Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Edu Daily 24
    • Home
    • News
    • Admission
    • Result
    • Routine
    Facebook X (Twitter) Instagram
    Edu Daily 24
    Home — Result — www.educationboard.gov.bd ssc result 2022 Bangladesh
    Result

    www.educationboard.gov.bd ssc result 2022 Bangladesh

    Edu Daily 24By Edu Daily 24November 30, 2022Updated:October 13, 2024No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Edu Daily 24 Image
    Edu Daily 24 Image
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    www.educationboard.gov.bd ssc result 2022 publish date has been announced. SSC exam result will publish on 28th November 2022. SSC result 2022 with marksheet [all education board] related information has given here. SSC and equivalent examination results may be checked from your mobile phones by SMS push pull. Once the result is published by the Board, the result can be checked through SMS and Oneline. Secondary school certificate (ssc) exam was held on 2 months ago.

    SSC result 2022 marksheet with number : SSC result 2022 check by online / website

    নাম্বারসহ এসএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd

    Table of Contents

    Toggle
    • SSC result 2022 check by sms
    • Bangladesh Education Board Keywords
    • SSC exam 2022
    • এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশের নোটিশ
    • SSC result 2022 how to check
    • SSC / Vocational / Dakhil exam result 2022
    • ssc result marksheet with number 2022
    • এসএমএস (sms) এর মাধ্যমে এসএসসি রেজাল্ট জানার নিয়ম
    • মাদ্রাসা বোর্ডের দাখিল রেজাল্ট ২০২২
    • কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল ২০২২
    • SSC result 2022 mark sheet with number
    • সব বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২ – ssc result 2022 bangladesh [Video]
    • এসএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর
    • এইচএসসি রেজাল্ট SMS ফরমেট
    • পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
    • এসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেম
    • বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক

    SSC result 2022 check by sms

    • Regular push-pull SMS service is there like every year [SSC<space>1st 3 letters of Board<space>Roll Number<space>Year] to 16222 to get your result
    • Standard SMS charge will be BDT 2.67/SMS (including all)

    SSC<>BOARD<>ROLL<>YEAR & SEND TO 16222FOR GENERAL EDUCATION BOARDS
    SSC<>MAD<>ROLL<>YEAR & SEND TO 16222 FOR MADRASAH BOARD STUDENTS
    SSC<>TEC<>ROLL<>YEAR & SEND TO 16222FOR TECHNICAL EDUCATION BOARD

    Bangladesh Education Board Keywords

    • Dhaka – Dha
    • Barishal – Bar
    • Chittagong – Chi
    • Comilla- Com
    • Jessore- Jes,
    • Rajshahi – Raj
    • Sylhet- Syl
    • Dinajpur – Din
    • Mymensingh – Mym
    • Madrasah – Mad
    • Technical-Tec

    এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২ [SSC result 2022 check] নিয়ে প্রশ্ন অধিকাংশ পরীক্ষার্থীর। ২৪ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট ২৮ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশিত হবে। কিভাবে ফলাফল জানা যাবে, সেই পদ্ধতি বা নিয়মও জানিয়ে দেয়া হয়েছে নোটিশে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ইতোপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাবনা পাঠানোর পর যথাযথ অনুমোদনক্রমে ২৮ নভেম্বর ২০২২ তারিখে ফলাফল প্রকাশের দিন ধার্য করা হয়েছে।

    এর আগে, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ২৫ অক্টোবর গণমাধ্যমকে বলেছিলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, নভেম্বরের মাঝামাঝি তা শেষ হবে। ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে।

    এরপর ২৮ নভেম্বর ২০২২ তারিখটি ফলাফল প্রকাশের জন্য অনুমোদন পাওয়ায় এই দিনটিতেই এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে।

    উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। ইতোমধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও কোথাও উত্তরপত্র মূল্যায়ন যাচাই শেষ পর্যায়ে রয়েছে।

    SSC exam 2022

    পরীক্ষা :মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান
    সাল :২০২২
    পরীক্ষার্থী :২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
    পরীক্ষার তারিখ :১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২
    ফলাফলের ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd
    SSC exam result 2022

    এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশের নোটিশ

    এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি নোটিশ ২৪ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এই নোটিশে ২৮ নভেম্বর ২০২২ তারিখে ফলাফল প্রকাশ করা হবে বলে বলা হয়েছে এবং Online ও SMS এর মাধ্যমে কিভাবে ফলাফল জানা যাবে, সেটিও জানানো হয়েছে।

    SSC result 2022 how to check

    SSC Result 2022 by SMS

    • SSC<Space> First 3 letters of board <Space> Roll <Space> 2021 and Send it to 16222
    • Example: SSC DHA 123546 2021 and send it to 16222

    For Dakhil Result 

    • Dakhil<Space> MAD <Space> Roll <Space> 2021 and Send it to 16222
    • Example: Alim MAD 123456 2021 and send it to 16222

    For Technical Board Result 2022

    • SSC<Space> TEC <Space> Roll <Space> 2021 and Send it to 16222
    • Example: SSC TEC 123456 2020 and send it to 16222

    এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ - এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ - ssc result 2022 - ssc mark sheet 2022 https://dhakaeducationboard.gov.bd http://www.educationboardresults.gov.bd
    এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ – ssc result 2022 (notice)

    SSC / Vocational / Dakhil exam result 2022

    প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে SSC ও সমমানের ফলাফল জানা যাবে।

    ssc result marksheet with number 2022

    নাম্বারসহ এসএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd

    এসএমএস (sms) এর মাধ্যমে এসএসসি রেজাল্ট জানার নিয়ম

    রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে  [ SSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Yeat টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।

    মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : SSC DHA 123456 2021

    এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।

    এসএসসি রেজাল্ট ২০২২ জানার নিয়ম - ssc result 2023 - এসএসসি রেজাল্ট জানার নিয়ম ২০২২ - http://www.educationboardresults.gov.bd/
    এসএসসি রেজাল্ট জানার নিয়ম – ssc result 2023

    শিক্ষা বোর্ডের জন্য কিওয়ার্ড সমূহ

    • ঢাকা – Dha
    • বরিশাল – Bar
    • চট্টগ্রাম – Chi
    • কুমিল্লা – Com
    • যশোর – Jes
    • রাজশাহী – Raj
    • সিলেট – Syl
    • দিনাজপুর – Din
    • ময়মনসিংহ – Mym
    • মাদরাসা – Mad
    • টেকনিক্যাল – Tec

    SSC<>Board এর ১ম ৩ অক্ষর<>Roll<>Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেসাধারণ শিক্ষা বোর্ডের জন্য
    SSC<>MAD<>Roll<>Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেমাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
    SSC<>TEC<>Roll<>Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেটেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য
    এসএসসির রেজাল্ট জানার নিয়ম

    মাদ্রাসা বোর্ডের দাখিল রেজাল্ট ২০২২

    মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

    কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল ২০২২

    কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে Roll নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

    SSC result 2022 mark sheet with number

    নাম্বারসহ এসএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd

    সব বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২ – ssc result 2022 bangladesh [Video]

    সব বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২ – ssc result 2022 bangladesh [Video]

    এসএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর

    এইচএসসি রেজাল্ট SMS ফরমেট

    • > সাধারণ শিক্ষা বোর্ড:
    • SSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
    • উদাহরণ: SSC DHA  123456 2020 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
    • > মাদ্রাসা বোর্ড:
    • SSC<>MAD<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
    • > টেকনিক্যাল বোর্ড:
    • SSC<>TEC<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে

    প্রশ্ন: Push/Pull সার্ভিসের জন্য চার্জ কত লাগবে?
    উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)

    প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর দেই তবে কি আমাকে চার্জ দিতে হবে?
    উত্তর: হ্যাঁ। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য চার্জ দিতে হবে।

    প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি?
    উত্তর: আপনি যতবার চান।

    প্রশ্ন: আমি কখন রেজাল্টের বিস্তারিত (গ্রেড) জানতে পারব?
    উত্তর: সাধারণত মূল রেজাল্ট প্রকাশের ২৪-৪৮ ঘণ্টা পর এটি প্রকাশ হয়।

    প্রশ্ন: ডিটেইল রেজাল্ট রিকোয়েস্টের জন্য চার্জ কত লাগবে?
    উত্তর:  ২.৫৫/SMS (সকল চার্জ)

    প্রশ্ন: রেজাল্ট সঠিক কি না আমি কিভাবে নিশ্চিত হতে পারি?
    উত্তর: বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।

    প্রশ্ন: প্রতিটি বোর্ড নামের কি-ওয়ার্ড কি?
    উত্তর: বোর্ডের জন্য কি-ওয়ার্ড: ঢাকা-Dha, বরিশাল-Bar, চট্টগ্রাম-Chi, কুমিল্লা-Com, যশোর-Jes, রাজশাহী-Raj, সিলেট-Syl, দিনাজপুর–Din, ময়মনসিংহ–Mym, মাদ্রাসা–Mad, টেকনিক্যাল-Tec
    (শিক্ষা বোর্ড যেকোনো সময় তারিখ পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে)

    ওয়েবসাইটে এসএসসি ফলাফল বা রেজাল্ট জানা যাবে শিক্ষা বোর্ডের এই সাইট থেকে : www.educationboardresults.gov.bd

    পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন

    ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা নেওয়া হয়।

    এসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেম

    MarksGrade PointLetter Grade
    0 to 320.00F
    33 to 391.00D
    40 to 492.00C
    50 to 593.00B
    60 to 693.50A-
    70 to 794.00A
    80 to 1005.00A+
    এসএসসি গ্রেডিং সিস্টেম

    বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক

    All education boards list (Bangladesh)

    শিক্ষা বোর্ডসমূহের নামশিক্ষা বোর্ডসমূহের লিংক
    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডhttp://www.bteb.gov.bd
    বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডhttp://www.bmeb.gov.bd
    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাhttp://dhakaeducationboard.gov.bd
    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামhttp://www.bise-ctg.gov.bd
    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাhttp://www.comillaboard.gov.bd
    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীhttp://www.rajshahieducationboard.gov.bd
    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরhttp://www.jessoreboard.gov.bd
    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালhttp://www.barisalboard.gov.bd
    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটhttp://sylhetboard.gov.bd
    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরhttp://www.dinajpureducationboard.gov.bd
    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহhttps://www.mymensingheducationboard.gov.bd
    SSC result 2022

    Bangladesh education board Dhaka education board education board ssc ssc 2022 Ssc exam SSC result
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    SSC Bangla 2nd paper question solution 2024 PDF (Dhaka and all boards MCQ answers)

    February 22, 2025

    HSC result 2024 published date and time in all education boards

    October 15, 2024

    HSC result 2024 marksheet with number [PDF]

    October 15, 2024
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2025 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version