Admission War

DU 7 college admission question solution 2023 [Arts & social science]

Dhaka’s 7 college admission question solution 2023 (Arts and social science) has given here. This 2022-2023 session’s honours admission test exam was held on 16th June 2023 under Dhaka university, Bangladesh. There are 37 thousand and 282 students was attended in this exam.

The admission test for the first year Arts and Social Science unit of the Government Seven Colleges for the academic year 2022-2023 was held on 16th June 2023 (Friday) at 11 AM. The one-hour exam ended at 12 noon. 37 thousand 282 students have applied to participate in the admission test in this university. The centers are - Dhaka College, Eden Women's College, Government Titumir College, Government Shaheed Suhrawardy College, Kabi Nazrul Government College, Begum Badrunnesa Government Women's College, Government Bangla College, Lalmatia Government Women's College, Government College of Applied Human Sciences (formerly Home Economics College ), Azimpur Government Girls School and College, Sheikh Borhan Uddin Post Graduate College, Engineering University School and College, Udayan High School and Neelkhet High School.

৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ – কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট (7 College admission test question solution 2023) এখানে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১৬ জুন ২০২৩ (শুক্রবার) বেলা ১১টায়। এক ঘণ্টার এ পরীক্ষা শেষ হয়েছে দুপুর ১২টায়। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৩৭ হাজার ২৮২ জন শিক্ষার্থী।

পরীক্ষার্থীরা রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক হোম ইকনোমিক্স কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয় এবং নীলক্ষেত উচ্চ বিদ্যালয়।

7 college admission test dates 2023

অধিভুক্ত সাত কলেজের স্নাতক ভর্তি পরীক্ষা ইউনিটভেদে শুরু হবে ১৬ জুন থেকে, শেষ হবে ২৪ জুন ২০২৩।

UnitAdmission test date
বিজ্ঞান ইউনিট১৭ জুন ২০২৩ (সকাল ১১ টা থেকে ১২ টা)
ব্যবসায় শিক্ষা ইউনিট২৪ জুন ২০২৩ (সকাল ১১ টা থেকে ১২ টা)
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট১৬ জুন ২০২৩ (সকাল ১১ টা থেকে ১২ টা)
৭ কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩

পরীক্ষা শুরুর পর সার্বিক অবস্থা পরিদর্শন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে ঢাকা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷ এছাড়া পরীক্ষার্থীরা যেন ঘড়ি, ব্যাগ, মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ঢাবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ৭ কলেজের ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবছর আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার ২৯টি। এরমধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে মানবিক শাখার ছাত্রছাত্রীরা নিম্নলিখিত ২০টি বিভাগে ভর্তির জন্য আবেদন করে পরীক্ষা দিতে পারবেন এবং যোগ্যতা থাকা সাপেক্ষে নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তি হতে পারবেন।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো হলো- বাংলা, দর্শন, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, ইতিহাস এবং ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম।

7 college admission question solution 2023 [Arts & social science]

৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ - কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট - College admission test question solution 2023 arts (1)
৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ – কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট – College admission test question solution 2023 arts (1)
৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ - কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট - College admission test question solution 2023 arts (2)
৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ – কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট – College admission test question solution 2023 arts (2)
৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ - কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট - College admission test question solution 2023 arts (3)
৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ – কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট – College admission test question solution 2023 arts (3)

Seven colleges exam duration and marks

পরীক্ষার সময় ১ ঘন্টা
পরীক্ষার পদ্ধতিMCQ
লিখিত পরীক্ষা ১০০ নম্বর
জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি)২০ নম্বর
মাধ্যমবাংলা ও ইংরেজী উভয়ই
পাশ নম্বর৪০ ( আলাদাভাবে পাশ করতে হবে না )
 নেগেটিভ মার্কিংনেই
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে ঢাবি  এলাকায় ।
সাত কলেজ ভর্তি পরীক্ষার সময় ও নম্বর বণ্টন ২০২৩=

7 College admission test subject and mark distributions

ভর্তি পরীক্ষার জন্য ১ ঘন্টা সময় বরাদ্দ থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১।

ব্যবসায় শিক্ষা / বানিজ্য
বাংলা (আবশ্যক) ২০
ইংরেজি (আবশ্যক)২০
হিসাববিজ্ঞান (আবশ্যক)২০
ব্যবসায় শিক্ষা (আবশ্যক)২০
মাকেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (যে কোন একটি))২০
মোট১০০
মানবিক
বাংলা২৫
ইংরেজি২৫
সাধারণ জ্ঞান*৫০
*সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি,ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে।
বিজ্ঞান বিভাগ 
যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীবজ্ঞিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে কোনাে প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনাে একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে । প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ২৫।
ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মানবন্টন ২০২৩

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *