Job Circular

Bangladesh police SI circular 2024 PDF – Sub inspector requirements and steps

Bangladesh police SI circular 2024 pdf [Sub inspector salary, requirements, application process & exam system] has been published on 3rd October 2024. Application dates are between 5th October to 20th October 2024. Application should submit through online (http://police.teletalk.com.bd)

 

বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Bangladesh police sub inspector job circular 2024) প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশএস আই / সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে চাকরির আবেদনের সুযোগ পাবেন নারী ও পুরুষ উভয় প্রার্থীই। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ ৫ অক্টোবর ২০২৪। আবেদনের শেষ তারিখ ও সময় ২০ অক্টোবর ২০২৪ রাত ১১.৫৯টা।

 

নির্ধারিত তারিখে পুলিশ সাব ইন্সপেক্টর (এস আই) প্রার্থীদের শারীরিক মাপ ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে পুলিশের আটটি বিভাগীয় রেঞ্জে। এই সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

 

Police sub inspector job 2024

নিয়োগ কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশ (Bangladesh police)
চাকরির ধরন সরকারি চাকরি
পদের নাম সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) / এসআই
প্রার্থীর ধরন পুরুষ ও মহিলা
আবেদনের তারিখ ৫-২০ অক্টোবর ২০২৪
আবেদনের লিংক http://police.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট https://www.police.gov.bd
বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

Police SI requirements

সাব-ইন্সপেক্টর (এসআই) পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স ২০ অক্টোবর ২০২৪ তারিখে ১৯ থেকে ২৭ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে একই তারিখে বয়স ১৯ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

 

Physical eligibilities

  • শারীরিক যোগ্যতার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।
  • নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ইঞ্চি হতে হবে।

Police SI written exam subjects and mark distribution 2024

  • নির্ধারিত তারিখে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেয়া হবে। নির্ধারিত তারিখে ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ে ১০০ নম্বরের ১ ঘণ্টাব্যাপী পরীক্ষা হবে।
  • ১ ঘণ্টাব্যাপী সাধারণ জ্ঞান ও পাটিগণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে।
  • ৩০ মিনিটের ২৫ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা হবে। পরীক্ষার স্থান প্রার্থীদের পরবর্তী সময়ে জানানো হবে।

 

Application submit

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজির কাছ থেকে ওই দিনই তিনশত টাকা নগদ মূল্যে আবেদনপত্র ক্রয় করতে হবে। এরপর বাংলাদেশ পুলিশের অনুকূলে যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পরীক্ষার ফি ৩০০ টাকা। ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের মূল কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে।

 

Details Male candidates Female candidates
Height Minimum 5 feet 6 inch Minimum 5 feet 4 inch
Chest measurement 32 Inch in usual mode, 34 inch in extended mode
Weight According age and height, should meet with standard requirements According age and height, should meet with standard requirements
Eye power 6/6 6/6

 

বিবরণ পুরুষ প্রার্থী নারী প্রার্থী
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি
ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে
দৃষ্টিশক্তি ৬/৬ ৬/৬

 

Selection process and exam system

বেশ কয়েকটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধাপগুলো হচ্ছে- ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

 

বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদে  প্রার্থী বাছাইয়ের ধাপগুলো হলো:

  • প্রিলিমিনারি স্ক্রিনিং,
  • শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা
  • লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা
  • কম্পিউটার-দক্ষতা পরীক্ষা
  • বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা
  • স্বাস্থ্য পরীক্ষা
  • পুলিশ ভেরিফিকেশন
  • মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন

 

Priliminary screening

এসএসসি, এইচএসসি, ডিগ্রি/স্নাতক/সমমানের পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে, নিয়োগের নিয়মের উপর ভিত্তি করে ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয়।

 

শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা

ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাই করা প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সহনশীলতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ধাপে প্রার্থীকে সাতটি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। ইভেন্টগুলো হলো দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং।

 

বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদের ক্ষেত্রে শারীরিক ফিটনেস পরীক্ষা তিন দিনে বিভক্ত

 

শারীরিক ফিটনেস পরীক্ষার প্রথম দিন

  • সব কাগজপত্র নিয়ে প্রার্থীরা পরীক্ষার ভেন্যুতে উপস্থিত থাকবেন। ভেন্যুতে উপস্থিত হওয়ার পর একটি নির্দিষ্ট স্কেল দিয়ে তাঁদের উচ্চতা মেপে পরীক্ষার মূল ভেন্যুতে প্রবেশ করানো হবে।
  • বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের উচ্চতা, ওজন ও পুরুষ প্রার্থীদের বুকের মাপ পরিমাপ করা হবে।
  • প্রার্থীদের কাগজপত্র যাচাই করা হবে।
  • শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করে সঠিক পাওয়া গেলে প্রার্থীদের যোগ্য ঘোষণা করা হবে এবং প্রার্থীদের অ্যাডমিট কার্ডের এক কপি শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দেওয়া হবে।
  • প্রথম দিনে যোগ্য প্রার্থীদের Physical Endurance Test (PET)–এর সময় জানিয়ে দেওয়ার পাশাপাশি ইনডেমনিটি ঘোষণাপত্রের এক কপি দেওয়া হবে। উক্ত ইনডেমনিটি ঘোষণাপত্রে অভিভাবকের স্বাক্ষরসহ দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।

 

 

শারীরিক ফিটনেস পরীক্ষার দ্বিতীয় দিন

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রতি ইভেন্টে আলাদাভাবে কৃতকার্য হতে হবে। কোনো প্রার্থী একটাতে অংশগ্রহণ করে অকৃতকার্য হলে সে পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন না।

  • ১ম (দৌড়): পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দূরত্ব ৭ মিনিট ৩০ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দূরত্ব ৭ মিনিটে দৌড়ে দিয়ে অতিক্রম করতে হবে।
  • ২য় (লং জাম্প): পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১০ ফুট ও নারী প্রার্থীদের কমপক্ষে ৬ ফুট দূরত্ব জাম্প করে অতিক্রম করতে হবে। এ ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ তিনবার সুযোগ পাবেন।
  • ৩য় (হাই জাম্প): পুরুষ প্রার্থীদের কমপক্ষে ৩ দশমিক ৫ ফুট এবং নারী প্রার্থীদের কমপক্ষে ২ দশমিক ৫ ফুট উচ্চতা জাম্প করে অতিক্রম করতে হবে। এ ধাপেও উত্তীর্ণ হতে সর্বোচ্চ তিনবার সুযোগ পাবেন।

 

Physical Endurance Test (PET) Dates

The Physical Endurance Test along with physical measurements and necessary documents assessment will begin from November 28 and continue until December 8 depending on applicants’ Districts and their divisions or police ranges.

Test Date for candidates of Dhaka Range or Division : For candidates from Dhaka, Narayanganj, Rajbari and Madaripur, PET test will take place on November 28 to 30; for candidates from the districts of Kishoreganj, Narsingdi, Gazipur and Gopanganj on December 2 to 4; for those from Tangail, Manikganj, Munshiganj, Faridpur & Shariyatpur on December 6 to 8. The test venue for candidates from all districts under Dhaka Range or division is Dhaka District Police Lines, Mill Barrack, Dhaka.

Test Date for candidates of Mymensingh Range or Division : For candidates from Mymensingh & Sherpur, PET test will take place on November 28 to 30 while for candidates from the districts of Jamalpur & Netrokona it is on December 2 to 4. The test venue for candidates from all districts under Mymensingh Range or division is Mymensingh District Police Lines, Mymensingh.

Test Date for candidates of Sylhet Range or Division : For candidates from Sylhet & Moulvibazar districts, PET test will be held on November 28 to 30 while for candidates from the districts of Habiganj & Sunamganj the test on December 2 to 4. The test venue for candidates from all districts under Sylhet Range or division is Sylhet District Police Lines, Sylhet.

Test Date for candidates of Rajshahi Range or Division : For candidates from Rajshahi & Natore, PET test will take place on November 28 to 30; for candidates from the districts of Pabna, Naogaon & Chapainawabganj on December 2 to 4; for those from Bogura, Sirajganj & Joypurhat on December 6 to 8. The test venue for candidates from all districts under Rajshahi Range or division is Rajshahi District Police Lines, Rajshahi.

Test Date for candidates of Barishal Range or Division : For candidates from Barishal & Barguna, PET test will be held on November 28 to 30; for candidates from the districts of Patuakhali & Jhalokati on December 2 to 4; for those from Pirojpur & Bhola districts on December 6 to 8. The test venue for candidates from all districts under Barishal Range or division is Barishal District Police Lines, Barishal.

Test Date for candidates of Khulna Range or Division : For candidates from Khulna, Bagerhat & Chuadanga, PET test will take place on November 28 to 30; for candidates from the districts of Jashore, Satkhira & Meherpur on December 2 to 4; for those from Kustia, Jhenaidah, Magura & Narail on December 6 to 8. The test venue for candidates from all districts under Khulna Range or division is Police Training Center (PTC), Khulna.

Test Date for candidates of Chattogram Range or Division : For candidates from Chattogram, Rangamati, Bandarban & Khagrachhari, PET test will take place on November 28 to 30; for candidates from the districts of Brahmanbaria, Chandpur, Feni & Cox’s Bazar on December 2 to 4; for those from Cumilla, Noakhali & Lakshmipur on December 6 to 8. The test venue for candidates from all districts under Chattogram Range or division is Chattogram District Police Lines, Halishahar, Chattogram.

Test Date for candidates of Ranpur Range or Division : For candidates from Ranpur, Panchagarh & Lalmonirhat, PET test will take place on November 28 to 30; for candidates from the districts of Thakurgaon, Gaibandha & Kurigram on December 2 to 4; for those from Dinajpur & Nilphamari on December 6 to 8. The test venue for candidates from all districts under Ranpur Range or division is Ranpur District Police Lines, Ranpur.

 

Police SI salary and benefits

Finally selected candidates for the post of Sub-Inspector of Police will receive the following benefits as per current recruitment policy :

  1. Upon completion of one (1) year Basic Training period, successful graduates will be employed as Apprentice Sub-Inspector of Police (non-armed) for a monthly pay of Tk. 38,640 along with other benefits according to 2015 National Pay Scale.
  2. Fee uniform, Risk Benefits, Medical Allowance and Rations for self & a specified number of family members, which depends on availability.
  3. High chance of participating in UN Peacekeeping Mission besides being promoted to higher positions as per the existing job policy.

 

বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ / Bangladesh Police SI job circular 2024 / Bangladesh police sub inspector job circular 2024

Bangladesh police SI circular 2024 - পুলিশ এস আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Bangladesh police SI circular 2024 – পুলিশ এস আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

পুলিশের এস আই এর বেতন কত?

এসআ / টি.এস.আই./ সার্জেন্ট- ১৬,০০০/= (১০ম গ্রেড),. ইন্সপেক্টর— ২২,০০০/= (৯ম গ্রেড)।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *