Education

SSC Bangla 2nd paper model test 2023 pdf Dhaka and all boards

SSC Bangla 2nd paper model test 2023 for Dhaka board & all education boards has given here. Note that, SSC exam 2023 has been started from 30th April 2023. In this post has mentioned special short suggestions, syllabus, mark distribution, model test (model question) and subject-wise exam schedule or routine. SSC Bangla 2nd paper exam will held on 2nd May 2023 10 AM.

সব বোর্ডের এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ২০২৩ সব বোর্ড [ SSC Bangla 2nd paper model test 2023 ] এখানে দেওয়া হলো। এই বিষয়ের পরীক্ষার তারিখ ২ মে ২০২৩ (মঙ্গলবার)। ইতোমধ্যে এসএসসি রুটিন ২০২৩ pdf [বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা] প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। SSC পরীক্ষা শেষ হবে ২৩ মে ২০২৩ তারিখে। ২০ ফেব্রুয়ারি ২০২৩ (সোমবার) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে পৌনে ২১ লাখ পরীক্ষার্থী। গতবারের (২০২২) তুলনায় এ বছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে বিজ্ঞানেই বেড়েছে ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে পরীক্ষার্থী ২ লাখ ৯৫ হাজার ১২১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন। গত বছর ২০ লাখ ২১ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। অর্থাৎ এবার গতবারের চেয়ে ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, যা গত বছর ছিল ৫ লাখ ৭ হাজার ২৫৪ জন। এবার বিজ্ঞান বিভাগে ৩৭ হাজার ৩২০ জন পরীক্ষার্থী বেড়েছে।

এসএসসি পরীক্ষা ২০২৩

পরীক্ষাএসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান
পরীক্ষার সাল২০২৩
পরীক্ষা শুরুর তারিখ ৩০ এপ্রিল ২০২৩
বোর্ডসব শিক্ষা বোর্ড
ওয়েবসাইটhttp://www.educationboard.gov.bd
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩

SSC Bangla 2nd paper model test 2023 Dhaka board and all education board

SSC Bangla 2nd paper model test 2023 সব বোর্ডের এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ২০২৩ (মডেল টেস্ট)

SSC বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৩০ নম্বর আর সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বর বরাদ্দ। সর্বমোট নম্বর ১০০।

১. ‘কোমর বাঁধা’ বাগধারাটির অর্থ হচ্ছে-
ক. সংকীর্ণমনা লোক
খ. সফলতা লাভ
গ. দৃঢ় সংকল্প
ঘ. সৌভাগ্য লাভ

২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
ক. স্বরধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. মৌলিক ধ্বনি
ঘ. যুগ্মধ্বনি

৩. ‘উ’ উচ্চারণের সময়ে জিভের অবস্থান-
ক. উচ্চ-সম্মুখ
খ. নিম্ন-সম্মুখ
গ. উচ্চ-পশ্চাৎ
ঘ. নিম্ন-পশ্চাৎ

৪. নিচের কোন শব্দটিতে ‘ঞ’-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
ক. খঞ্জ
খ. জ্ঞান
গ. বিজ্ঞান
ঘ. সংজ্ঞা

৫. উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ
খ. যতি সংস্থাপন
গ. নতুন অর্থবোধক শব্দ গঠন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

৬. ‘আরু’ প্রত্যয় যোগে গঠিত শব্দ—
ক. ধুনারি
খ. বোমারু
গ. শুনানি
ঘ. পূজারি

৭. অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম –
ক. সমাস
খ. কারক
গ. বাচ্য
ঘ. বচন

৮. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক. ব্যঞ্জন সন্ধি
খ. বিসর্গ সন্ধি
গ. অনুম্বার
ঘ. স্বরসন্ধি

৯. কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে বলে-
ক. পদাত্মক দ্বিত্ব
খ. অনুকার দ্বিত্ব
গ. ধন্যাত্মক দ্বিত্ব
ঘ. পুনরাবৃত্ত দ্বিত্ব

