Result

SSC board challenge result 2023 pdf download [All education boards]

SSC board challenge result 2023 pdf dowanload [All education boards] has been published. SSC rescrutiny result 2023 list (pdf) is available in education boards’ official website.

Table of Contents

Board challenge result 2023 SSC

Exam :SSC 2023
Re-scrutiny result date :28-8-2023
Re-scrutiny Applicants :13 lakhs
Results available on :Education boards’ websites
Board challenge result 2023 SSC

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৩ [সব বোর্ডের SSC board challenge result 2023] ২৮ আগস্ট ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে। যেসব শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল পায়নি, তারা উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা ফলাফল বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সুযোগ পেয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে SSC পরীক্ষার্থীদের পুন:নিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করেছে দেশের সবগুলো শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৮ আগস্ট ২০২৩ (সোমবার) এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সেজন্য সব ধরনের প্রস্তুতি শেষ। বোর্ডগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় আবেদন করা খাতা পুনর্নিরীক্ষণের কাজ করছে। আশা করছি, দুপুরের পরই শিক্ষার্থীরা ফল পাবেন।

এদিকে একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদন গ্রহণ শেষ হলেও ৩১ আগস্ট খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। ১৩ লাখ শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেছেন।

SSC exam 2023

পরীক্ষা :মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান
সাল :২০২৩
আবেদন করেছে :১৩ লাখ শিক্ষার্থী
পুন:নিরীক্ষণ ফলাফল :২৮ আগস্ট ২০২৩
ফলাফলের ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd
SSC exam result 2023

SSC board challenge result 2023 pdf download of all education boards

পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস

এর আগে, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল করা ১ হাজার ১৮৭ পরীক্ষার্থী পাস করেছিলেন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৬৯ শিক্ষার্থী।

৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণে ফলাফলে এই পরিবর্তন এসেছে।

আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ১০৯ জন, রাজশাহীতে ৫৮ জন, দিনাজপুরে ৮৯ জন, যশোরে ৪৩ জন, সিলেটে ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, চট্টগ্রামে ৪৫ জন, কুমিল্লায় ১১৫ জন এবং বরিশালে ১৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪১৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডে ১০৯ জন, রাজশাহীতে ৩৬ জন, দিনাজপুরে ৩৪ জন, যশোরে ৬১ জন, সিলেটে ৩৮ জন, ময়মনসিংহে ৬৯ জন, চট্টগ্রামে ২৯ জন, কুমিল্লায় ৩৭ জন এবং বরিশালে ৪১ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৭৪ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এসময় ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে শিক্ষার্থীরা।

SSC Re-Scrutiny Result 2023 of all education boards

দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড স্ব-স্ব ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি ও দাখিল / সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করেছে। ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সকল বোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি বিষয় বা পত্রের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করা হয়েছিলো।

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩

এসএসসি পাশের হার ২০২৩

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। সেবছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

জুলাই (২০২৩) মাসের শেষ সপ্তাহে ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের লক্ষে কাজ করে যাচ্ছে দেশের শিক্ষা বোর্ডগুলো। ২৮, ২৯ এবং ৩১ জুলাই ফল প্রকাশের তারিখ ধরে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছে। পরবর্তীতে ২৮ জুলাই ২০২৩ ফল প্রকাশের তারিখ হিসেবে অনুমতি দেওয়া হয়

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। অনুযায়ী জুলাই মাসের ৩০ তারিখ সেই ৬০ দিন পূর্ণ হবে। শুক্রবার যেহেতু সরকারি ছুটি তাই এর আগে ২৮, ২৯ বা ৩১ জুলাই ফলাফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছিল।

রীতি অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। ‌তাই প্রধানমন্ত্রী সময় দেওয়ার ওপর নির্ভর করছে কোন দিন ফল প্রকাশ হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এসএসসি পরীক্ষা ২০২৩

পরীক্ষাএসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান
পরীক্ষার সাল২০২৩
পরীক্ষা শুরুর তারিখ ৩০ এপ্রিল ২০২৩
পরীক্ষা শেষ হওয়ার তারিখ ২৮ মে ২০২৩
ব্যবহারিক পরীক্ষা২৪ মে থেকে ৩০ মে ২০২৩
ফলাফল প্রকাশ২৮ জুলাই ২০২৩
বোর্ডসব শিক্ষা বোর্ড
সিলেবাসপূণর্বিন্যাসকৃত সিলেবাস (শর্ট সিলেবাস)
শিক্ষা বোর্ড :ঢাকা শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ড
বরিশাল শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ড
ময়মনসিংহ শিক্ষা বোর্ড
ফলাফল প্রকাশের ওয়েবসাইটhttp://www.educationboardresults.gov.bd
এসএসসি পরীক্ষা ২০২৩

