News

Qatar fifa world cup final 2022 Argentina vs France live score [Bangladesh time]

Qatar fifa world cup final 2022 argentina vs france live score has given here. this math will held on 9 PM in Bangladesh time.

FIFA world cup : আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান, লাইভ score, খেলা কবে, জাতীয় ফুটবল দল, রেকর্ড, হেড টু হেড, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ [Argentina vs France live match] সংক্রান্ত তথ্য এই পোস্টে তুলে ধরা হলো। মরক্কোর বিপক্ষে সেমি ফাইনালে ফ্রান্স জিতলে ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে খেলবে ফ্রান্স। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা হবে বাংলাদেশ সময় ১৮ ডিসেম্বর ২০২২ রাতে। উল্লেখ্য, FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সেমিফাইনালের ৪টি দল হচ্ছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও মরক্কো।

Table of Contents

Qatar fifa world cup final 2022 Argentina vs France live score

FIFA world cup 2022 Live Score

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ :২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল খেলা কবে

* মরক্কোর বিপক্ষে সেমি ফাইনালে ফ্রান্স জিতলে ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে খেলবে ফ্রান্স।

  • দল / দেশ : Argentina vs France
  • কখন : Argentina vs France এর খেলা বাংলাদেশ সময় ১৮ ডিসেম্বর ২০২২ রাতে।
  • খেলার মাঠ বা ভ্যেনু : লুসাইল আইকনিক স্টেডিয়াম, কাতার।

ফিফা বিশ্বকাপ ২০২২ : আর্জেন্টিনা vs ফ্রান্স পরিসংখ্যান / হেড টু হেড

আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান / হেড টু হেড / সমীকরণ বা Fact

বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্স এ পর্যন্ত যতবার মুখোমুখি হয়েছিল, সেগুলোর প্রেক্ষিতে এখানে দুই দলের পরিসংখ্যান তুলে ধরা হলো :

আর্জেন্টিনা বনাম ফ্রান্সপরিসংখান
মোট ম্যাচ হয়েছে১২ টি
আর্জেন্টিনা জয়৬ টি
ফ্রান্সের জয়৩ টি
ড্র ম্যাচ৩ টি
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সংখ্যা৮ টি
Independence ম্যাচ১ টি
ফিফা বিশ্বকাপ এর ম্যাচ৩ টি
ফিফা বিশ্বকাপে দেখা৩ বার
বিশ্বকাপে আর্জেন্টিনার জয়২ টি
বিশ্বকাপে ফ্রান্সের জয়১ টি
সর্বশেষ দেখা২০১৮ বিশ্বকাপ
আর্জেন্টিনা vs ফ্রান্স পরিসংখ্যান

ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলার ফলাফল ১৯৩০-২০১৮

আর্জেন্টিনা বনাম ফ্রান্স মুখোমুখি কত বার

তারিখদল/দেশফলাফলবিজয়ীটুর্নামেন্ট
১৫ জুলাই ১৯৩০আর্জেন্টিনা বনাম ফ্রান্স ১ – ০আর্জেন্টিনা Fifa World Cup
৩ জুন ১৯৬৫আর্জেন্টিনা বনাম ফ্রান্স০ – ০ম্যাচ ড্রInternational Friendly
৮ জুন ১৯৭১আর্জেন্টিনা বনাম ফ্রান্স৩ – ৪ফ্রান্সInternational Friendly
১২ জানুয়ারি ১৯৭১আর্জেন্টিনা বনাম ফ্রান্স২ – ০আর্জেন্টিনাInternational Friendly
২৫ জুন ১৯৭২আর্জেন্টিনা বনাম ফ্রান্স০ – ০ম্যাচ ড্রIndependence 
১৮ মে ১৯৭৪আর্জেন্টিনা বনাম ফ্রান্স১ – ০আর্জেন্টিনাInternational Friendly
২৬ জুন ১৯৭৭আর্জেন্টিনা বনাম ফ্রান্স০ – ০ম্যাচ ড্রInternational Friendly
৬ জুন ১৯৭৮আর্জেন্টিনা বনাম ফ্রান্স২ – ১আর্জেন্টিনাFifa World Cup
৬ মার্চ ১৯৮৬আর্জেন্টিনা বনাম ফ্রান্স০ – ২ফ্রান্সInternational Friendly
৭ ফেব্রুয়ারি ২০০৭আর্জেন্টিনা বনাম ফ্রান্স১ – ০আর্জেন্টিনাInternational Friendly
১১ ফেব্রুয়ারি ২০০৯আর্জেন্টিনা বনাম ফ্রান্স২ – ০আর্জেন্টিনাInternational Friendly
৩০ জুন ২০১৮আর্জেন্টিনা বনাম ফ্রান্স৩ – ৪ফ্রান্সFifa World Cup
ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলার ফলাফল ১৯৩০-২০১৮

