CUET KUET RUET admission circular 2023 [date, seat, syllabus] has been published. Application dates are between 10th May 2023 9 AM to 22nd May 2023 11.59 PM. Application link : https://admissionckruet.ac.bd
চুয়েট কুয়েট রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ [আবেদনের তারিখ, যোগ্যতা, মানবণ্টন] প্রকাশিত হয়েছে। এই ৩টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩২৩১টি। আবেদন ফি ১২০০ থেকে ১৩০০ টাকা। আবেদনের তারিখ ১০ মে ২০২৩ বুধবার সকাল ৯টা থেকে ২২ মে ২০২৩ তারিখ সোমবার রাত ১১.৫৯টা পর্যন্ত।
চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ২০২৩
বিশ্ববিদ্যালয় | আসন সংখ্যা+সংরক্ষিত | মোট আসন |
চুয়েট | ৯২০+১১ | ৯৩১ |
রুয়েট | ১০৬০-+৫ | ১০৬৫ |
কুয়েট | ১২৩০+৫ | ১২৩৫ |
মোট = | ৩২৩১ |
চুয়েট কুয়েট রুয়েট ভর্তির যোগ্যতা ২০২৩
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
- প্রার্থীদের অবশ্যই ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সেপ্টেম্বর ২০২০ এবং আগস্ট ২০২১ তারিখের মধ্যে একটি GCE “A” স্তরের শংসাপত্র পেতে হবে।
- বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড / কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা শিক্ষার্থীদের ২০১৮ বা ২০১৯ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 থাকতে হবে বা কমপক্ষে একটি সমমানের গ্রেডে উত্তীর্ণ হতে হবে। সমমানের পরীক্ষা।
- বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা গণিত, পদার্থবিদ্যা, প্রতিটি বিষয়ে আলাদা আলাদা গ্রেড পয়েন্ট ৫.০০ পেতে হবে। রসায়ন ইংরেজি অর্থাৎ মোট গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি বিষয়। গ্রেড পয়েন্ট ২০.০০ হতে হবে। বিদেশী শিক্ষা বোর্ড থেকে ইংরেজি ভার্সন/সমমান পরীক্ষায় উল্লিখিত বিষয়গুলোর অন্তত সমমানের পেতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।
- প্রার্থী যদি GCE ‘O’ এবং GCE ‘A’ লেভেলে উত্তীর্ণ হন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য, তাকে GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজিতে আলাদাভাবে A গ্রেড পেতে হবে। . জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে আলাদাভাবে ‘এ’ গ্রেড পেতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে ‘বি’ গ্রেট পেতে হবে।
- বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম ১২ (দ্বাদশ শ্রেণি পাস) শিক্ষাবর্ষের অধ্যয়নের সময়সীমার মধ্যে প্রার্থীদের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি বিষয়ের প্রতিটিতে কমপক্ষে ৬০ শতাংশ বা সমমানের গ্রেড পেতে হবে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রার্থীদের কমপক্ষে ৭০ শতাংশ বা সমমানের পেতে হবে।
ভর্তি আবেদন ফি
ক-গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) – ১২০০ টাকা।
খ-গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) – ১৩০০ টাকা
CUET KUET RUET admission date, exam schedule and result date 2023
Title | Date |
---|---|
Application submission starting date and time | 10 May 2023, 9:00 AM |
Application submission closing date and time | 22 May 2023, 11:59 PM |
Application fee payment closing date and time | 23 May 2023, 11:59 PM |
Publication of List of Candidates Eligible for Admission Test | 3 June 2023 |
Admission Test | 17 June 2023, Saturday KA: 10:00 AM to 12:30 PM KHA: 10:00 AM to 01:45 PM |
Admission Test Result Publication | 8 July 2023, Saturday |