এসএসসি ও সমমানের ফল ৩ ভাবে জানতে পারবে পরীক্ষার্থীরা। ফল প্রকাশ হওয়ার পরপরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এক সেট পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী সেখান থেকে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

এর বাইরে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশের নোটিশ

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি নোটিশ ২৪ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এই নোটিশে ২৮ নভেম্বর ২০২২ তারিখে ফলাফল প্রকাশ করা হবে বলে বলা হয়েছে এবং Online ও SMS এর মাধ্যমে কিভাবে ফলাফল জানা যাবে, সেটিও জানানো হয়েছে।

পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন

২০২৩ সালের এসএসসিও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এর মধে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন।

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এ ছাড়া মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

SSC Result 2023 by SMS
SSC <Space> First 3 letters of board <Space> Roll <Space> 2023 and Send it to 16222
Example: SSC DHA 123546 2021 and send it to 16222

For Dakhil Result 
Alim<Space> MAD <Space> Roll <Space> 2023 and Send it to 16222
Example: Alim MAD 123456 2023 and send it to 16222

For Technical Board Result 2023
HSC <Space> TEC <Space> Roll <Space> 2023 and Send it to 16222
Example: SSC TEC 123456 2023 and send it to 16222

শিক্ষা বোর্ডের শর্ট কোড বা নামের ১ম ৩ ডিজিট

  • Dhaka Board= DHA
  • Barisal Board= BAR
  • Sylhet Board= SYL
  • Comilla Board= COM
  • Chittagong Board= CHI
  • Rajshahi Board= RAJ
  • Jessore Board= JES
  • Dinajpur Board= DIN
  • Madrasah Board= MAD
  • Technical Board= TEC

শুধু রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট বের করার নিয়ম ২০২৩

রোল নাম্বার দিয়ে SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

SSC Result 2022 by SMS

  • SSC <Space> First 3 letters of board <Space> Roll <Space> 2022 and Send it to 16222
  • Example: SSC DHA 123546 2021 and send it to 16222

For Dakhil Result 

  • Dakhil<Space> MAD <Space> Roll <Space> 2022 and Send it to 16222
  • Example: Alim MAD 123456 2021 and send it to 16222

For Technical Board Result 2022

  • SSC <Space> TEC <Space> Roll <Space> 2022 and Send it to 16222
  • Example: SSC TEC 123456 2020 and send it to 16222

রোল নাম্বার দিয়ে online এর মাধ্যমে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম

শুধু রোল নাম্বার দিয়ে এসএসসি মার্কশিটসহ বিস্তারিত রেজাল্ট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ - এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ - ssc result 2022 - ssc mark sheet 2022 https://dhakaeducationboard.gov.bd http://www.educationboardresults.gov.bd
এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ – ssc result 2022 (notice)

এসএসসি / ভোকেশনাল / দাখিল রেজাল্ট দেখার নিয়ম

প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে SSC ও সমমানের ফলাফল জানা যাবে।

এসএসসি রেজাল্ট ২০২২ জানার নিয়ম - ssc result 2023 - এসএসসি রেজাল্ট জানার নিয়ম ২০২২ - http://www.educationboardresults.gov.bd/
এসএসসি রেজাল্ট জানার নিয়ম – ssc result 2023

নাম্বারসহ এসএসসি মার্কশিট ২০২৩

নাম্বারসহ এসএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd

এসএমএস (sms) এর মাধ্যমে এসএসসির রেজাল্ট জানার নিয়ম

রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে  [ SSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Year টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।

মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : SSC DHA 123456 2021

এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।

এস এস সি রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

শিক্ষা বোর্ডের জন্য কিওয়ার্ড সমূহ

  • ঢাকা – Dha
  • বরিশাল – Bar
  • চট্টগ্রাম – Chi
  • কুমিল্লা – Com
  • যশোর – Jes
  • রাজশাহী – Raj
  • সিলেট – Syl
  • দিনাজপুর – Din
  • ময়মনসিংহ – Mym
  • মাদরাসা – Mad
  • টেকনিক্যাল – Tec

SSC<>Board এর ১ম ৩ অক্ষর<>Roll<>Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেসাধারণ শিক্ষা বোর্ডের জন্য
SSC<>MAD<>Roll<>Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেমাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
SSC<>TEC<>Roll<>Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেটেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য
এসএসসির রেজাল্ট জানার নিয়ম

মাদ্রাসা বোর্ডের দাখিল রেজাল্ট ২০২৩

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল ২০২৩

কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে Roll নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

SSC result 2023 mark sheet with number

নাম্বারসহ এসএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd

এসএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর

এইচএসসি রেজাল্ট SMS ফরমেট

  • > সাধারণ শিক্ষা বোর্ড:
  • SSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • উদাহরণ: SSC DHA  123456 2020 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • > মাদ্রাসা বোর্ড:
  • SSC<>MAD<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • > টেকনিক্যাল বোর্ড:
  • SSC<>TEC<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে

প্রশ্ন: Push/Pull সার্ভিসের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)

প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর দেই তবে কি আমাকে চার্জ দিতে হবে?
উত্তর: হ্যাঁ। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য চার্জ দিতে হবে।

প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি?
উত্তর: আপনি যতবার চান।

প্রশ্ন: আমি কখন রেজাল্টের বিস্তারিত (গ্রেড) জানতে পারব?
উত্তর: সাধারণত মূল রেজাল্ট প্রকাশের ২৪-৪৮ ঘণ্টা পর এটি প্রকাশ হয়।

প্রশ্ন: ডিটেইল রেজাল্ট রিকোয়েস্টের জন্য চার্জ কত লাগবে?
উত্তর:  ২.৫৫/SMS (সকল চার্জ)

প্রশ্ন: রেজাল্ট সঠিক কি না আমি কিভাবে নিশ্চিত হতে পারি?
উত্তর: বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।

প্রশ্ন: প্রতিটি বোর্ড নামের কি-ওয়ার্ড কি?
উত্তর: বোর্ডের জন্য কি-ওয়ার্ড: ঢাকা-Dha, বরিশাল-Bar, চট্টগ্রাম-Chi, কুমিল্লা-Com, যশোর-Jes, রাজশাহী-Raj, সিলেট-Syl, দিনাজপুর–Din, ময়মনসিংহ–Mym, মাদ্রাসা–Mad, টেকনিক্যাল-Tec
(শিক্ষা বোর্ড যেকোনো সময় তারিখ পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে)

ওয়েবসাইটে এসএসসি ফলাফল বা রেজাল্ট জানা যাবে শিক্ষা বোর্ডের এই সাইট থেকে : www.educationboardresults.gov.bd

এসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেম

MarksGrade PointLetter Grade
0 to 320.00F
33 to 391.00D
40 to 492.00C
50 to 593.00B
60 to 693.50A-
70 to 794.00A
80 to 1005.00A+
এসএসসি গ্রেডিং সিস্টেম

বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক

SSC board challenge result 2023 from board sites

শিক্ষা বোর্ডসমূহের নামশিক্ষা বোর্ডসমূহের লিংক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডhttp://www.bteb.gov.bd
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডhttp://www.bmeb.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাhttp://dhakaeducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামhttp://www.bise-ctg.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাhttp://www.comillaboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীhttp://www.rajshahieducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরhttp://www.jessoreboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালhttp://www.barisalboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটhttp://sylhetboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরhttp://www.dinajpureducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহhttps://www.mymensingheducationboard.gov.bd
SSC result 2023

SSC rescrutiny result 2023

SSC board challenge result 2023 dhaka board

Dhaka Board SSC Rescrutiny Result 2023 pdf Download : https://dhakaeducationboard.gov.bd

SSC board challenge result 2023 chittagong board

Chittagong Board SSC Rescrutiny Result 2023 pdf Download : https://web.bise-ctg.gov.bd

SSC board challenge result 2023 barisal board

Barisal Board SSC Rescrutiny Result 2023 pdf Download : http://www.barisalboard.gov.bd

SSC board challenge result 2023 sylhet board

Sylhet Board SSC Rescrutiny Result 2023 pdf Download : https://sylhetboard.gov.bd

SSC board challenge result 2023 dinajpur board

Dinajpur Board SSC Rescrutiny Result 2023 pdf Download : http://dinajpureducationboard.gov.bd

SSC board challenge result 2023 mymensingh board

Mymensingh Board SSC Rescrutiny Result 2023 Download : https://www.mymensingheducationboard.gov.bd

SSC board challenge result 2023 rajshahi board

Rajshahi Board SSC Rescrutiny Result 2023 Download : http://www.rajshahieducationboard.gov.bd

SSC board challenge result 2023 Technical Board (BTEB)

Technical Board SSC Rescrutiny Result 2023 Download : http://www.bteb.gov.bd

SSC board challenge result 2023 jessore board

Jessore Board SSC Rescrutiny Result 2023 pdf Download : https://www.jessoreboard.gov.bd/

SSC board challenge result 2023 comilla board

Comilla Board SSC Rescrutiny Result 2023 Download : http://www.comillaboard.gov.bd

SSC board challenge result 2023 Madrasah board

Madrasah Board Dakhil Rescrutiny Result 2023 pdf Download : http://www.bmeb.gov.bd/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *