Education

Qatar fifa world cup semi final schedule 2022 Bangladesh time

Qatar fifa world cup semi final schedule 2022 Bangladesh time has given here. Semi final will held on 14th December and 15th December 2022. There are 4 team will participate in 2 matches. These 4 teams or countries are Argentina, Croatia, France and Morocco.

কাতার ফুটবল বিশ্বকাপ সেমি ফাইনাল সময়সূচি ২০২২ [কোন দলের FIFA world cup semi final খেলা কখন] সম্পর্কিত তথ্য ও ছক এই পোস্টে দেয়া হয়েছে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচ হবে দুই দিন, ১৪ ও ১৫ ডিসেম্বর ২০২২। কোয়ার্টার ফাইনালে বিজয়ী হয়ে হয়ে বর্তমানে ৪টি দল বা দেশ সেমি ফাইনাল খেলায় অংশ নেবে। কাতার বিশ্বকাপে ৩২ দল অংশ নিয়েছিল। বিশ্বকাপের গ্রুপপর্ব, শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের ৬০ ম্যাচের পথ-পরিক্রমা পেরিয়ে এখন সেমিফাইনালের লড়াইয়ের পালা।

FIFA football world cup 2022

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ :২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

কাতার ফুটবল বিশ্বকাপ সেমি ফাইনাল ২০২২

ইউরোপের দুটি, লাতিন অঞ্চলের একটি ও আফ্রিকা থেকে একটি দল সেরা চারের টিকিট কেটেছে। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ব্রাজিল, বেলজিয়াম, স্পেন, ইংল্যান্ডের মতো ফেভারিট দলগেুলো বাদ পড়ে গেছে।

শেষ কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোল হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। একই দিন রাতে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে আর্জেন্টিনা। গতরাতে তৃতীয় কোয়ার্টারে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে মরক্কো।

শেষ ধাপে চলে এসেছে মাসব্যাপী চলা বিশ্বকাপের সূচি। ডিসেম্বরের ১৩ তারিখে প্রথম সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে লড়বে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। পরেরদিন ১৫ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবেলা করবে মরক্কো। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

Qatar fifa world cup semi final schedule 2022 Bangladesh time / Qatar FIFA world cup 2022 semi final dates and time schedule / Fixtures in Bangladesh

সেমি ফাইনালের দল / দেশতারিখবাংলাদেশ সময়
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া
(লুসাইল স্টেডিয়াম, কাতার)
১৪ ডিসেম্বর ২০২২দিবাগত রাত ১টা
ফ্রান্স বনাম মরক্কো
(আল বায়াত স্টেডিয়াম)
১৫ ডিসেম্বর ২০২২দিবাগত রাত ১টা
Qatar FIFA world cup semi final 2022 fixtures

Qatar FIFA world cup 2022 semi final live broadcast

কাতার ফিফা বিশ্বকাপ নকআউট পর্ব সময়সূচি ২০২২ বাংলাদেশ সময়

FIFA World Cup 2022 Qualified Teams for the knockout Stage Bangladesh time
FIFA World Cup 2022 Qualified Teams for the knockout Stage

FIFA world cup match schedule 2022 today

আরো পড়ুন :

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *