Admission War

GST B unit question solution 2023 PDF [Kha unit MCQ solve]

GST B unit question solution 2023 PDF (Kha unit MCQ solve with 100% correct) has given here. This combined public universities B unit (humanities department) admission test exam was held on 20th May 2023 12 PM. GST Admission test result will publish in 8th June 2023.

গুচ্ছ খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২৩ PDF (GST খ ইউনিট / B unit বা মানবিক অনুষদের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্নের ১০০% নির্ভুল MCQ উত্তর এখানে দেওয়া হলো। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের গুচ্ছ পদ্ধতির এই B ইউনিটের পরীক্ষা ২০ মে ২০২৩ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময়কাল ছিল ১ ঘণ্টা। পরীক্ষায় পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৩০ নম্বর। দেশের ২২টি সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পদ্ধতির ভর্তি কার্যক্রমে অংশ নিয়েছে। আবেদনের সময়সীমা শেষ হয়েছে ৩০ এপ্রিল ২০২৩। ফলাফল প্রকাশ হবে অনলাইনে (https://gstadmission.ac.bd) ৮ জুন ২০২৩ তারিখের মধ্যে।

 

 

Table of Contents

GST B unit admission war : 13 candidates for each seat

 

গুচ্ছ ভর্তি কার্যক্রমে ২০ মে ২০২৩ তারিখে মানবিক অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা। এই অনুষদে (মানবিক) মোট আসন রয়েছে ৭ হাজার ৭শ ৪৬টি। এতে আবেদন করেছেন ৯৬ হাজার ৪শ ৩৪ জন, আসন প্রতি লড়বেন ১৩ জন ভর্তিচ্ছু।  ‘বি’ ইউনিটে মোট ৭ হাজার ৭শ ৪৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯৬ হাজার ৪শ ৩৪ জন শিক্ষার্থী।

 

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে তৃতীয়বারের মতো একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরীক্ষাটি এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের বহুনির্বাচনিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পরীক্ষায় পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৩০।

এছাড়া, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ‘বি’ এবং ‘সি’ তিন ইউনিটে সারা দেশ থেকে ৩ লাখ ২ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪শ ৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮’ ৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯শ ৩৩ জন শিক্ষার্থী।

 

গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৩

অনুষদ / বিভাগ ভর্তি পরীক্ষার তারিখ
মানবিক ২০ মে ২০২৩
বিজ্ঞান ২৭ মে ২০২৩
ব্যবসায় শিক্ষা ৩ জুন ২০২৩
ফলাফল প্রকাশ ৮ জুন ২০২৩ তারিখের মধ্যে
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৩

 

 

GST B unit question solution 2023 | GST Kha unit question solution 2023

 

  • পরীক্ষার তারিখ ও সময় : ২০ মে ২০২৩, বেলা ১২টা
  • ইউনিট : বি ইউনিট / খ ইউনিট (মানবিক)
গুচ্ছ বি ইউনিট প্রশ্ন সমাধান ২০২৩ PDF | GST B unit question solution 2023 (1)
গুচ্ছ বি ইউনিট প্রশ্ন সমাধান ২০২৩ PDF | GST B unit question solution 2023 (1)

 

গুচ্ছ বি ইউনিট প্রশ্ন সমাধান ২০২৩ PDF | GST B unit question solution 2023 (2)
গুচ্ছ বি ইউনিট প্রশ্ন সমাধান ২০২৩ PDF | GST B unit question solution 2023 (2)

 

গুচ্ছ বি ইউনিট প্রশ্ন সমাধান ২০২৩ PDF | GST B unit question solution 2023 (3)
গুচ্ছ বি ইউনিট প্রশ্ন সমাধান ২০২৩ PDF | GST B unit question solution 2023 (3)

 

 

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, গাইড লাইন / সিলেবাস ও দরকারি লিংক

ভর্তি আবেদনের তারিখ ১৮-০৪-২০২৩ থেকে ৩০-০৪-২০২৩
ভর্তি বিজ্ঞপ্তি / Admission circular pdf Download (Click)
ভর্তি আবেদনের গাইডলাইন Download (Click)
আবেদন ফরম পূরণের লিংক https://gstadmission.ac.bd
প্রসপেক্টাস Download (Click)
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ও দরকারি লিংক

 

 

 

 

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ২০২৩

 

ইতোপূর্বে ১৫ এপ্রিল ২০২৩ তারিখ থেকে ভর্তি আবেদন শুরু হওয়ার কথা থাকলেও এটি পরিবর্তন করা হয়েছে। ১৮ এপ্রিল ২০২৩ তারিখ থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে আবেদন চলবে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষা শেষ হবে ৩ জুন ২০২৩ তারিখের মধ্যে।

 

 

 

গুচ্ছ ভর্তি পরীক্ষা মানবণ্টন ২০২৩

গুচ্ছ ভর্তি পরীক্ষা মানবণ্টন ২০২৩
গুচ্ছ ভর্তি পরীক্ষা মানবণ্টন ২০২৩

 

 

 

গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩ : থাকছে ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়

সভা সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার কারণে গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময় একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ১৭ এপ্রিল ২০২৩ তারিখ রাতে গুচ্ছের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর ১৮ এপ্রিল ২০২৩ তারিখে পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 

 

 

এ প্রসঙ্গে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম শান্তনু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত গুচ্ছ ভর্তির আবেদন গ্রহণ চলবে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২০ মে।

 

তিনি আরো বলেন, ২০ মে ২০২৩ তারিখ মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হবে ২৭ মে। আর ৩ জুন ব্যবসায় শিক্ষা শাখা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জুন ২০২৩ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই সমন্বিত ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।

 

এদিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় এবারও ২২ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর গুচ্ছ যেভাবে চলছিল এবারও সেভাবেই চলবে। এটি চূড়ান্ত। আগামীকাল সোমবার রাতে গুচ্ছের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

 

 

এ প্রসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম শান্তনু গণমাধ্যমকে জানান, গত বছর যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা সকলেই থাকছে। ২২ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়েই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এর আগে, ১৫ এপ্রিল ২০২৩ তারিখে রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনে ২২ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে থাকার আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়ে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হলো।

 

 

একইসঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি কার্যক্রম

 

 প্রাথমিক আবেদনের যোগ্যতা

ইউনিট A বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।
ইউনিট B মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
ইউনিট C বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
  জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (O লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (A লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।
২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি কার্যক্রম

 

 

 

গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৩

কোন কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে :

 সাধারন বিশ্ববিদ্যালয়  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  কৃষি বিশ্ববিদ্যালয়
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
২. ইসলামী বিশ্ববিদ্যালয় ১৩. হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২. শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়
৩. খুলনা বিশ্ববিদ্যালয় ১৪. মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩. শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৪. কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৫. নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
৫. কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ১৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫. চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটি
৬. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
৭. বরিশাল বিশ্ববিদ্যালয় ১৮. বঙ্গবন্ধু শেখ মুবিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৯. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
৯. বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় ২০. ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় **৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়  পৃথক ভাবে গুচ্ছ গঠন করেছে
১০. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ২১. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  সুত্রঃ ইউজিসি (১৪-০৬-২০২২)
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ২২. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  
গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৩

 

 

গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩

গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩ pdf [যোগ্যতা, সিলেবাস, মানবণ্টন] GST admission circular 2023 https://gstadmission.ac.bd
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩ pdf [যোগ্যতা, সিলেবাস, মানবণ্টন] GST admission circular 2023 https://gstadmission.ac.bd

 

 

 

গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষায় অংশ নেবে যেসব বিশ্ববিদ্যালয়

 

  • ১। বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)
  • ২। ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ৩। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ৪। রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ৫। চট্টগ্রাম বিশ্ববদ্যালয় এবং অন্যান্য

গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাস মার্ক কত?

পরীক্ষাটি এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের বহুনির্বাচনিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পরীক্ষায় পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৩০ নম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *