X

SSC economics suggestion 2022 pdf : Important questions for all board

Edu Daily 24 Image

SSC economics suggestion 2022 pdf (important questions for dhaka board and all others board) has given here. This exam will held on 28th September 2022 11 AM.

Table of Contents

Toggle

SSC exam 2022

Exam :SSC 2022 (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট)
Subject :জীববিজ্ঞান (Biology)
Syllabus :Short syllabus
Exam date :28-9-2022
Marks :
Pass marks :
Education boards :ঢাকা শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ড
বরিশাল শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ড
ময়মনসিংহ শিক্ষা বোর্ড

SSC economics suggestion 2022 : Important CQ questions

এসএসসি অর্থনীতি অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন

১ম অধ্যায় : অর্থনীতির পরিচয়

১। অর্থনীতির সংজ্ঞা দাও।
উত্তর : মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলি এবং সীমিত সম্পদ ও অসীম অভাবের সমন্বয় সাধন সম্পর্কিত বিজ্ঞানকেই অর্থনীতি বলে।

২। অর্থনীতির মৌলিক নীতি কয়টি?
উত্তর : অর্থনীতির মৌলিক নীতি দশটি।

৩। অর্থনৈতিক কার্যাবলি কী?
উত্তর : মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কাজ করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলে।

৪। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ Economics.

৫। বাণিজ্যবাদ কাকে বলে?
উত্তর : ঘােড়শ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাণীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তঞ্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বাণিজ্যবাদ বলে।

৬। ইসলামী অর্থব্যবস্থা কী?
উত্তর : ইসলামের মৌলিক নিয়ম-কানুনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়।

৭। মুদ্রাস্ফীতি কী?
উত্তর : উৎপাদন হির থেকে অল্প সময়ের মধ্যে দ্রব্যমূল্য ক্রমাগত বেড়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি কলী হয়।

৮। অর্থনীলির জনক কে?
উত্তর : অভিম স্মিথ।

৯। ভূমিবাণীদের মতে উৎপাদনশীল খাত কোনটি?
উত্তর : ভূমিবাদীদের মতে, কৃষিই হলাে অন্যতম বা প্রধান উৎপাদনশীল খাত।

১০। বেকরি কাকে বলে?
উত্তর : কর্মক্ষম লােক প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ না পাওয়ার অবস্থাকে বের কী হয়।

১১। রবিন্স প্রদত্ত অর্থনীতির জ্ঞাটি দাও।
উত্তর : ‘অর্থনীতি হলাে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এক বিকল্প ব্যবহারযােগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূরে মধ্যে সময় সাধনকারী কার্যাবলি আলােচনা করে’।

১২। অধ্যাপক মাশালের অর্থনীতির সংজ্ঞা দাও।
উত্তর: সংজ্ঞাটি হলাে-‘অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলি আলােচনা করে’।

১৩। অভাব নির্বাচন কী?
উত্তর : অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ যে অভাবগুলাে অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে, তাকে অতৰি নিচিন বলে।

১৪। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অপর নাম কী?
উত্তর : পুঞ্জিবাদী অর্থব্যবস্থা।

২য় অধ্যায় : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ

১। চূড়ান্ত দ্রব্য কাকে বলে?
উত্তর : দূড়ান্ত দ্রব্য বলতে এমন দ্রব্যকে বােঝায় যা উৎপাদনের পর সরাসরি ভােগে ব্যবহৃত হয়।

২। উৎপাদিত সম্পদ কী?
উত্তর : প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়। যেমন-যন্ত্রপাতি, কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি।

৩। তাপ বিদ্যুৎ কী?
উত্তর: গ্যাস, তেল, কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে তাপ বিদ্যুৎ বলে।

৪। সম্পদ কাকে বলে?
উত্তর : কোন উপাদান বা উপকরণকে যখন তার উপযোগ কে কাজে লাগিয়ে মানুষের চাহিদা এবং অভাব পূরণ করা হয় তখন তাকে সম্পদ বলে।

৫। বাংলাদেশে পানি প্রধান উৎস কয়টি? উত্তর- তিনটি।

৬। অর্থনৈতিক দ্রব্য মানে কি?
উত্তর : যেসব দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য দিতে হয় তাকে অনৈতিক দ্রব্য বলা হয়।

