Bangladesh army sainik job circular 2022 / 2023 pdf New [Application through sainik.teletalk.com.bd]
Bangladesh army sainik job circular 2022 / 2023 has been published on 2nd December 2022 in the Jugantor newspaper. Application process will open from 10th December and last date of application is on 31st January 2023. SSC / Equivalent passed male and female candidates can apply for this soldier (সৈনিক) post’s jobs.
Bangladesh army soldier job 2022
Force name : | Bangladesh Army |
Post : | Sainik (Soldier) |
Eligibility : | SSC / Equivalent |
Application path : | SMS and Online |
Application timeline : | 10-12-2022 to 31-1-2023 |
Application Fee : | 200 Taka (By teletalk sms) |
Online Application : | http://sainik.teletalk.com.bd |
Application process has been started from 23rd January 2022 & will continue till 6th February 2022.
Candidates should application or registration for this post by teletalk prepaid connection through sms. After complete these steps will get login information. With these have to login http://sainik.teletalk.com.bd website for download admit card.
Regarding application process & application fee payment, also should visit following website : http://sainik.teletalk.com.bd
Application fee : 200 Taka.
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার (সৈনিক পদের নতুন বিজ্ঞপ্তি) ২ ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। প্রার্থীরা যোগ্যতা থাকা স্বাপেক্ষে সাধারণ (GD) ও টেকনিক্যাল ট্রেড (TT) আবেদন করতে পারবেন। এছাড়া BNCC-এর সদস্য, সেনা সদস্যদের সন্তান (SS) এবং টিটিটিআই (TTTI) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা পৃথকভাবে আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রে SMS ও Online (http://sainik.teletalk.com.bd)-এর মাধ্যমে আবেদন করতে হবে ১০ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে। প্রতি আবেদনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা কাটা হবে।
সব জেলার পুরুষ ও মহিলারা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
সেনাবাহিনী নিয়োগ ২০২২
বাহিনীর নাম : | বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) |
ক্যাটাগরি : | সাধারণ (GD) ও টেকনিক্যাল ট্রেড (TT) |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : | এসএসসি / সমমান, জিপিএ ২.৫ |
SMS ও অনলাইনে আবেদনের সময়সীমা : | ১০ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ জানুয়ারি ২০২৩ |
আবেদনের ৩য় ধাপে অনলাইনে আবেদনের লিংক : | http://sainik.teletalk.com.bd |
সেনাবাহিনীতে সৈনিক নিয়োগের তথ্য ২০২২
- সৈণিক পদে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। সব জেলার পুরুষ ও মহিলারা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
সৈনিক পদে আবেদনের শারীরিক যোগ্যতা
- পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শারীরিক যোগ্যতা : উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।
- মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শারীরিক যোগ্যতা : উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।
সৈনিক পদে আবেদনের নিয়ম ও ধাপ
প্রার্থীকে টেলিটক সিমের মাধ্যমে ২টি আলাদা আলাদা এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো-
আবেদনের ১ম ধাপ
- ১ম এসএমএস : SAINIK এসএসসি বোর্ড এর প্রথম ৩ অক্ষররোলপাশের সাল জেলার কোডট্রেড কোড. লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে। এসএমএস প্রেরণকৃত প্রার্থী যোগ্য হলে তাকে একটি পিন নাম্বার এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হবে। এই পিন নাম্বার দিয়ে পুণরায় প্রার্থীকে এসএমএস পাঠাতে হবে। এবার এসএমএস করার সময় ২০০ টাকা কাটা হবে। ২য় এসএমএস যেভাবে করবেন:
আবেদনের ২য় ধাপ
- ২য় এসএমএস : SAINIK YES PIN NUMBER প্রার্থীর মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে।
আবেদনের ৩য় ধাপ
- দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি USER ID ও Password দেয়া হবে এই USER ID ও Password দিয়ে প্রার্থীকে http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
- আবেদনের ক্ষেত্রে ৩০০ ও ৩০০ (দৈর্ঘ ও প্রস্থ) পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইটের মধ্যে হতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার / বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
Bangladesh army sainik job circular 2022 / 2023 pdf
- Bangladesh army soldier job circular 2022 (general trade) download link : http://sainik.teletalk.com.bd
To get update, please like our FACEBOOK PAGE : facebook.com/EduDailyOfficial &
SUBSCRIBE our YouTube channel : youtube.com/edudaily24