Community clinic result 2022 of CHCP (community health care provider post) published on https://dghs.gov.bd website. This post’s exam was held on 11th November 2022. Passed candidates’ viva exam date and schedule also announced.
কমিউনিটি ক্লিনিক পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশিত হয়েছে। ৭৯৮টি পদে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল বিভাগ (চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা) অনুযায়ী পৃথকভাবে তালিকা করে প্রকাশ করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসি)। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১১ নভেম্বর ২০২২ তারিখে। ফলাফল প্রকাশিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (https://dghs.gov.bd)।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ ২০২২
কর্তৃপক্ষ : | কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসি) |
পদের নাম : | কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) |
পদের সংখ্যা : | ৭৯৮টি |
নিয়োগ পরীক্ষার তারিখ : | ১১-১১-২০২২ |
নিয়োগ পরীক্ষার ফলাফল : | ১২ নভেম্বর ২০২২ |
কেন্দ্র : | ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগ |
ওয়েবসাইট : | http://www.communityclinic.gov.bd |
কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ পরীক্ষার ফলাফল যেভাবে
লিখিত পরীক্ষার ফলাফল কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)-এর ওয়েবসাইট www.communitvclinic.gov.bd এ প্রবেশ করে CHCP Recruitment লিংকে ক্লিক করে CHCP Result পাওয়া যাবে অথবা, এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এ থেকে রেজাল্ট পাওয়া যাবে। রোল নাম্বার অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক উত্তীর্ণ প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানানো হবে এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা , চট্রগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগ এর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
Community clinic result 2022 of CHCP [dghs.gov.bd]
কমিউনিটি ক্লিনিক পরীক্ষার ফলাফল ২০২২ (চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা)
৪র্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসুচি (HPNSP)-এর আওতাধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের আওতায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে জনবল নিয়োগের জন্য ১১ নভেম্বর ২০২২ তারিখে চট্রগ্রাম মহানগরে অনুষ্ঠিত চট্রগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল-এর pdf কপি নিচে দেয়া হলো :
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ পরীক্ষা ২০২২
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে নিয়োগের লিখিত পরীক্ষা হবে mcq পদ্ধতিতে।
কমিউনিটি বেইসড হেলথ কেয়ারের দেওয়া পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এক কোটেশন বিজ্ঞপ্তিতে পরীক্ষার এই তারিখের কথা বলা হয়েছে।
- এমসিকিউ পরীক্ষা হবে OMR sheet-এ।
- ১১ নভেম্বর ২০২২ তারিখে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে জনবল নিয়োগের জন্য গত এপ্রিল মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আবেদনের শেষ সময় ছিল ৯ মে ২০২২ তারিখ। আবেদনের ন্যূনতম যোগ্যতা ছিল এইচএসসি পাস।
- উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির অধীন এই প্রকল্প পরিচালিত হচ্ছে।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পরীক্ষার তারিখ ২০২২ (নোটিশ)
- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পরীক্ষার তারিখ ২০২২ (Community health care provider exam date 2022 pdf) সংক্রান্ত নোটিশটি পাওয়া যাবে এই লিংকে : http://www.communityclinic.gov.bd/admin/content_uploads/1667118202.pdf
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এর বেতন কত
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের কর্মীদের বেতন ১৪তম গ্রেডে নির্ধারিত। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৪ তম গ্রেডের বেসিক ধরা হচ্ছে ১০,২০০ টাকা। এই বেতন গ্রেডে প্রত্যেক বছর ৫% হারে ইনক্রিমেন্ট বৃদ্ধি পায়। ইনক্রিমেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বোনাসও বেসিকের সমান পাওয়া যাবে। চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ও অন্যান্য ভাতাসহ ১৪তম গ্রেডের প্রাথমিক বা প্রথম মাসের বেতন সর্বসাকুল্যে হবে ১৮,৩০০ টাকা (সম্ভাব্য)।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এর কাজ কি
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা সাধারণত ঠাণ্ডা, জ্বর, গ্যাস্ট্রিক, ডায়রিয়ার মত সাধারণ অসুখের জন্য ওষুধ দিয়ে থাকেন বলে জানালেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার রানী। “ওষুধ দেওয়ার পাশাপাশি এরা কাটা-ছেঁড়া কিংবা কোথাও ভেঙে গেলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এর বেতন কত?
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে ১৪তম গ্রেডে বেসিক ১০,২০০ টাকা, সর্বসাকুল্যে ১৮,৩০০ টাকা (সম্ভাব্য)।
কমিউনিটি ক্লিনিক কি কি সেবা প্রদান করে?
কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনা মূল্যে প্রায় ৩২ ধরনের ওষুধের পাশাপাশি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে সার্বিক প্রজনন স্বাস্থ্য পরিচর্যার আওতায় অন্তঃসত্ত্বা মহিলাদের প্রসবপূর্ব (প্রতিরোধ টিকা দানসহ), প্রসবকালীন এবং প্রসবোত্তর সেবা।