১০. ক্রমবাচক সংখ্যাশব্দের এক বা একাধিক কী রয়েছে?
ক. জোড়শব্দ
খ. শব্দদ্বিত্ব
গ. প্রতিশব্দ
ঘ. সংখ্যাশব্দ

১১. যে শব্দকে বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায় তাকে বলে-
ক. উপসর্গ
খ. প্রত্যয়
গ. সাধিত শব্দ
ঘ. মৌলিক শব্দ

১২. সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?
ক. ভাববাচক বিশেষ্য
খ. গুণবাচক বিশেষণ
গ. গুণবাচক বিশেষ্য
ঘ. ভাব বিশেষণ

১৩. ব্যক্তি, বন্ধু বা ভাবের সমষ্টি বোঝাতে কোন সর্বনাম হয়?
ক. পারস্পরিক
খ. সকলবাচক
গ. অনির্দিষ্ট
ঘ. নির্দেশক

১৪. ‘খুব ভালো খবর’ – এই বাক্যে ‘খুব’ কোন বিশেষণ?
ক. ভাববাচক বিশেষণ
খ. প্রশ্নবাচক বিশেষণ
গ. উপাদানবাচক বিশেষণ
ঘ. অবস্থাবাচক বিশেষণ

১৫. পারভেজ বই পড়ে— এ বাক্যের ক্রিয়াটি-
ক. সকর্মক
খ. অকর্মক
গ. দ্বিকর্মক
ঘ. সমাপিকা

১৬. ‘কখনো বা দেখা হবে।’- এই বাক্যে ‘বা’ কোন ক্রিয়াবিশেষণ?
ক. পদাণু
খ. ধরনবাচক
গ. কালবাচক
ঘ. স্থানবাচক

১৭. কোনটি অনুসর্গের উদাহরণ?
ক. আপন, তুমি
খ. বলে, কয়ে
গ. অভিমুখে, কাছে
ঘ. জোরে, আস্তে

১৮. ‘ও’ বর্ণটি যখন পদ বা বাক্যকে সংযুক্ত করে তখন ‘ও’- কে বলে-
ক. প্রত্যয়
খ. সন্ধি
গ. বিভক্তি
ঘ. যোজক

১৯. যে ধরনের শব্দ সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে বলে-
ক. সম্বোধন আবেগ
খ. প্রশংসা আবেগ
গ. অলংকার আবেগ
ঘ. বিস্ময় আবেগ

২০. ‘ছুঁয়োনা ছুঁয়োনা গুটি লজ্জাবতী লতা’- এই বাক্যে কোন্ শব্দটি পদাশ্রিত নির্দেশক?
ক. ছুঁয়োনা
খ. ওটি
গ. লজ্জাবতী
ঘ. লতা

২১. বাক্যে গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তিগুলো বসে?
ক. -য়ে, -এ
খ. -য়, -অ
গ. -কে, -রে
ঘ. দ্বারা, দিয়ে

২২. ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তির উদাহরণ হচ্ছে-
ক. – ইয়ে
খ. – আতে
গ. – আলে
ঘ. – লে

২৩. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কী বলে?
ক. বাক্য
খ. বাক্যাংশ
গ. উদ্দেশ্য
ঘ. বিধেয়

২৪. একটি বাক্যকে কয়টি অংশে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

২৫. যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে—
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. খণ্ডবাক্য

২৬. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে বলে-
ক. কর্ম কারক
খ. করণ কারক
গ. সম্প্রদান কারক
ঘ. কর্তৃকারক

২৭. যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাকে বলে—
ক. কর্তাবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তাবাচ্য

২৮. আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে ক্রিয়ার পরিবর্তন করতে হয়-
ক. স্থান অনুযায়ী
খ. কাল অনুযায়ী
গ. সর্বনাম অনুযায়ী
ঘ. ভাব অনুযায়ী

২৯. ‘মৃগরাজ’ শব্দের অর্থ হচ্ছে-
ক. পশুদের রাজা
খ. হরিণদের রাজা
গ. বানরের রাজা
ঘ. সিংহ

৩০. কোনটি বাগযন্ত্র?
ক. পাকস্থলী
খ. ফুসফুস
গ. পিত্তকোষ
ঘ. যকৃৎ

এস এস সি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ২০২৩ লিখিত অংশ

এসএসসি বাংলা ২য় পত্র লিখিত অংশের জন্য ৭০ নম্বর বরাদ্দ আর বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৩০ নম্বর। সর্বমোট নম্বর ১০০।

  • পরীক্ষা : এসএসসি পরীক্ষা ২০২৩
  • বিষয় : বাংলা দ্বিতীয় পত্র (লিখিত অংশ)
  • সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
  • পূর্ণমান: ৭০

১. যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো :
(ক) পদ্মা সেতু
(খ) বর্ষাকাল

২. যেকোনো একটি বিষয়ে পত্র লেখো :
(ক) মনে কর, তোমার নাম ‘সুমন’। তুমি ঢাকার অধিবাসী। তোমার বরিশালের বন্ধু ‘সুজন’ সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহত। আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে একটি পত্র লেখ।
অথবা, মনে করো, তুমি জামালপুর জেলায় বসবাস করো, তোমার নাম শাহীন। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা মেয়রের কাছে একটি আবেদনপত্র লেখো।

৩. (ক) সারাংশ লেখো :
কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তাদের সব বই ধ্বংস কর এবং সকল পণ্ডিতকে হত্যা কর, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতেরাই জাতির আত্মা। এই আত্মাকে যারা অবহেলা করে, তারা বাঁচে না। দেশকে বা জাতিকে উন্নত করতে চেষ্টা করলে, সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে, তার মধ্যে এটাই প্রধান ও সম্পূর্ণ। জাতির ভেতর সাহিত্যের ধারা সৃষ্টি কর, আর কিছুর আবশ্যকতা নেই।
অথবা,

(খ) সারমর্ম লেখো :
একদা ছিল না জুতা চরণ যুগলে
দহিল হৃদয়মন সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে
গেলাম ভজনালয়ে ভজন কারণে।
সেথা দেখি একজন পদ নাহি তার
অমনি জুতার খেদ ঘুচিল আমার।
পরের দুঃখ করিলে চিন্তন,
আপন মনের দুঃখ থাকে কতক্ষণ?

৪. যেকোনো একটি ভাব-সম্প্রসারণ করো :
(ক) অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

অথবা, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

৫. যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর :
(ক) বিদ্যালয়ের সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।
অথবা,

(খ) তোমাদের বিদ্যালয়ের বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা কর।

৬. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর :
(ক) শ্রমের মর্যাদা
(খ) জাতিগঠনে নারীসমাজের ভূমিকা
(গ) পরিবেশ সংরক্ষণে বনায়ন

SSC বাংলা ২য় পত্র মডেল টেস্ট কেন দরকারি?

  • বোর্ড পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া।
  • সৃজনশীল প্রশ্ন-উত্তর সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ।
  • পড়ালেখার ধারাবাহিকতা নিশ্চিতকরণ।
  • একই সিলেবাস একাধিকবার রিভিশন।
  • ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ।
  • বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন।
  • পরীক্ষাভীতি দূরীকরণ।
  • সঠিক প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন।
  • পরীক্ষায় যথাযথ সময় বণ্টন।
  • যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন।
  • উত্তরপত্রের সাজসজ্জা ও পরিচ্ছন্নতা বৃদ্ধির দক্ষতা অর্জন।
  • নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ।
  • নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন।
  • প্রতিযোগিতামূলক পরিবেশে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি।
  • বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন।

এসএসসি পরীক্ষার নোটিশ ২০২৩

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ স্কুলে হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

এস এস সি পরীক্ষার রুটিন ২০২৩ : কবে কোন পরীক্ষা

প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • ৩০ এপ্রিল ২০২৩ – বাংলা ১ম পত্র
  • ২ মে ২০২৩ – বাংলা ২য় পত্র
  • ৩ মে ২০২৩ – ইংরেজি ১ম পত্র
  • ৭ মে ২০২৩ – ইংরেজি ২য় পত্র
  • ৯ মে ২০২৩ – গণিত
  • ১০ মে ২০২৩ – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • ১১ মে ২০২৩ – ধর্ম শিক্ষা
  • ১৪ মে ২০২৩ – পদার্থ বিজ্ঞান
  • ১৫ মে ২০২৩ – গার্হস্থ্য বিজ্ঞান
  • ১৬ মে ২০২৩ – রসায়ন
  • ১৭ মে ২০২৩ – ভূগোল ও পরিবেশ
  • ১৮ মে ২০২৩ – জীববিজ্ঞান
  • ২১ মে ২০২৩ – বিজ্ঞান
  • ২২ মে ২০২৩ – হিসাববিজ্ঞান
  • ২৩ মে ২০২৩ – বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

এসএসসি রুটিন ২০২৩ pdf [বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা]

এসএসসি কমন বিষয়ের রুটিন ২০২৩

কমন বিষয়গুলোর পরীক্ষায় সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে-

SSC Subject NameExam DateTime / Schedule
Bangla 1st paper30 April 202310:00 am to 1:00 pm
Bangla 2nd paper2 May 202310:00 am to 1:00 pm
English 1st paper3 May 202310:00 am to 1:00 pm
English 2nd paper7 May 202310:00 am to 1:00 pm
Math9 May 202310:00 am to 1:00 pm
SSC common subjects routine 2022

এসএসসি বিজ্ঞান রুটিন ২০২৩

আবশ্যিক বিষয়ের পাশাপাশি বিজ্ঞান বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-

SSC Subject NameExam DateTime / Schedule
Physics14 May 202310:00 am to 1:00 pm
Chemistry16 May 202310:00 am to 1:00 pm
Biology18 May 202310:00 am to 1:00 pm
Higher Math21 May 202310:00 am to 1:00 pm
SSC science routine 2023

এসএসসি ব্যবসায় শিক্ষা রুটিন ২০২৩

আবশ্যিক বিষয়ের পাশাপাশি ব্যবসায় শিক্ষা বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-

SSC Subject NameExam DateTime / Schedule
Finance and Banking (ফিন্যান্স ও ব্যাংকিং)14 May 202310:00 am to 1:00 pm
Business Entrepreneurship (ব্যবসায় উদ্যোগ)16 May 202310:00 am to 1:00 pm
Accounting (হিসাববিজ্ঞান)22 May 202310:00 am to 1:00 pm
SSC Business studies routine 2023

এসএসসি মানবিক রুটিন ২০২৩

আবশ্যিক বিষয়ের পাশাপাশি মানবিক বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-

SSC Subject NameExam DateTime / Schedule
History of Bangladesh & World civilization14 May 202310:00 am to 1:00 pm
Civics and Citizenship (পৌরনীতি ও নাগরিকতা)16 May 202310:00 am to 1:00 pm
Economics (অর্থনীতি)28 September 202210:00 am to 1:00 pm
SSC Humanities routine 2023

SSC exam routine 2023 pdf

এসএসসি গ্রেডিং সিস্টেম ২০২৩

MarksGrade PointLetter Grade
0 to 320.00F
33 to 391.00D
40 to 492.00C
50 to 593.00B
60 to 693.50A-
70 to 794.00A
80 to 1005.00A+
HSC exam grading system 2023

বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক

Name of education boardOfficial website link
1.Bangladesh Technical Education Board (BTEB)http://www.bteb.gov.bd
2.Bangladesh Madrasha Boardhttp://www.bmeb.gov.bd
3.Dhaka Education Boardhttp://dhakaeducationboard.gov.bd
4.Chittagong Education Boardhttp://www.bise-ctg.gov.bd
5.Comilla Education Boardhttp://www.comillaboard.gov.bd
6.Rajshahi education Boardhttp://www.rajshahieducationboard.gov.bd
7.Jessore education Boardhttp://www.jessoreboard.gov.bd
8.Barishal education Boardhttp://www.barisalboard.gov.bd
9.Sylhet education Boardhttp://sylhetboard.gov.bd
10.Dinajpur education Boardhttp://www.dinajpureducationboard.gov.bd
11.Mymensingh education Boardhttps://www.mymensingheducationboard.gov.bd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *