WordPress database error: [Table 'u104652328_edudailyeng.wp_rank_math_redirections_cache' doesn't exist]
SELECT * FROM wp_rank_math_redirections_cache WHERE ( object_id = 41043 and object_type = 'post' ) OR BINARY from_url = 'ssc-science-model-test-2023' ORDER BY object_id DESC

WordPress database error: [Table 'u104652328_edudailyeng.wp_rank_math_redirections' doesn't exist]
SELECT * FROM wp_rank_math_redirections WHERE status = 'active' AND ( sources like '%a:2:{s:7:\"pattern\";s:27:\"ssc-science-model-test-2023\";s:10:\"comparison\";s:5:\"exact\";}%' or sources like '%ssc%' or sources like '%science%' or sources like '%model%' or sources like '%test%' or sources like '%2023%' ) ORDER BY updated DESC

WordPress database error: [Table 'u104652328_edudailyeng.wp_rank_math_redirections' doesn't exist]
SELECT * FROM wp_rank_math_redirections WHERE status = 'active' ORDER BY updated DESC

SSC science model test 2023 | Important MCQ questions for practice — Edu Daily 24

SSC science model test 2023 | Important MCQ questions for practice

Edu Daily 24 Image
Edu Daily 24 Image

SSC science model test 2023 (Important MCQ questions for practice) has given here. This subject’s exam will held on 21st May 2023. This model test prepared for SSC candidates or students from all general education boards in Bangladesh.

সব বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট ২০২৩ [গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর / নমুনা প্রশ্ন সম্বলিত SSC Science model test ] এখানে দেওয়া হলো। NCTB প্রণীত এসএসসি / নবম ও দশম শ্রেণির / এসএসসি বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন (উত্তর) এখানে গুছিয়ে দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার আগ মুহূর্তের প্রস্তুতি সহজেই কম সময়ে নিতে পারে। বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ মে ২০২৩ তারিখ (রবিবার)

উল্লেখ্য, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা (ঢাকা বোর্ড – রাজশাহী বোর্ড – কুমিল্লা বোর্ড – যশোর বোর্ড – চট্টগ্রাম বোর্ড – বরিশাল বোর্ড – সিলেট বোর্ড – দিনাজপুর বোর্ড – ময়মনসিংহ বোর্ড) শুরু হয়েছে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৮ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে ২০২৩। এবার এসব পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী পৌনে ২১ লাখ। তবে তাদের মধ্যে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

SSC exam 2023

পরীক্ষাএসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান
পরীক্ষার সাল২০২৩
পরীক্ষা শুরুর তারিখ ৩০ এপ্রিল ২০২৩
পরীক্ষা শেষ হওয়ার তারিখ ২৮ মে ২০২৩
ব্যবহারিক পরীক্ষা২৪ মে থেকে ৩০ মে ২০২৩
বোর্ডসব শিক্ষা বোর্ড
সিলেবাসপূণর্বিন্যাসকৃত সিলেবাস (শর্ট সিলেবাস)
ওয়েবসাইটhttps://dhakaeducationboard.gov.bd
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩

SSC science book’s important chapters

  • প্রথম অধ্যায় : উন্নততর জীবনধারা
  • দ্বিতীয় অধ্যায় : জীবনের জন্য পানি
  • পঞ্চম অধ্যায় : দেখতে হলে আলো চাই
  • ষষ্ঠ অধ্যায় : পলিমার
  • সপ্তম অধ্যায় : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার
  • নবম অধ্যায় : দুর্যোগের সাথে বসবাস
  • দ্বাদশ অধ্যায় : প্রাত্যাহিক জীবনে তড়িৎ

SSC science model test 2023 (Important MCQ questions) – এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট ২০২৩

বিজ্ঞান বইয়ের বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন (MCQ)  দিয়ে এই নমুনা প্রশ্ন বা মডেল টেস্ট সেট সাজানো হয়েছে –

১. তুলনামূলক বেশি শক্তি উৎপন্ন হয় কোন খাদ্য থেকে?
ক. ডিম
খ. দুধ
গ. শোল
ঘ. খাসি

২. উদ্ভিজ্জ আমিষ কোনটি?
ক. দুধ
খ. ছানা
গ. পনির
ঘ. বাদাম

৩. সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?
ক. ভিটামিন
খ. শর্করা
গ. প্রোটিন
ঘ. লিপিড

৪. ভিটামিন C এর অভাবে-
i. স্কার্ভি রোগ হয়
ii. ত্বকে ঘা হয়
iii. ক্ষত শুকাতে দেরি হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii 3 iii

৫. সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?
ক. ভিটামিন
খ. শর্করা
গ. প্রোটিন
ঘ. লিপিড

৬. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১০ লিটার পানিতে কমপক্ষে কত মিলি গ্রাম O2 প্রয়োজন?
ক. ৩০
খ. ৪০
গ. ৫০
ঘ. ৬০

৭. ঔষধ তৈরির জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়?
ক. পরিস্রাবণ
খ. ক্লোরিনেশন
গ. পাতন
ঘ. স্ফুটন

নিচের অংশটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
মামুনের পুকুরের মাছগুলো দুর্বল, বৃদ্ধি সন্তোষজনক নয় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি।

৮. মামুনের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত?
ক. এসিড
খ. ক্ষার
গ. ফসফরাস
ঘ. ক্যালসিয়াম

৯. পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল?
ক. চাপ
খ. তাপ
গ. আয়তন
ঘ. তাপমাত্রা

১০. প্রতি ঘন মিলিমিটার রক্তে শিশুর দেহে লোহিত কণিকার সংখ্যা কত লক্ষ?
ক. ৪০-৫০
খ. ৫০-৬০
গ. ৬০-৭০
ঘ. ৭০-৮০

১১. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
ক. এনজাইম
খ. হরমোন
গ. লসিকা
ঘ. বিলিরুবিন

১২. শিরার বৈশিষ্ট্য-
i. প্রাচীর পাতলা
ii. CO2 সমৃদ্ধ রক্ত বহন করে
iii. O2 সমৃদ্ধ রক্ত বহন করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii 3 iii

১৩. উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন কোনটি?
ক. L.D.L
খ. DLL
গ. HDL
ঘ. DHL

১৪. গাড়ির ভেতরে সামনের দিকে কয়টি দর্পণ ব্যবহার করা হয়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

নিচের চিত্রটি দেখ এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও : (চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে।)

১৫. প্রতিসরণ কোণ কোনটি?
ক. AON
খ. NOQ
গ. A’OB
ঘ. A’ON’

১৬. উদ্দীপকের চিত্রে-
i. a মাধ্যমের চেয়ে b মাধ্যম ঘন
ii. OB প্রতিসরিত রশ্মি
iii. a মাধ্যমে আলোর বেগ বেশি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৭. উত্তল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হয়?
ক. বাস্তব
খ. উল্টো
গ. খর্বিত
ঘ. বিবর্ধিত

১৮. কোনটি প্রাকৃতিক পলিমার?
ক. পাট
খ. রেজিন
গ. পিভিসি
ঘ. পলিথিন

১৯. কোন তন্তু ‘লুমেন’ নামক পদার্থে পূর্ণ থাকে?
ক. পশম
খ. রেশম
গ. রেয়ন
ঘ. তুলা

২০. ফ্লিস উল তৈরি করা হয়—
i. জীবন্ত মেষ থেকে
ii. মৃত মেষ থেকে
iii. জবাইকৃত মেষ থেকে

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii

২১. PVC পোড়ালে কোন গ্যাসটি নির্গত হয়?
ক. কার্বন মনোক্সাইড
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. হাইড্রোজেন সায়ানাইড
ঘ. হাইড্রোজেন ক্লোরাইড

২২. ভিটামিন সি এর অপর নাম কী?
ক. সাইট্রিক এসিড
খ. ম্যালিক এসিড
গ. এসকরবিক এসিড
ঘ. এসিটিক এসিড

২৩. আমরা পাকস্থলীর এসিডিটি নিয়ন্ত্রণ করতে পারি-
i. ওষুধ গ্রহণ করে
ii. নির্বাচিত খাদ্য খেয়ে
iii. শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৪. ক্যালামিনের মূল উপাদান কী?
ক. ZnCO3
খ. CaCO3
গ. Ca(OH)2
ঘ. NaHCO3

২৫. জমির ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধে কোন লবণটি প্রয়োগ করা হয়?
ক. কপার সালফেট
খ. পটাসিয়াম নাইট্রেট
গ. অ্যামোনিয়াম ফসফেট
ঘ. অ্যামোনিয়া নাইট্রেট

২৬. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস?
ক. N2O
খ. NO
গ. N2O3
ঘ. N2O5

২৭. টর্নেডো শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. গ্রিক
খ. জাপানি
গ. স্প্যানিশ
ঘ. বাংলা

২৮. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী গ্যাসসমূহ হচ্ছে-
i. CO
ii. SO₂
iii. NO₂

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৯. তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্রব্যটি কয়টি আয়নে বিভক্ত হয়?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৩০. এক কিলোওয়াট সমান কত ওয়াট?
ক. ১০,০০০
খ. ১,০০০
গ. ১০০
ঘ. ১০

SSC science model test 2023 solutions / answers

এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট ২০২৩ এর উত্তর - SSC science model test 2023 answers
এসএসসি বিজ্ঞান মডেল টেস্ট ২০২৩ এর উত্তর – SSC science model test 2023 answers

এসএসসি পরীক্ষার নোটিশ ২০২৩

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ স্কুলে হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf – SSC routine 2023 all boards

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf - SSC exam routine 2023 pdf education board - SSC routine 2023 pdf https://dhakaeducationboard.gov.bd/

SSC exam routine 2023 pdf / SSC 2023 routine pdf

এসএসসি পরীক্ষা ২০২৩ সংক্রান্ত বোর্ডের নির্দেশনা

  • ১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • ২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  • ৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 
  • ৪. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে। 
  • ৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্তো ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। 

  • ৬. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।  ৭। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • ৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় / বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • ৯. কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে / প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না।
  • ১০. পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। ১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

  • ১১. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
  • ১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
  • ১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
  • ১৪. পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস

  • ১. ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূনর্বিন্যাসকৃত সিলেবাস (পাঠ্যসূচি) অনুযায়ী অনুষ্ঠিত হবে।
  • ২. ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় সব বিষয়ের পরীক্ষা হবে।
  • ৩. এসএসসি আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি গ্রেডিং সিস্টেম ২০২৩

MarksGrade PointLetter Grade
0 to 320.00F
33 to 391.00D
40 to 492.00C
50 to 593.00B
60 to 693.50A-
70 to 794.00A
80 to 1005.00A+
HSC exam grading system 202

বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক

শিক্ষা বোর্ড Official website link
1.বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB)http://www.bteb.gov.bd
2.বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড http://www.bmeb.gov.bd
3.ঢাকা শিক্ষা বোর্ডhttp://dhakaeducationboard.gov.bd
4.চট্টগ্রাম শিক্ষা বোর্ডhttp://www.bise-ctg.gov.bd
5.কুমিল্লা শিক্ষা বোর্ডhttp://www.comillaboard.gov.bd
6.রাজশাহী শিক্ষা বোর্ডhttp://www.rajshahieducationboard.gov.bd
7.যশোর শিক্ষা বোর্ডhttp://www.jessoreboard.gov.bd
8.বরিশাল শিক্ষা বোর্ডhttp://www.barisalboard.gov.bd
9.সিলেট শিক্ষা বোর্ডhttp://sylhetboard.gov.bd
10.দিনাজপুর শিক্ষা বোর্ডhttp://www.dinajpureducationboard.gov.bd
11.ময়মনসিংহ শিক্ষা বোর্ডhttps://www.mymensingheducationboard.gov.bd
বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *