ssc physics question solution 2021 mcq answers all board


Edu Daily 24 প্রকাশ: নভেম্বর ১৬, ২০২১, ১১:৫৭ অপরাহ্ন / আপডেট: অগাস্ট ৩, ২০২৪, ২:১২ পূর্বাহ্ন / ৪৮
ssc physics question solution 2021 mcq answers all board

ssc physics question solution 2021 mcq answers all board – correct answers :

  • Exam Name : SSC 2021 ( Secondary School Certificate )
  • Group : Science
  • Subject Name : Physics
  • Subject Code : 136
  • Total MCQ Questions : 25

২০২১ সালের অনুষ্ঠিত হয়ে যাওয়া এসএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞান এমসিকিউ প্রশ্নের উত্তর এখানে দেয়া হলো। কার কয়টা উত্তর সঠিক হয়েছে, এখান থেকে যাচাই করে নিতে পারেন।

ssc physics mcq question answers 2021 dhaka board – question set ga ( turag )

Exam :ssc 2021
Board :Dhaka Board
Subject :Physics
Time duration :25 minutes
Full marks :12 (will convert to 25)
Question set :Ga ( turag )
এসএসসি পদার্থ বিজ্ঞান প্রশ্ন উত্তর ২০২১ ঢাকা বোর্ড
ssc physics mcq question answers 2021 dhaka board

Dhaka board ssc physics mcq answers by serial : ১. গ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. ঘ, ১০. খ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. গ, ২০. ঘ, ২১. ঘ, ২২. ক, ২৩. গ।

ssc physics mcq question answers 2021 Comilla Board – question set kha (meghna)

Exam :ssc 2021
Board :Comilla Board
Subject :Physics
Time duration :25 minutes
Full marks :12 (will convert to 25)
Question set :Kha ( meghna )

১। রােধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কীভাবে সম্পর্কযুক্ত?

(ক) ব্যাস্তানুপাতে, (খ) সমানুপাতে, (গ) বর্গের ব্যাস্তানুপাতে, (ঘ) বর্গমূলের ব্যাস্তানুপাতে;

উত্তরঃ (ক) ব্যাস্তানুপাতে

২। দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্য কত?

(ক) 400 nm – 500 nm, (খ) 400 nm – 600 nm, (গ) 400 nm – 700 nm, (ঘ) 500 nm – 700 nm;

উত্তরঃ (গ) 400 nm – 700 nm

৩। একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে 5 cm দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তু রাখা হলে— i. এর রৈখিক বিবর্ধন 1, ii. বিম্বের আকৃতি খর্বিত, iii. প্রতিবিম্বের প্রকৃতি সদ ও উল্টা নিচের কোনটি সঠিক?

(ক) i, (খ) ii, (গ) i ও iii (ঘ) i, ii ও iii

উত্তরঃ (গ) i ও iii

নিচের চিত্রের আলােকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

SSC Physics 2021 mcq 4 5

৪। বর্তনীর তুল্য রােধ কত ওহম হবে?

(ক) 15, (খ) 12, (গ) 7.5, (ঘ) 2.61

উত্তরঃ (গ) 7.5

৫। বর্তনীর ক্ষেত্রে-

  • i. তড়িৎ প্রবাহ 1:6 A
  • ii. সবগুলাে রােধ সমান্তরালে সাজালে তড়িৎ প্রবাহ হবে 5:29 A
  • iii. AB অংশের তুল্য রােধ AC অংশের তুল্য রােধ অপেক্ষা কম

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii;

উত্তরঃ (খ) i ও iii

৬। দুইটি আয়নাকে পরস্পরের সাথে কত ডিগ্রীতে রেখে আয়না হিসাবে ব্যবহার করলে ডান-বামের পরিবর্তন হয় না?

(ক) 45°, (খ) 60°, (গ) 90°, (ঘ) 120°

উত্তরঃ (গ) 90°

৭। তামার রােধকত্ব কোনটি?

(ক) 1.6 x 10-82m, (খ) 1:68 x 10-82m, (গ) 2.44 x 10-8 m, (ঘ) 5.5 x 10-82m

উত্তরঃ (খ) 1:68 x 10-82m

৮। নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি 4 গুণ করলে বেগ কতগুণ হবে?

(ক) 1/4, (খ) 1/2, (গ) 2, (ঘ) 16;

উত্তরঃ (গ) 2

৯। 2OM রােধের তিনটি রােধ পরস্পর সমান্তরালে সংযুক্ত করলে তুল্য রােধের মান কত ওহম হবে?

(ক) 6, (খ) 4, (গ) 0.55, (ঘ) 0.67

উত্তরঃ (ঘ) 0.67

১০। একটি বাল্বের গায়ে 100W – 220V লেখা আছে, এর অর্থ-

  • i. বাল্বটির রােধ 484
  • ii. বাল্বটি প্রতি সেকেন্ডে 100 J বিদ্যুৎ শক্তি তাপ ও আলােক শক্তিতে রূপান্তরিত করে
  • iii. বাল্বটি 0.455A বিদ্যুৎ প্রবাহিত হয়

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) ii ও iii, (গ) i ও iii, (ঘ) i, ii ও iii

উত্তরঃ (ঘ) i, ii ও iii

১১। কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ?

(ক) যান্ত্রিক শক্তি, (খ) রাসায়নিক শক্তি, (গ) আলােক শক্তি, (ঘ) গতিশক্তি

উত্তরঃ (ক) যান্ত্রিক শক্তি

১২। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা—

(ক) স্পন্দন গতি, (খ) চলন গতি, (গ) পর্যায়বৃত্ত গতি, (ঘ) ঘূর্ণন গতি

উত্তরঃ (খ) চলন গতি

১৩। যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে?

(ক) 0.01 mm, (খ) 0.1 mm, (গ) 0:11 mm, (ঘ) 0.12 mm

উত্তরঃ (খ) 0.1 mm

১৪। সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত?

(ক) প্রধান ফোকাসে, (খ) ফোকাস তলে, (গ) গৌণ ফোকাসে, (ঘ) অসীমে;

উত্তরঃ (ঘ) অসীমে

১৫। ক্ষমতার মাত্রা কোনটি?

(ক) MLT-2 ০., (খ) ML2T-2, (গ) ML-lT-3, (ঘ) ML2T-3

উত্তরঃ (ঘ) ML2T-3

১৬। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে?

(ক) সরণ, (খ) দ্রুতি, (গ) বেগ, (ঘ) ত্বরণ

উত্তরঃ (খ) দ্রুতি

১৭। নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

(ক) মিটার স্কেল, (খ) স্কু গজ, (গ) স্লাইড ক্যালিপার্স, (ঘ) ভার্নিয়ার স্কেল;

উত্তরঃ (খ) স্কু গজ

১৮। লাল গােলাপ ফুল লাল দেখার কারণ—

  • i. কেবল লাল রং প্রতিফলিত করে।
  • ii. লাল রং ছাড়া সব রং শােষণ করে।
  • iii. লাল আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি।

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) ii ও iii, (গ) i ও iii, (ঘ) i, ii ও iii

উত্তরঃ (ক) i ও ii

নিচের তথ্যের আলােকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

SSC Physics 2021 mcq 19 20


১৯। দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠন করে?

(ক) 80 cm, (খ) 40 cm, (গ) 16 cm, (ঘ) 10 cm;

উত্তরঃ (ক) 80 cm

২০। AB কে দর্পণের দিকে 10 cm সরালে—

  • i. অবাস্তব বিম্ব গঠন করে
  • ii. লক্ষ্যবস্তুর দ্বিগুণ আকারে বিম্ব গঠন করে
  • iii. সােজা বিম্ব গঠন করে

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii;

উত্তরঃ (খ) i ও iii

২১। সরাসরি হৃৎপিন্ডের ভিতর দিয়ে কত মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে?

(ক) 5 mA, (খ) 8 mA, (গ) 10 mA, (ঘ) 20 mA

উত্তরঃ (গ) 10 mA

২২। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্র ব্যবহার করা হয়?

(ক) u2 = v2 – 2gh, (খ) v = u + gt, (গ) v2 = 2 – 2gh, (ঘ) h = ut +: gt2;

উত্তরঃ (গ) v2 = 2 – 2gh

২৩। 40 m উঁচু দালানের ছাদ থেকে কোনাে বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?

(ক) 784 ms-1, (খ) 28 ms-1, (গ) 19.79 ms-1, (ঘ) 14 ms-1;

উত্তরঃ (খ) 28 ms-1

২৪। বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে?

(ক) সরণ, (খ) অতিক্রান্ত দূরত্ব, (গ) বেগ, (ঘ) দ্রুতি

উত্তরঃ (ক) সরণ

২৫। সাধারণ যে ব্যাটারী সেলগুলাে ব্যবহার করা হয় তার বিভব পার্থক্য কত?

(ক) 4.5 V, (খ) 3.5 V, (গ) 1.5 V, (ঘ) 1:25 V

উত্তরঃ (গ) 1.5 V

ssc physics mcs question answers 2021 comilla board

lh2OzO0


SSC Physics MCQ Answer 2021

All the education board will takes the exam timely. However, the Education board exam question paper is not same. At the first time we are going to share the full exam details below the question paper.There are a little bit change on the exam paper. Lets introduce you with this question paper.

fb img 16368762792559053966383443400552fb img 1636876281479988273104621283549

SSC Full MCQ Solution

SSC Physics MCQ Solution 2021 Dhaka Board

We have already mentioned it that the exam time is same but the question is not same. The Education Board of Dhaka has created their own Question Paper.

fb img 16368713465395871132454380854884fb img 16368713535922791281536709492637fb img 16368709261132660271382967750931fb img 16368713790865408789004919506985fb img 1636871369265745201767683612025fb img 1636871385936820874642973547597fb img 16368709285911181681946988598130

If you are a candidate under this education board, then you are going to get the full MCQ Solution. Because we have collected the full question paper and added it here only for you.

Rajshahi Board MCQ Solution 2021

The education city of Bangladesh is Rajshahi. A large number of candidates have taken part in the SSC Exam. However, the question is very easy in this board.The students of this education board are very excited to get the question paper. In addition, we have collected the question from an examine and answered the full question below the article.

Chittagong Board SSC Physics MCQ Question Solution

The Port city of Bangladesh Chittagong board has also taken the exam today timely. A total 78 Thousands of candidates have participated the exam. All the candidates are very excited to get their question answer.For the purpose of the students we have collected the question and solve the full question only for you. So, do not waste your time save the question solution.

Comilla Board SSC Physics MCQ Solution 2021

You can also get the Comilla Boar SSC Physics Question Solution. According to the examine information, we knew that the exam paper is not so hard. We collect it and share it here.fb img 16368865091478267087101403423808

fb img 16368865122464157327081025691987

Jessore Board SSC Physics MCQ Answer 2021

We will upload the full question paper with solution very soon. You have to wait for the update.fb img 16368763618123682864708170452924fb img 16368763636154222235509050929979

Barisal Board SSC Physics Question Solution 2021


Sylhet Board Physics MCQ Answer 2021fb img 16368733005113047796848987234274fb img 16368733025432362597531540124598

Mymensingh Board MCQ Question Solution 2021fb img 16368718485501606506764554072644fb img 16368718512663075975606929018309Dfb img 16368718550083460922948060957897akhil Physics MCQ Answer

Rate this post