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াড

আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

  • আর্জেন্টিনা দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : 4-3-2-1
  • আর্জেন্টিনা দলের প্রথম একাদশ :
  • এমি মার্তিনেস
  • নেহুয়েল মলিনা
  • লিসান্দ্রো মার্তিনেস
  • নিকোলাস ওতামেন্দি
  • আকুইনা
  • রদ্রিগো দে পল
  • লিয়ান্দ্রো পারেদেস
  • এনজো ফের্নান্দেস
  • লাউতারো মার্তিনেস
  • লিওনেল মেসি
  • দি মারিয়া।

কাতার বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড

ফ্রান্স জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

ফ্রান্স দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-২-৩-১

  • ফ্রান্সের প্রথম একাদশ :
  • লরিস (গোলরক্ষক)
  • পাভার্ড
  • কোনাতে
  • উপামেকানো
  • লুকাস হার্নান্দেজ
  • চুয়ামিনি
  • রাবিউত
  • দেম্বেলে
  • গ্রিজম্যান
  • এমবাপে
  • জিরুদ

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা

মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।

  • আর্জেন্টিনা বনাম ফ্রান্স খেলায় নি:সন্দেহে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।

FIFA world cup 2022 Argentina vs France Live streaming TV broadcast

  • Btv
  • Gtv
  • T-sports
  • Star Sports 1
  • STAR Sports 3
  • Star Sports 2

বিশ্বকাপের ইতিহাসে সেমি ফাইনালে হারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনা-যুক্তরাষ্ট্র, (উরুগুয়ে বিশ্বকাপ, ১৯৩০)

আশ্চর্য শোনালেও যুক্তরাষ্ট্রকে উরুগুয়ে বিশ্বকাপে অনেকেই ফেবারিট মনে করেছিলেন। শেষ চারের লড়াইয়ে মাঠে নামার আগে তারাই ছিল এগিয়ে। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে যুক্তরাষ্ট্র হারে ৬-১ গোলের বড় ব্যবধানে। আর্জেন্টিনার হয়ে গোল করেন লুইস মন্তি, আলেহান্দ্রো স্কোপেয়ি, গিলের্মো স্তাবিলে ও কার্লোস পেকুসেয়ে।

আর্জেন্টিনা-বেলজিয়াম (মেক্সিকো বিশ্বকাপ, ১৯৮৬)

সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার অনন্য ফুটবল প্রদর্শনীতে ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের ৫২ ও ৬৩ মিনিটে দুটি গোল করেন ম্যারাডোনা। সেবারই বিশ্বকাপ ইতিহাসে সেরা একক পারফরম্যান্স করেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্বকাপ।

আর্জেন্টিনা-ইতালি ( ইতালি বিশ্বকাপ, ১৯৯০)

ইতালির বিপক্ষে সেমিফাইনালে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। তবে ট্রাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক গয়কোচিয়ার বীরত্বে ৪-৩ গোলের জয় পায় তারা। যদিও ’৯০ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে তাদের হারতে হয় ১-০ গোলে।


আর্জেন্টিনা-নেদারল্যান্ডস (ব্রাজিল বিশ্বকাপ, ২০১৪)

নেদারল্যান্ডসের সঙ্গে সেমিফাইনালটা ১২০ মিনিটেও ছিল গোলশূন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি। তবে গোলরক্ষক সের্হিও রোমেরো সেদিন গয়কোচিয়া হয়ে উঠেছিলেন। দারুণ সব সেভের পর টাইব্রেকারে ঠেকিয়ে দেন দু-দুটি শট। তাতেই খোলে ফাইনালের দরজা। ১৯৯০ বিশ্বকাপের মতো সেবারও শিরোপা হাতছাড়া হয় জার্মানির কাছে হেরে।

Argentina vs France world cup LIVE STREAMING

Argentina vs France LIVE STREAMING Link : https://toffeelive.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *