X

HSC bangla 1st paper question solution 2022 pdf [mcq answers]

Edu Daily 24 Image

HSC bangla 1st paper question solution 2022 has given here. This exam was held on 6th November 2022 11 AM. There are more than 12 lakh examinee in this higher secondary exam of Bangladesh’s 11 education boards.

 

 

HSC bangla 1st paper question answer 2022 / HSC bangla 1st paper question solution 2022

 

এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি ২০২২ উত্তর pdf (ঢাকা বোর্ড – রাজশাহী বোর্ড – যশোর বোর্ড – কুমিল্লা বোর্ড – চট্টগ্রাম বোর্ড – বরিশাল বোর্ড – সিলেট বোর্ড – দিনাজপুর বোর্ড ও ময়মনসিংহ বোর্ড) এখানে দেয়া হয়েছে। ৬ নভেম্বর ২০২২ সকাল ১১টায় বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর ২০২২ (রবিবার) থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২২। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HSC) পরীক্ষার্থী সংখ্যা ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। গত বছর (২০২১) মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। অর্থাৎ, এবারের পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

 

 

 

এইচএসসি পরীক্ষা ২০২২

পাবলিক পরীক্ষা উচ্চমাধ্যমিক / এইচএসসি পরীক্ষা ২০২২
বোর্ড সমূহ সাধারণ শিক্ষা বোর্ড (ঢাকা বোর্ড – রাজশাহী বোর্ড – যশোর বোর্ড – কুমিল্লা বোর্ড – চট্টগ্রাম বোর্ড – বরিশাল বোর্ড – সিলেট বোর্ড – দিনাজপুর বোর্ড ও ময়মনসিংহ বোর্ড )
পরীক্ষা শুরু ৬ নভেম্বর ২০২২ থেকে
তত্ত্বীয় পরীক্ষা শেষ ১৩ ডিসেম্বর ২০২২
ব্যবহারিক পরীক্ষা শুরু ১৫ ডিসেম্বর ২০২২ থেকে
HSC exam 2022

 

 

 

 

এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি ২০২২ উত্তর ঢাকা বোর্ড সেট-খ

 

HSC Bangla 1st paper question solution 2022 dhaka board (kha set)

 

  • বিষয় : HSC বাংলা ১ম পত্র (MCQ)
  • প্রশ্ন সেট : খ
  • পরীক্ষার তারিখ : ৬-১১-২০২২ সকাল ১১টা

 

 

 

 

 

 

HSC Bangla 1st paper question solution 2022 dhaka board (ga set)

 

  • বিষয় : HSC বাংলা ১ম পত্র (MCQ)
  • প্রশ্ন সেট : গ
  • পরীক্ষার তারিখ : ৬-১১-২০২২ সকাল ১১টা

 

HSC Bangla 1st paper question solution 2022 dhaka board (ga set)-1

 

 

HSC Bangla 1st paper question solution 2022 dhaka board (ga set)-2

 

 

এইচএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২ ঢাকা বোর্ড সেট-খ

 

HSC Bangla 1st paper question solution 2022 dhaka board (kha set)

 

 

অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি বাংলা ১ম পত্র প্রশ্নে উত্তর শিগগরিই প্রকাশ করা হবে।

 

 

 

কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

 

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এছাড়া, ১ জানুয়ারি বই বিতরণ করা সম্ভব হবে বলে এসময় আশা প্রকাশ করেন তিনি।

 

 

 

কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এসব পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট কেন্দ্র সংখ্যা ২ হাজার ৬৪৯টি, মোট প্রতিষ্ঠান ৯ হাজার ১৮১টি। গত বছরের তুলনায় কেন্দ্র বেড়েছে ২৮টি, প্রতিষ্ঠান কমেছে ২টি। বিদেশের ৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২২ জন।

এর আগে, এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

 

 

পরীক্ষার সময়

 

শিক্ষা বোর্ডের সূচিতে জানানো হয়েছে, সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা।

প্রথমে বহুনির্বাচনী এবং পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে, মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

 

 

This post was published on May 12, 2024 11:00 am

Categories: Education