৭। সুযােগ ব্যয় কাকে বলে?
উত্তর : কোনাে একটি দ্রব্য পাওয়ার জন্য দ্রব্যটির উৎপাদন যে পরিমাণ ত্যাগ করতে হয়, সেই ত্যাগকৃত পরিমাপই হলাে প্রথম দ্রব্যটির সুযােগ ব্যয়।

৮। সঞ্চয় কী?
উত্তর : আয়ের যে অংশ বর্তমানে ভােগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে।

৯। বিনিয়ােগ কাকে বলে?
উত্তর : সঞ্চিত অর্থ যথন উৎপাদন বাড়ানাের কাজে ব্যবহৃত হয়, তখন তাকে বিনিয়ােগ বলে।

১০। মানবিক সম্পদ কাকে বলে?
উত্তর : মানুষের মানবীয় গুণাবলীকে মানবিক সম্পদ লা হয়।

১১। অর্থনীতির জনক কে?
উত্তর : অ্যাডাম স্মিথ।

১২। আয় কী?
উত্তর : কোন ব্যক্তি তার মালিকানাধীন উৎপাদনের উপকরণকে উৎপাদন কাজে নিয়ােজিত করে তার বিনিময়ে যা অর্জন করে তাই আয় ।

১৩। বাংলাদেশের মােট ভূখর শতকরা কতভাগ বনভূমি আছে?
উত্তর : ১১১ ভাগ।

১৪। দ্রব্য কাকে বলে?
উত্তর : মানুষের অভাব মেটানাের ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে অর্থনীতিতে ঐব্য বলে।

১৫। মধ্যবর্তী দ্রব্য কাকে বলে?
উত্তর : যেসব দ্রব্য সরাসরি ভােগের জন্য ব্যবহার না করে উৎপাদনে উপকরণ হিসেবে ব্যবহার হয় তাকে মধ্যবর্তী দ্রব্য বলে।

১৬। স্থায়ী ভোগ্য দ্রব্য কী?
উত্তর : ফেসব ভােগ্য দ্রব্য স্থায়ীভাবে কোথাও অবস্থান করে তাকে স্থায়ী দ্রব্য বলে।

১৭। অবাধলভ্য দ্রব্য কী?
উত্তর : যেসব দ্রব্য বিনা পরিশ্রম ও বিনামূল্যে পাওয়া যায় সেগুলােকে অবাধল প্ৰব্য বলা হয়।

১৮। পণ্য ?
উত্তর: যেসব দ্রব্য ও অবস্তুগত সেবা উপযােগসম্পন্ন এবং বিক্রয়যােগ্য, তাদেরকে পণ্য বলে।

৩য় অধ্যায় : উপযােগ, চাহিদা, যােগান ও ভারসাম্য

১। উপযােগ কাকে বলে?
উত্তর : অর্থনীতিতে কোনাে প্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযােগ বলে।

২। চাহিদা কাকে বলে?
উত্তরঃ একজন ভােক্তার কোনাে দ্রব্য পাওয়ার আকাক্ষার পাশাপাশি যখন সেই আকাঙ্ক্ষা পূরণ করার সামর্থ্য ও ইচ্ছা থাকে তাকে চাহিদা বলে।

৩। প্রান্তিক উপযােগ কী?
উত্তর : কোনাে দ্রব্য বা সেবার অতিরিক্ত এক একক ভােগ করলে মােট উপযােগের পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযােগ বলে।

৪। ভোক্তা কাকে বলে?
উত্তর : কোনাে অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভােগ রার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভােক্তা বলে।

৫। চাহিদা বিধিটি লিখ।
উত্তর : কোনাে প্রবাের দমের সাথে তার চাহিদার পরিমাণের সম্পর্ককে যে বিধির সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকে চাহিদা বিধি বলে।

৬। যােগান কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নামে বিক্রেতা একটি পণ্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত থাকে, তাকে যৌগান বলে।

৭। দাম ও যােগানের সম্পর্ক কেমন?
উত্তর : দাম ও যােগানের সম্পর্ক সমমুখী।

৮। ভারসাম্য পমি কাকে বলে?
উত্তর : যে দামে একটি নির্দিষ্ট দ্রব্যের চাহিদা ও যােগান পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলে।

৯। ক্রম হ্রাসমান প্রাপ্তিক উপযােগ বিধি কী?
উত্তর : ভােগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযােগ কমে যাওয়ার প্রবণতাই মহাসমান উপযােগলের সম্পর্ক সমমুখী।

১০। ভোগ কাকে বলে?
উত্তর : অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য অন্য কোনাে দ্রব্যের উপযােগ নিঃশেষ করাকে ভোগ বলে।

১১। গড় উপযােগ কী?
উত্তর : কোনাে নির্দিষ্ট সময়ে একজন ভােক্তা ভােগকৃত দ্রব্য থেকে একক প্রতি যে উপযােগ পায় তাকে গড় উপযােগ বলে।

১২। যােগান বিথি কী?
উত্তর : যে বিধি দমের সাথে দ্রব্যের যােগানের সম্পর্ক প্রকাশ করে তাকে যােগান বিধি বলে।

১৩। দাম ও যােগানের সম্পর্ক কেমন?
উত্তর : দাম ও যােগানের সম্পর্ক প্রশ্ন সমমুখী।

৪র্থ অধ্যায় : উৎপাদন ও সংগঠন

১। মােট উৎপাদন কাকে বলে?
উত্তর : বিভিন্ন উপকরণ নিয়ােগের দ্বারা যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে মােট উৎপাদন বলে।

২। রূপগত উপযােগ কাকে বলে?
উত্তর : প্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযােগ বলে।

৩। উৎপাদন কী?
উত্তর : উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনাে দ্রব্য বা উপযােগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।

৪। মূলধন কী?
উত্তর : যেসব দ্রব্যসামগ্রী মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত এক সরাসরি ভােগের জন্য ব্যবহৃত না হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়, তাদেরকে মূলধন বলে।

৫। উদ্যোক্তা কী?
উত্তর : যিনি উৎপাদনের উপকরণগুলাের মধ্যে সুষ্ঠুভাবে সমন্বয়ের কাজ করেন তাকে উদ্যোক্তা বলা হয়।

৬। শ্রম কাকে বলে?
উত্তর : উৎপাদন কাজে নিয়ােজিত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রম, যার বিনিময়ে অর্থ উপার্জন করা যায় তাকে অর্থনীতিতে শ্রম বলে।

৭। প্রকাশ্য ব্যয় ?
উত্তর : কোনাে উৎপাণী প্রতিষ্ঠান উপকরণ ভাড়া বা ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করে তার সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে।

৮। ভূমি কী?
উত্তর : ভূপৃষ্ঠসহ প্রকৃতির যেসব অবাধ দান উৎপাদনের কাজে লাগে তাকেই একত্রে ভূমি বলে।

৯। গঠন কাকে বলে?
উত্তর : কোনাে কিছু উৎপাদনের জন্য ভূমি, শ্রম ও মূলধনকে একত্র করা ও সময়ের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে।

১০। উৎপাদনের উপকরণ কয় প্রকার?
উত্তর : ৪ প্রকার।

১১। গড় উৎপাদন কাকে বলে?
উত্তর : মােট উৎপাদনের পরিমাণকে মােট উপকরণ বা উপাদান দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়।

১২। সমন্বয়কারী কাকে বলে?
উত্তর : যিনি উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে সমন্বয় করেন, তাকে সমন্বয়কারী বলা হয়।

১৩। বিনিয়ােগ :
উত্তর : সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানাের কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়ােগ বলে।

১৪। প্রান্তিক উৎপাদন কী?
উত্তর: প্রান্তিক উৎপাদন হচ্ছে অতিরিক্ত এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে মােট উৎপাদনের যে পরিবর্তন হয়।

৫। অপ্রকাশ্য ব্যয় কী?
উত্তর : উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য, অন্যান্য ব্যয় ও স্বনিয়ােজিত সম্পদের খরচকে অপ্রকাশ্য ব্যয় বলে।

৬ষ্ঠ অধ্যায়: জাতীয় আয় ও এর পরিমাপ

১। CCA-এর পূর্ণরূপ লেখাে।
উত্তর : Capital Consumption Allowance

২। আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্রটি লেখাে।
উত্তর : আয় পদ্ধতিতে জাতীয় আয় = মােট খাজনা + মােট মজুরি + মােট সুদ + মােট মুনাফা

৩। নিট জাতীয় আয় কাকে বলে?
উত্তর : কোনে নির্দিষ্ট সময়ে কোনাে অর্থনীতিতে চুড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য। থেকে মূলধনের ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে।

৪। NNP-এর পূর্ণরূপ লেখো।
উত্তর: Net National Product.

৫। GNI-এর পূর্ণরূপ লেখাে।
উত্তর: Gross National Income.

৬। মােট দেশজ উৎপদিন কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগােলিক সীমার মধ্যে মােট যে পরিমাণ চুড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন প্রা হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মােট দেশজ উৎপাপন বলে।

৭। জাতীয় আয় কী?
উত্তর: কোনাে নির্দিষ্ট সময়ে কোনাে দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে।

৮। GDP-এর পূর্ণরূপ লেখো।
উত্তর : Gross Domestic Product.

৯। GNP-এর পূর্ণরূপ লেখাে।
উত্তর : Gress National Product.

১০। থানা কী?
উত্তর : অর্থনীতিতে ভূমি বা সীমাবদ্ধ যােগান বিশিষ্ট সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে খাজনা বলে।

১১। মাথাপিছু আয় কী?
উত্তর : মাথাপিছু আয় বলতে জনপ্রতি বার্ষিক আয়কে বােঝায়?

১২। মাথাপিছু জিডিপি এর সূত্রটি লেখাে।
উত্তর : মাথাপিছু জিডিপি = (কোন নির্দিা বছরে মােট দেশজ উৎপাদন/ঐ বছরের মধ্যে সময়ের মােট জনসংখ্যা)

৯ম অধ্যায় : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ

১। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে অর্থনৈতিক কাঠামাের কোনাে পরিবর্তন ছাড়াই প্রকৃত জাতীয় আয়ের পাশাপাশি প্রকৃত মাথাপিছু আয়ের বৃদ্ধি ঘটলে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।

২। এসএমএস-এর পূর্ণরূপ কী?
উত্তর : সােসাইটি ফর সােশ্যাল সার্ভিসে।

৩। শক্তি ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯২ সালে।

৪। দারিদ্র্য কাকে বলে?
উত্তর : দাত্রি কলতে এমন এক অবস্থাকে বােঝায় যেখানে মানুষের মৌলিক চাহিদা যেমন-অন্ন, স্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি অভাব পূরণ হয় না।

৫। বেকারত্বের সংজ্ঞা দাও।
উত্তর : কর্মক্ষম লােক প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও কাজ না পাওয়ার অবস্থাকে বেকারত্ব বলে।

৬। মৌসুমি বেকারত্ব কী?

উত্তর: শ্ৰমিক যদি বছরের কোনাে বিশেষ সময়ে কর্মে নিয়ােজিত থাকে এবং অন্য সময়ে বেকার থাকে তবে তার বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলে।

৭। উন্নয়নশীল দেশ কী?
উত্তর : পৃথিবীর যেসব দেশে অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং উন্নয়নের যথেষ্ট সুযােগ আছে সেসব দেশই উন্নয়নশীল দেশ।

৮। দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবল কে?
উত্তর : অধ্যাঙ্ক ব্যাগনার নার্স।

৯। মানবসম্পদ কাকে বলে?
উত্তর : জনসংখ্যার একটি অংশ যখন শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে শ্রমশক্তিতে পরিণত হয়। তখন তাদেরকে মানবসম্পদ বলে।

১০। NGO-এর পূর্ণরূপ লেখো।
উত্তর : Non-Government Organisation,

এসএসসি অর্থনীতি সৃজনশীল অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন (অধ্যায় ভিত্তিক)

১ম অধ্যায়: অর্থনীতির পরিচয়

  • ১। পুঁজিবাদ বলতে কী বােঝায়?
  • ২। অর্থনীতিবিদ এল, রবিন্স প্রদত্ত সংজ্ঞাটি শ্রেষ্ঠ কেন?
  • ৩। সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কী বােঝায়?
  • ৪। আমাদের দেশকে উন্নয়নশীল দেশ বলা হয় কেন?
  • ৫। ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা করাে।
  • ৬। অর্থনৈতিক সমস্যা কেন সৃষ্টি হয়?
  • ৭। কখন মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে?
  • ৮। অর্থনীতিতে প্রণােদনার গুরুত্ব বর্ণনা করাে/মানুষ প্রণােদনায় সাড়া দেয় কেন?

২য় অধ্যায় : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ

১। সম্পদের বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করাে।
২। মূলধনী দ্রব্য বলতে কী বােঝায়?
৩। সম্পদের স্বল্পতাই নির্বাচনের কারণ-ব্যাখ্যা করাে।
৪। সব জিনিসকে আমরা সম্পদ বলতে পারি না কেন?
৫। মধ্যবর্তী দ্রব্য বলতে বােঝায়?

৬। সকল সেবা পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতি সেবাই পণ্য’-ব্যাখ্যা কর।
৭। সুযােপ ব্যয় ব্যাখ্যা করাে।
৮। কেবলমাত্র অপ্রচুর দ্রব্যকেই সম্পদ বলা হয় কেন?
৯। সঞ্চয় বলতে কী বুঝ?

১০। অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বােঝায়?

৩য় অধ্যায় : উপযােগ, চাহিদা, যােগান ও ভারসাম্য

১। উপযােগ একটি মানসিক ধারণা-ব্যাখ্যা করাে।
২। মােট উপযােগ ও প্রান্তিক উপযােগ বলতে কী বােঝায়?
৩। বাজার চাহিদা বলতে কী বােঝায়?
৪। যােগান রেখা ডানদিকে উর্ধ্বগামী হয় কেন?
৫। ভােগ বলতে কী বােঝায়?
৬। এমহাসমান প্রান্তিক উপযােগ ব্যাখ্যা করাে।

৭। যােগান বিধি ব্যাখ্যা করাে।
৮। যােগান সূচি ও যােগান রেখার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করাে।
৯। প্রান্তিক উপযােগের ধারণাটি ব্যাখ্যা করাে।
১০। চাহিদা বিধি কী? ব্যাখ্যা করাে।

৪র্থ অধ্যায় : উৎপাদন ও সংগঠন

১। সময়গত উপযােগ কী? ব্যাখ্যা করাে।
২। অর্থনীতিতে ভূমি বলতে কী বােঝায়?
৩। প্রান্তিক উৎপাদন কী? প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয় কেন?
৪। অর্থনীতিতে উৎপাদন বলতে কী বােঝায়?

৫। প্রকাশ্য ব্যয় কলতে বােঝায়?
৬। জনবহুল দেশে মূলধনের তুলনায় শ্রমের গুরুত্ব বেশি কেন?
৭। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কী?

৬ষ্ঠ অধ্যায় : জাতীয় আয় ও এর পরিমাপ

১। মােট দেশজ উৎপাদন বলতে কী বােঝায়?
২। উৎপাদন পদ্ধতিতে কীভাবে জাতীয় আয় পরিমাপ করা যায়?
৩। এটি দেশ উন্নত না অনুন্নত তা কীভাবে বােঝা যায়?
৪। মােট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখাও।

৫। নিট জাতীয় আয় বলতে কী বােঝায়?
৬। জিডিপি পরিমাপের দুটি নির্ধারক বর্ণনা করাে।
৭। মােট জাতীয় আয় কী?

৮। জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা বলতে কী বােঝ?
৯। কোনাে দেশের অর্থনৈতিক অবস্থা জানতে মাথাপিছু জিডিপি জানা প্রয়ােজন কেন?

৯ম অধ্যায় : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ

১। অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বােঝায়?
২। দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বােঝায়?
৩। মানবসম্পদ বলতে কী বােঝায়?

৪। সাময়িক বেকারত্ব বলতে কী বােঝায়?
৫। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারণাটি ব্যাখ্যা করাে।
৬। দারিদ্র্য বিমােচনে আইসিটির ভূমিকা ব্যাখ্যা করাে।

৭। মূলধন বিনিয়ােগ করে কীভাবে বেকারত্ব দূর করা যায়?
৮। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ব্যাখ্যা করাে।
৯। দারিদ্র বিমােচনে তথ্য প্রযুক্তি ভূমিকা ব্যাখ্যা করাে।

This post was published on %s = human-readable time difference 5:39 am

Categories: Education