Qatar fifa world cup final 2022 argentina vs france live score has given here. this math will held on 9 PM in Bangladesh time.
FIFA world cup : আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান, লাইভ score, খেলা কবে, জাতীয় ফুটবল দল, রেকর্ড, হেড টু হেড, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ [Argentina vs France live match] সংক্রান্ত তথ্য এই পোস্টে তুলে ধরা হলো। মরক্কোর বিপক্ষে সেমি ফাইনালে ফ্রান্স জিতলে ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে খেলবে ফ্রান্স। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা হবে বাংলাদেশ সময় ১৮ ডিসেম্বর ২০২২ রাতে। উল্লেখ্য, FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সেমিফাইনালের ৪টি দল হচ্ছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও মরক্কো।
Table of Contents
খেলা : | ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার |
মোট অংশগ্রহণকারী দেশ : | ৩২টি দেশ / দল |
ভেন্যু : | কাতার |
বাংলাদেশ সময় কখন হবে : | বিকাল, সন্ধ্যা ও রাতে |
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ : | ২০ নভেম্বর ২০২২ |
ফিফার ওয়েবসাইট : | https://www.fifa.com |
* মরক্কোর বিপক্ষে সেমি ফাইনালে ফ্রান্স জিতলে ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে খেলবে ফ্রান্স।
বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্স এ পর্যন্ত যতবার মুখোমুখি হয়েছিল, সেগুলোর প্রেক্ষিতে এখানে দুই দলের পরিসংখ্যান তুলে ধরা হলো :
আর্জেন্টিনা বনাম ফ্রান্স | পরিসংখান |
---|---|
মোট ম্যাচ হয়েছে | ১২ টি |
আর্জেন্টিনা জয় | ৬ টি |
ফ্রান্সের জয় | ৩ টি |
ড্র ম্যাচ | ৩ টি |
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সংখ্যা | ৮ টি |
Independence ম্যাচ | ১ টি |
ফিফা বিশ্বকাপ এর ম্যাচ | ৩ টি |
ফিফা বিশ্বকাপে দেখা | ৩ বার |
বিশ্বকাপে আর্জেন্টিনার জয় | ২ টি |
বিশ্বকাপে ফ্রান্সের জয় | ১ টি |
সর্বশেষ দেখা | ২০১৮ বিশ্বকাপ |
তারিখ | দল/দেশ | ফলাফল | বিজয়ী | টুর্নামেন্ট |
---|---|---|---|---|
১৫ জুলাই ১৯৩০ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ১ – ০ | আর্জেন্টিনা | Fifa World Cup |
৩ জুন ১৯৬৫ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ০ – ০ | ম্যাচ ড্র | International Friendly |
৮ জুন ১৯৭১ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ৩ – ৪ | ফ্রান্স | International Friendly |
১২ জানুয়ারি ১৯৭১ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ২ – ০ | আর্জেন্টিনা | International Friendly |
২৫ জুন ১৯৭২ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ০ – ০ | ম্যাচ ড্র | Independence |
১৮ মে ১৯৭৪ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ১ – ০ | আর্জেন্টিনা | International Friendly |
২৬ জুন ১৯৭৭ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ০ – ০ | ম্যাচ ড্র | International Friendly |
৬ জুন ১৯৭৮ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ২ – ১ | আর্জেন্টিনা | Fifa World Cup |
৬ মার্চ ১৯৮৬ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ০ – ২ | ফ্রান্স | International Friendly |
৭ ফেব্রুয়ারি ২০০৭ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ১ – ০ | আর্জেন্টিনা | International Friendly |
১১ ফেব্রুয়ারি ২০০৯ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ২ – ০ | আর্জেন্টিনা | International Friendly |
৩০ জুন ২০১৮ | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | ৩ – ৪ | ফ্রান্স | Fifa World Cup |
ফ্রান্স দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-২-৩-১
মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।
আশ্চর্য শোনালেও যুক্তরাষ্ট্রকে উরুগুয়ে বিশ্বকাপে অনেকেই ফেবারিট মনে করেছিলেন। শেষ চারের লড়াইয়ে মাঠে নামার আগে তারাই ছিল এগিয়ে। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে যুক্তরাষ্ট্র হারে ৬-১ গোলের বড় ব্যবধানে। আর্জেন্টিনার হয়ে গোল করেন লুইস মন্তি, আলেহান্দ্রো স্কোপেয়ি, গিলের্মো স্তাবিলে ও কার্লোস পেকুসেয়ে।
সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার অনন্য ফুটবল প্রদর্শনীতে ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের ৫২ ও ৬৩ মিনিটে দুটি গোল করেন ম্যারাডোনা। সেবারই বিশ্বকাপ ইতিহাসে সেরা একক পারফরম্যান্স করেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্বকাপ।
ইতালির বিপক্ষে সেমিফাইনালে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। তবে ট্রাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক গয়কোচিয়ার বীরত্বে ৪-৩ গোলের জয় পায় তারা। যদিও ’৯০ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে তাদের হারতে হয় ১-০ গোলে।
নেদারল্যান্ডসের সঙ্গে সেমিফাইনালটা ১২০ মিনিটেও ছিল গোলশূন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি। তবে গোলরক্ষক সের্হিও রোমেরো সেদিন গয়কোচিয়া হয়ে উঠেছিলেন। দারুণ সব সেভের পর টাইব্রেকারে ঠেকিয়ে দেন দু-দুটি শট। তাতেই খোলে ফাইনালের দরজা। ১৯৯০ বিশ্বকাপের মতো সেবারও শিরোপা হাতছাড়া হয় জার্মানির কাছে হেরে।
Argentina vs France LIVE STREAMING Link : https://toffeelive.com
আপনার মতামত লিখুন :