারি: ধর্ম (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা)

  • ২৮ ফেব্রুয়ারি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

  • ২৯ ফেব্রুয়ারি: গার্হস্থ্যবিজ্ঞান/ কৃষি শিক্ষা/ সংগীত/আরবি/সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা

  • ৩ মার্চ: পদার্থবিজ্ঞান/ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ ফিন্যান্স ও ব্যাংকিং

  • ৫ মার্চ: রসায়ন/ পৌরনীতি ও নাগরিকতা/ ব্যবসায় উদ্যোগ

  • ৬ মার্চ: ভূগোল ও পরিবেশ

  • ৭ মার্চ: জীববিজ্ঞান/ অর্থনীতি

  • ১০ মার্চ: বিজ্ঞান/উচ্চতর গণিত

  • ১১ মার্চ: হিসাববিজ্ঞান

  • ১২ মার্চ: বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

 

 

এসএসসি রুটিন ২০২৪ pdf [বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা]

 

এসএসসি কমন বিষয়ের রুটিন ২০২৪

 

কমন বিষয়গুলোর পরীক্ষায় সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে-

SSC Subject Name Exam Date Time / Schedule
Bangla 1st paper 10:00 am to 1:00 pm
Bangla 2nd paper 10:00 am to 1:00 pm
English 1st paper 10:00 am to 1:00 pm
English 2nd paper 10:00 am to 1:00 pm
Math 10:00 am to 1:00 pm
SSC common subjects routine 2024

 

 

 

এসএসসি বিজ্ঞান রুটিন ২০২৪

 

আবশ্যিক বিষয়ের পাশাপাশি বিজ্ঞান বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-

SSC Subject Name Exam Date Time / Schedule
Physics 10:00 am to 1:00 pm
Chemistry 10:00 am to 1:00 pm
Biology 10:00 am to 1:00 pm
Higher Math 10:00 am to 1:00 pm
SSC science routine 2024

 

 

 

এসএসসি ব্যবসায় শিক্ষা রুটিন ২০২৪

 

আবশ্যিক বিষয়ের পাশাপাশি ব্যবসায় শিক্ষা বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-

SSC Subject Name Exam Date Time / Schedule
Finance and Banking (ফিন্যান্স ও ব্যাংকিং) 10:00 am to 1:00 pm
Business Entrepreneurship (ব্যবসায় উদ্যোগ) 10:00 am to 1:00 pm
Accounting (হিসাববিজ্ঞান) 10:00 am to 1:00 pm
SSC Business studies routine 2024

 

 

এসএসসি মানবিক রুটিন ২০২৪

 

আবশ্যিক বিষয়ের পাশাপাশি মানবিক বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-

SSC Subject Name Exam Date Time / Schedule
History of Bangladesh & World civilization 10:00 am to 1:00 pm
Civics and Citizenship (পৌরনীতি ও নাগরিকতা) 10:00 am to 1:00 pm
Economics (অর্থনীতি) 10:00 am to 1:00 pm
SSC Humanities routine 2024

 

 

এসএসসি গ্রেডিং সিস্টেম ২০২৪

Marks Grade Point Letter Grade
0 to 32 0.00 F
33 to 39 1.00 D
40 to 49 2.00 C
50 to 59 3.00 B
60 to 69 3.50 A-
70 to 79 4.00 A
80 to 100 5.00 A+
HSC exam grading system 2024

 

 

বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক

Name of education board Official website link
1. Bangladesh Technical Education Board (BTEB) http://www.bteb.gov.bd
2. Bangladesh Madrasha Board http://www.bmeb.gov.bd
3. Dhaka Education Board http://dhakaeducationboard.gov.bd
4. Chittagong Education Board http://www.bise-ctg.gov.bd
5. Comilla Education Board http://www.comillaboard.gov.bd
6. Rajshahi education Board http://www.rajshahieducationboard.gov.bd
7. Jessore education Board http://www.jessoreboard.gov.bd
8. Barishal education Board http://www.barisalboard.gov.bd
9. Sylhet education Board http://sylhetboard.gov.bd
10. Dinajpur education Board http://www.dinajpureducationboard.gov.bd
11. Mymensingh education Board https://www.mymensingheducationboard.gov.bd

 

 

২০২৩ সালের এসএসসি পরীক্ষা কবে?

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে

 

 

 

This post was published on %s = human-readable time difference 3:09 am

Categories: Education