Primary exam question solution 2022 has been given there. Govt. primary school assistant teacher recruitment exam (3rd phase) was held on 3rd June 2022, morning.
Primary school teacher exam question solution 2022 3rd phase
- Post name : Assistant teacher
- Exam type : MCQ (Written)
- Full marks : 80
- Phase : 3rd
- Exam date : 03-6-2022
- Question code : 2598
১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?
ক. ১২৫ খ. ১২৬ গ. ১২৩ ঘ. ১২৪
উ. গ
২। He is jealous — my prosperity.
ক. for খ. of গ. with ঘ. over উ. খ
৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
ক. ২৪ খ. ২৫ গ. ২১ ঘ. ২০
উ. ক
৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-
ক. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে
খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে
গ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে
ঘ. শুধু সমদ্বিখন্ডিত করে
উ. খ
৫। ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?
ক. ৫:৩ খ. ৪:৩ গ. ৩:৪ ঘ. ৫:২
উ.গ
৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?
ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০
উ. ক
৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?
ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক
উ. গ
৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
ক. ৫৫ খ. ৬৫ গ. ৭৫ ঘ. ৪৫
উ. গ
৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?
ক. ২৫ খ. ৪৯ গ. ১৩ ঘ. ৩৭
উ. গ
১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?
ক. কনসার্ট ১৯৭১ খ. কনসার্ট ফর বাংলাদেশ
গ. কান্ট্রি কনসার্ট ঘ. লিবারেশন কনসার্ট
উ. খ
১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?
ক. ১৯৭৮ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৭৬
উ. ঘ
১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?
ক. ৪ খ. ৮০ গ. ৭৮ ঘ. ১২
উ. ক
১৩। Which one is the correct passive form of “Who will do the work?”
ক. Who will be done the work?
খ. By whom will the work be done?
গ. By whom the work will be done?
ঘ. Who will done the work?
উ: খ
১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ
উ. ক
১৫। What is the adjective form of the word `People’?
ক. Popularity খ. Popularize গ. Populous ঘ. Popular
উ. গ
১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
ক. ৮ খ. ৯ গ. ৬ ঘ. ৭
উ. ক
১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?
ক. টুঙ্গিপাড়ার মিয়া ভাই খ. চিরঞ্জীব মুজিব
গ. মুজিব একটি জাতির রূপকার ঘ. ছিটমহল
উ. গ
১৮। A person who was before another person refers to—-.
ক. contemporary খ. superior গ. successor ঘ. predecessor
উ: ঘ
১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
ক. ৮১ খ. ৪৫ গ. ২৭ ঘ. ৩৬
উ. ঘ
২০। The study of plants—-
ক. Biology খ. Plantation গ. Biography ঘ. Botany
উ. ঘ
২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
ক. ১০ খ. ৬ গ. ৭ ঘ. ৮ উ. ঘ
২২। ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা খ. নতুন ভাষা তৈরি করা
গ. দ্রুত পড়া ও লেখা শেখানো ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
উ. ঘ
২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শুন্য খ. অপাদানে শুন্য গ. অধিকরণে শুন্য ঘ. কর্তায় শুন্য
উ. ক
২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডস্টার
উ. খ
২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–
ক. আগরতলা মামলা খ. ভাষা আন্দোলন
গ. মুক্তিযুদ্ধ ঘ. গণ অভ্যুত্থান
উ. গ
২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—
ক. ১৯৫৪ খ. ১৯৫৯ গ. ১৯৬২ ঘ. ১৯৫২
উ. ঘ
২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?
ক. শিকাগো আর্ট মিউজিয়াম খ. প্যারিস মিউজিয়াম
গ. ব্রিটিশ মিউজিয়াম ঘ. কায়রো মিউজিয়াম
উ. খ
২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?
ক. ৫০৮০ খ. ৬০৮০ গ. ৭০৮০ ঘ. ৪০৮০
উ. খ
২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-
ক. দুদিকে অপ যার খ. দ্বীপের মত
গ. চার দিকে জল যার ঘ. দুদিকে আবদ্ধ জল যার
উ. ক
৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
ক. সংকোচ খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. ভয়হীনতা
উ. ক
৩১। What is the synonym of ‘Competent’?
ক. Capable খ. Prudent গ. Circumspect ঘ. Discreet
উ: ক
৩২। কোন শব্দটির বানান সঠিক?
ক. দোষণীয় খ. দূষণীয় গ. দুষনীয় ঘ. দোষনীয়
উ. খ
৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
ক. জ্ঞান থাকতেও যিনি মূর্খ খ. পান্ডিত্যে যিনি মূর্খ
গ. পন্ডিত হয়েও যিনি মূর্খ ঘ. পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
উ. গ
৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —
ক. নাইট্রোজেন খ. আর্গন গ. মিথেন ঘ. প্রোপেন
উ. ঘ
৩৫। The Antonym of the word ‘awesome’ —
ক. majestic খ. disgusting গ. grand ঘ. উ: খ
৩৬। উ. ঘ
৩৭। উ. ক
৩৮। উ: ঘ
৩৯। উ.ক
৪০। উ: ঘ
৪১। উ. ক
৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার
গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার
উ. ঘ
৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
উ. খ
৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-
ক. বিষের কষ্ট খ. অর্থের কু প্রভাব
গ. বিষাক্ত তামা ঘ. অহংকার উ. খ
৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?
ক. সহস্রাংশ খ. পঞ্চমাংশ গ. দশমাংশ ঘ. শতাংশ
উ.
৪৬। Which one is similar to Adult:Child
ক. Horse:Mare খ. Cat:Kitten
গ. Swine:Saw ঘ. Human:Animal
উ: খ
৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?
ক. হাসান আজিজুল হক খ. সৈয়দ শামসুল হক
গ. হুমায়ুন আজাদ ঘ. জাহানারা ইমাম
উ. ঘ
৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
ক. ৫৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১
উ. খ
৪৯।
উ: গ
৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?
ক.এমডিএল খ. টিডিএল গ. এলডিএল ঘ.এইচডিএল
উ. ঘ
৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-
ক. ইউনেস্কো খ.ইউনিসেফ গ.ইউএনডিপি ঘ.ইউএনএফপিএ
উ: ক
Full question and answers are given below in 3 images >
Primary school teacher MCQ question solution 2022 3rd phase (2)
…………………………………………..
Primary school assistant teacher mcq exam question and solutions 2022 – 2nd phase
Primary school assistant teacher recruitnments’ 2nd phase exam was held on 20th May 2022 morning.
- Post name : Assistant teacher
- Exam type : MCQ (Written)
- Full marks : 80
- Phase : 2nd
- Exam date : 20-5-2022
Question code : 4021
১। ‘অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) জন্মভূমির প্রকৃতি (খ) গাছের ছায়া (গ) জন্মভূমির আশ্রয় (ঘ) মায়ের কোল
উত্তরঃ (গ) জন্মভূমির আশ্রয়
২। সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে-
(ক) Birds cry at dawn (খ) Birds sing at dawn
(গ) Birds twitter at dawn (ঘ) Birds shout at dawn
উত্তরঃ (গ) Birds twitter at dawn
৩। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ :১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
(ক) ৯ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৮
উত্তরঃ (গ) ৬
৪। প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা (hour) সময় লাগবে?
(ক) ১২ (খ) ১৩ (গ) ১৪ (ঘ) ১১
উত্তরঃ (ঘ) ১১
৫। What does CV stand for?
(ক) Curriculum Vitae (খ) Current Value
গ) Curriculam Vitae (ঘ) Curriculum Vites
উত্তরঃ (ক) Curriculum Vitae
৬। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
(ক) উত্তরা গণভবন (খ) উত্তরবঙ্গ সংসদ ভবন
(গ) গণভবন (ঘ) বঙ্গভবন
উত্তরঃ (ক) উত্তরা গণভবন
৭। A state where all religions are respected_____
(ক) Good state (খ) Secular (গ) Holy country (ঘ) Reactor
উত্তরঃ (খ) Secular
৮। যদি a + b + c = 0 হয় তবে a3 + b3 + c3 এর মান কত?
(ক) 1 (খ) 3abc (গ) abc (ঘ) 0
উত্তরঃ (খ) 3abc
৯। ফলের দোকন থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?
(ক) ৯০ (খ) ৮০ (গ) ৮৫ (ঘ) ৯৫
উ. ঘ
১০। ধ্বনি হলো –
(ক) ভাষার ক্ষুদ্রতম অংশ (খ) অর্থবোধক শব্দসমষ্টি
(গ) ভাষার লিখিত রূপ (ঘ) দুটি
উ. ক
২০। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?
(ক) ২০০৯ (খ) ২০১২ (গ) ২০১০ (ঘ) ২০১১
উ. গ
২১। ‘Syntax’ means —.
(ক) Supplementary text (খ) Synchronizing act
(গ) Manner of speech (ঘ) Sentence building
উ.ঘ
২২। ১৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি.?
(ক) ১২ (খ) ৮
(গ) ৯ (ঘ) ১০
উ. গ
২৩। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ।
(ক) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন (খ) উদ্ভাবন ও বিজ্ঞান
(গ) ব্যবস্থাপনা ও উন্নয়ন (ঘ) তথ্য যোগাযোগ ও প্রযুক্তি
উ.ক
২৪। Which of the following is in plural form?
(ক) datum (খ) radius (গ) analysis (ঘ) media
উ.ঘ
২৫। ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’-
(ক) কাজী নজরুল ইসলাম (খ) ধীরেন্দ্রনাথ দত্ত
(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উ. গ
২৬। ‘Brain child’ means-
(ক) autistic child (খ) special child
(গ) intelligent person (ঘ) a person’s idea
উ. গ
২৭। A sentence is a group of words that expresses a complete —.
(ক) thought (খ) paragraph
(গ) predicate (ঘ) fragment উ. ক
২৮। To everyone’s surprise he got — the examination.
(ক) over (খ) passed (গ) through (ঘ) failed
উ.খ
২৯। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
(ক) ২০১৫ (খ) ২০০৮ (গ) ২০১১ (ঘ) ২০১৪
উ. গ
৩০। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখাহয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকের। মইয়ের অপর প্রাপ্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
(ক) ৩০ (খ) ১০ (গ) ২০ (ঘ) ২৫
উ. ক
৪০। নিচের কোনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত?
(ক) বনজ সম্পদ (খ) খনিজ সম্পদ (গ) মৎস্য সম্পদ (ঘ) সমুদ্র সম্পদ
উ. ঘ
৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
(ক) ভাওয়াইয়া (খ) বাউল (গ) মুর্শিদি (ঘ) ভাটিয়ালি
উ.খ
৪৮। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
(ক) ১৩ (খ) ১৪ (গ) ১৫ (ঘ) ১৬
উ. গ
৪৯। I need to install an …….. Fan in the kichen.
ক) adjust খ) exhaust গ) exsost ঘ) egzost
উ.খ
৫০। ’কিনডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?
(ক) ইংরেজি (খ) পর্তুগিজ (গ) ওলন্দাজ (ঘ) জার্মানী
উ. ঘ
৫১। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের হড় ৮৭ হয়?
(ক) ৮৯ (খ) ৮৮ (গ) ৮৬ (ঘ) ৯২
উ. (ক) ৮৯
৫২। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
(ক) ২৫-৩৫ (খ) ১০-২০ (গ) ২০-৩০ (ঘ) ৩০-৪০
উ. (ঘ) ৩০-৪০
৫৩। ’মাথা খাও, পত্র দিতে ভুলো না’ এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?
(ক) দিব্যি দেওয়া (খ) আস্কারা পাওয়া (গ) জ্ঞান দেয়া (ঘ) অঙ্গ বিশেষ
উ. ক
৫৪। ‘পৃথিবীতে কে কাহার?’ এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে কারকে ৭মী বিভক্তি
(খ) কর্মকারকে ৭মী বিভক্তি
(গ) কর্মকারকে ৫মী বিভক্তি
(ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
উ. (ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
৫৫। Man did not know that the earth moves round the sun until it was ………
ক) Invented খ) demonstrated গ) discovered ঘ) experimented
উ. গ) discovered
৫৬। কোন বানানটি শুদ্ধ?
(ক) আধ্যক্ষর (খ) আদ্যাক্ষর (গ) আদ্যোক্ষ (ঘ) আদ্যক্ষর
উ. (ঘ) আদ্যক্ষর
৫৭। Can you tell me where……………?
(ক) Rahim lives (খ) Rahim does live (গ) lives Rahim (ঘ) does Rahim live
উ. (ক) Rahim lives
৫৮। The minister told his officials to ………… a press conference.
(ক) prepare (খ) speak (গ) announce (ঘ) arrange
উ. (ঘ) arrange
৫৯। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃ্দ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
(ক) ৬ (খ) ৭ (গ) ৪
৭১। ন্যাটোতে যােগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?
(ক) Poland (খ) Sweden (গ) Finland (ঘ) Denmart
উ. (গ) Finland
৭২। সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
(ক) ক্রিয়া ও অব্যয় (খ) অব্যয় ও ক্রিয়া। (গ) সর্বনাম ও বিশেষ্য (ঘ) ক্রিয়া ও সর্বনাম
উ. ঘ
৭৩। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
(ক) ৫৮ (খ) ৫৩ (গ) ৫৫ (ঘ) ৫৬
উ. ঘ
৭৪। BMI এর পূর্ণরূপ-
ক) Best Medicine of Integration খ) Ballistic Missile Intivate গ) Body Mass Index ঘ) Bill Measurement Index
উ. গ
৭৫। ‘উইকিপিডিয়া’ কী?
(ক) মুক্ত বিশ্বকোষ (খ) স্মাট ফোন (গ) উন্মুক্ত সফটওয়্যার (ঘ) ডেটাবেইজ
উ. ক
৭৬। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ –
(ক) ২০২১-২০২৫ (খ) ২০২৫-২০৩০ (গ) ২০২১-২০৪১ (ঘ) ২০২০-২০২৫
উ. গ
৭৭। শিক্ষা সফরে যওয়ার জন্য ২৪০০ টকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড় বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল?
(ক) ৬০ (খ) ৪০ (গ) ৪৮ (ঘ) ৫০
উ. ক
৭৮। শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?
(ক) ৯৯৯ (খ) ৩৩৩১ (গ) ১০৯০ (ঘ) ১০৯৮
উ. ঘ
৭৯। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
(ক) ১০ (খ) ১৫ (গ) ১২ (ঘ) ১১
উ.ক