Result

110th Prize bond draw result 2023, schedule and prize money in Bangladesh [Lottery result]

110th Prize bond draw result 2023, schedule and prize money in Bangladesh [Lottery result] information given here. On 31st January 2023, 110th Prize bond draw result announced by Bangladesh Bank.

১০০ টাকার প্রাইজবন্ড ড্র ফলাফল ২০২২ pdf (১১০ তম) প্রকাশিত হয়েছে। ৩১ জানুয়ারি ২০২৩ (মঙ্গলবার) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ ড্র অনুষ্ঠিত হয়। ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী ০০৮৮৭০৮ নম্বর সিরিজ এবং ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৩৮৮৪৫৫ নম্বর সিরিজ।

এ ছাড়া, তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন।

Prize bond draw 2023

প্রাইজবন্ড ড্র :১১০ তম
লটারি ফলাফলের তারিখ :৩১ জানুয়ারি ২০২৩
১ম পুরস্কার সিরিজ :০০৮৮৭০৮ সিরিজের নম্বর
২য় পুরস্কার সিরিজ :০৩৮৮৪৫৫ সিরিজের নম্বর
১ম পুরস্কারের টাকার পরিমাণ :৬ লাখ টাকা
২য় পুরস্কারের টাকার পরিমাণ :৩ লাখ ২৫ হাজার টাকা
Prize bond lottery result 2023

100 taka Prize bond draw 2023 result

  • ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১০ তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি ২০২৩ ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়। একশ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
  • এতে প্রথম পুরস্কার পেয়েছে ০০৮৮৭০৮ সিরিজের নম্বর। আর দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৩৮৮৪৫৫ সিরিজের নম্বর । প্রথম পুরস্কর বিজয়ী প্রত্যেককে ৬ লাখ টাকা ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীরা ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। এছাড়াও তৃতীয় পুরস্কার এক লাখ টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০২৪৯১৮৫ ও ০২৫১৯৬২। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০৩৯৬৩২৮ ও ০৬১৬২০৫।

  • পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো- ০০৬৬৯৮৩, ০২২৬৪৮১, ০৩৯৪১৪৩, ০৫৪৯৪৫০, ০৭৫৮৩৪৮, ০০৮১৫৫৫, ০২৪৮৪২১, ০৪০৬২৮৮, ০৫৬৯৪৬৪, ০৭৫৮৭১৫, ০১০৫৪১৫, ০২৬৩১৭৯, ০৪২৭২৪৫, ০৬১১৭৭৫, ০৭৬১৫৮৮, ০১০৯৩৪৬, ০৩০৭৮৩৫, ০৪২৮৭৯২, ০৬১৫৬৬৪, ০৮৩৩২৩১, ০১১৩৪২৭, ০৩২৭৭১৯, ০৪৬৩৫১২, ০৬৪০৩৩৭, ০৯৪৫৮৯৩, ০১২৩৮৬৭, ০৩৪২৯৯০, ০৪৮৬৩৯৬, ০৬৪৭৬০৭, ০৯৪৮৮৭৪, ০১৩৫৫৫৬, ০৩৪৯৪৮৮, ০৫১৬৮৮৮, ০৭২৯২৭৫, ০৯৮৩০১৬, ০২২৩১৩৭, ০৩৬৩৯১৩, ০৫২৯৬৪৩, ০৭৩০৪০৪ এবং ০৯৯৪২৩৮।

  • এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ড থেকে ৭২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট তিন হাজার ৩১২টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। ‘ড্র’এর আওতাভুক্ত ৭২টি সিরিজ যথাক্রমে- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব এবং গম।

  • সব সিরিজ থেকেই একজন করে মোট ৭২ জন ছয় লাখ টাকা করে পাবেন। এছাড়াও তিন লাখ ২৫ হাজার টাকা করে পাবেন ৭২ জন, এক লাখ টাকা করে পাবেন ১৪৪ জন। একই সঙ্গে ১৪৪ জন পাবেন ৫০ হাজার টাকা করে। ১০ হাজার টাকা করে পাবেন দুই হাজার ৮৮০ জন।

  • ‘ড্র’-এর নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে এবং ‘ড্র’-এর তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এই ‘ড্র’-এর আওতায় আসবে। আয়কর অধ্যাদেশ- ১৯৮৪ এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১ জুলাই, ১৯৯৯ থেকে উৎসে কর কেটে নেওয়ার বিধান রয়েছে। প্রাইজবন্ড পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়া হয়।

Bangladesh Bank Prize bond draw result 2023

Bangladesh Bank prize bond draw 2023 result
Bangladesh Bank prize bond draw 2023 result

Bangladesh Bank prize bond result 2022 result (110th) pdf download link : https://www.bb.org.bd/investfacility/prizebond/110thdraw.pdf

Prize Bond Draw Schedule 2023 Bangladesh

  • 1st Draw: January 31, 2023
  • 2nd Draw: April 30, 2023
  • 3rd Draw: July 31, 2023
  • 4th Draw: October 31, 2023

Prize money of prize bond in Bangladesh

  • 1st Prize         Tk. 6,00,000/=   For Each Series 
  • 2nd Prize         Tk. 3,25,000/=   For Each Series 
  • 3rd Prize         Tk. 1,00,000/=   For Each Series
  • 4th Prize         Tk. 50,000/=     For Each Series 
  • 5th Prize         Tk. 10,000/=     For Each Series

  • Eligibility for Lottery: Prize Bond will be eligible for after 60 days of purchase
  • Claim For Prize: To claim for prize, winner have to fill up form from any Bank Branch
  • Claim Period: Winner have to claim for prize within 2 years
  • Draw Time: 31st January, 30th April, 30th July, 31st October

Bangladesh prize bond divided in various serious series. More than 39 series available and each series has same prize. That’s mean each series has 1st, 2nd, 3rd, 4th, 5th and so on prize. Here it is mentioned that as per Bangladesh tax law, 20% tax will be deducted from Prize bond money.

SEARCH PRIZEWINNING BOND NUMBERS

  1. You can search single or multiple numbers at a time. For single number please type the number only (not series) and then click search button.
  2. For multiple numbers, If you have numbers serially, then you can search all your numbers by simply typing as: 1st number ~ last number. e.g. 0012345~0012349
  3. Or if you have multiple prizebonds which are not organised serially, then you have to type all numbers separated by comma(,) e.g. 0030401, 0123901, 1234708.
  4. Or you can type numbers as 0012345~0012349, 0030401,0123901, 1234708.

Prize bond claim form in Bangladesh

Form download : https://www.bb.org.bd/services/forms/pbond_claimform.pdf

Last 8 Prize bond Draw result

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *