Bangladesh police sergeant job circular 2022 has been published on 23th November 2022. Application should submit in online (http://police.teletalk.com.bd) and last date of application is on 22th December 2022.
বাংলাদেশ পুলিশ সাজেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [Bangladesh police sergeant job circular 2022] প্রকাশিত হয়েছে। ২৩ নভেম্বর ২০২২ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পুলিশের সার্জেন্ট পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। ন্যূনতম শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ ডিসেম্বর ২০২২।
Bangladesh police job 2022
নিয়োগ কর্তৃপক্ষ : | বাংলাদেশ পুলিশ |
পদের নাম : | সার্জেন্ট (Sergeant) |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
পদ সংখ্যা : | অনির্ধারিত |
আবেদনের মাধ্যম : | অনলাইন |
আবেদন শুরু : | ২৫ নভেম্বর ২০২২ |
আবেদনের শেষ তারিখ : | ২২ ডিসেম্বর ২০২২ |
অফিশিয়াল ওয়েবসাইট : | https://www.police.gov.bd |
Sergeant salary and grade
- মাসিক বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০ টাকা
- গ্রেড : ১০
Sergeant application recruitments
- শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম স্নাতক ডিগ্রি
- অন্যান্য যোগ্যতা : প্রার্থীকে মোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে। কম্পিউটার এর দক্ষতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
Physical abilities or recruitments
- উচ্চতা : পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৮ ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
- বুকের মাপ : পুরুষের ক্ষেত্র ৩২ ইঞ্চি নারীর ক্ষেত্রে নির্ধারিত নয়।
Age of candidates
আবেদনকারী প্রার্থীর বয়স ২২ ডিসেম্বর ২০২২ তারিখে ১৯-২৭ এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া যাদের বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে ২৭ বছর হয়েছে তারাও এই নিয়ে বিজ্ঞতিতে আবেদন করতে পারবেন।
Application fee
- শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য আবেদন ফি বাবদ প্রার্থীকে ৪০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে প্রদান করতে হবে।
- লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি বাবদ প্রার্থীকে ৫৫০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে প্রদান করতে হবে।
Application date
অনলাইনে আবেদন শুরু হবে ২৫ নভেম্বর ২০২২ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ও সময় ২২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ১২টা।
How to application
প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রার্থীকে http://police.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে। এই সাইটের আবেদনের সময় দরকারি নির্দেশনা দেখে নিন। আবেদন করতে হবে ২৫ নভেম্বর ২০২২ তারিখ সকাল ১০টা থেকে ২২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ১২টার মধ্যে।
বাছাই প্রক্রিয়া / নিয়োগ পরীক্ষার ধাপ
বাছাই প্রক্রিয়া বা নিয়োগ পরীক্ষা হবে একাধিক ধাপে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা
১. লিখিত পরীক্ষার বিষয়
- বাংলা এবং ইংরেজি রচনা ও কম্পোজিশন (১০০ নম্বর সময় ৩ ঘন্টা)।
- সাধারণ জ্ঞান ও গণিত (১০০ নম্বর সময় ৩ ঘন্টা)।
- মনস্তত্ত্ব (৫০ নম্বর সময় ১ ঘন্টা)।
- ২। কম্পিউটার দক্ষতা পরীক্ষা
- ৩। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা
- ৪। স্বাস্থ্য পরীক্ষা
এছাড়াও আরো অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ
সার্জেন হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের অংশগ্রহণ করতে হবে।
Bangladesh police sergeant job circular 2022 / বাংলাদেশ পুলিশ সাজেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Police sergeant job circular 2022 pdf
Bangladesh Police sergeant job circular 2022 pdf download link : https://www.police.gov.bd/storage/upload/announcement/M2tsXIqSEk8Yg8N2TLSxSRXmr0puyUBpbuHvJ8JX.pdf
Police sergeant job 2022 circular (HD format)
Police sergeant job circular 2022 [HD / high resolution image format / clear view] download link : https://edudaily24.files.wordpress.com/2022/11/police-sergent-job-circular-2022-hd.jpg