DGFOOD question solution 2021


Edu Daily 24 প্রকাশ: নভেম্বর ২০, ২০২১, ১২:১০ অপরাহ্ন / আপডেট: অগাস্ট ৩, ২০২৪, ২:৩৯ পূর্বাহ্ন / ২২
DGFOOD question solution 2021

DGFOOD question solution 2021 has given there. This exam was held on 19th November 2021, 10 AM. In this MCQ exam, total 4,11,896 candidates was attended.

Table of Contents

dgfood exam question solution 2021

Question-solving is very important for DGFOOD candidates. Huge candidates are eagerly waiting for the right solution for the MCQ exam. The salary grade for the different posts of Directorate General of Food is 11. Here check some key information for the DGFOOD job.

  • Post : Food Sub Inspector
  • Exam Date : 19 November 2021
  • Exam Time : 10 AM-11.30AM
  • Authority : DGFOOD
  • Exam Type: MCQ
  • Total marks : 100 (90 minutes)

DGFood Sub Inspector Exam Question Solution 2021

Authority :Directorate General of Food (Dgfood)
Post :Sub Inspector of Food
Total posts :250
Total candidates :4,11,896
Exam taker :BUET [Institute of Information and Communication Technology (IICT)]

Directorate General of Food Sub Inspector Exam Question Solution 2021 from below:

১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তরঃ ৮ টি
২। “অসমাপ্ত আত্মজীবনী”তে উল্লেখিত আন্দামান বলতে কী বুঝায়? উত্তরঃ ইংরেজ আমলের জেলখানা
৩। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? উত্তরঃ দিকদর্শন

৪। “নীল অপরাজিতা”- উপন্যাসটির রচয়িতা কে? উত্তরঃ হুমায়ন আহমেদ
৫। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো? উত্তরঃ অন্ত্যমিল নেই
৬। My teacher embodies all the good qualities-(Make it passive) উত্তরঃ All the good qualities are embodied in my teacher.
৭। “ব্রজবুলি” বলতে কী বোঝানো হয়? উত্তরঃ একরকম কৃত্রিম কবিভাষা
৮। cos (1200) এর মান কত? উত্তরঃ -1/2

৯। “Hold Water” means উত্তরঃ bear examination
১০। বাংলা ভাষার খাঁটি উপসর্গ কোনটি? উত্তরঃ ২১
১১। “নীহারিকা দেবী” ছদ্মনামে কে লিখতেন? উত্তরঃ অচিন্ত্যকুমার সেনগুপ্ত
১২। “মজলিশ” কোন দেশের আইন সভার নাম? উত্তরঃ ইরান

১৩। Identify the incorrect on the following. উত্তরঃ I am usually feeling tired after lunch.
১৪। শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? উত্তরঃ ১০%
১৫। The phrase “Achilles heel” means : উত্তরঃ weak point
১৬। নিত্য মূর্ধন্য – ষ কোন শব্দের বর্তমান? উত্তরঃ আষাঢ়

১৭। Which is an example of verbal noun? উত্তরঃ The writing of a good letter is difficult.
১৮। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি? উত্তর: গণভবন
১৯। ৫ টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো । কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে? উত্তরঃ ৫ মিনিট
২০। কোনটি সঠিক বানান? উত্তর: নিশীথিনী

২১। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? উত্তর: প্রমথ চৌধুরী
২২। What is a “Sonnet”? উত্তর: a poem of fourteen lines
২৩। This is _ useful book for research. উত্তর: a
২৪। FTP stands for? উত্তর: File Transfer Protocol
২৫। “প্রাণভয়” কোন সমাস? উত্তর: মধ্যপদলোপী কর্মধারয় সমাস

২৬। “Charity begins at home”-উক্তিটির অর্থ কী? উত্তর: আপন ঘর প্রিয় ঘর (আগে ঘর তারপর পর)
২৭। He said to me, “Why have you beaten my dog?”- (make it indirect) উত্তর: He demanded of me why I had beaten his dog
২৮। A serious play with a sad ending is called a __ উত্তর: Tragedy
২৯। “তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো”- উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া? উত্তর: কারাগারের রোজনামচা

৩০। I am looking forward to _ you. উত্তর: seeing
৩১। বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? উত্তর: উপভোগ
৩২। “To read between the lines” means- উত্তর: to read carefully to find out hidden meaning
৩৩।কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়? উত্তর: NATO
৩৪। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারের শীর্ষ দেশ কোনটি? উত্তর: মালদ্বীপ

৩৫। “চাচা কাহিনী” এর লেখক কে? উত্তর: সৈয়দ মুজতবা আলী
৩৬।Who wrote the short story, “The Gift of the Magi”? উত্তর: O’ Henry
৩৭। যুক্তরাজ্যের রাজা বা রাণী অন্য কোন দেশের রাষ্ট্র প্রধান? উত্তর: অস্ট্রেলিয়া
৩৬।Who wrote the short story, “The Gift of the Magi”? উত্তর: O’ Henry
৩৭। যুক্তরাজ্যের রাজা বা রাণী অন্য কোন দেশের রাষ্ট্র প্রধান? উত্তর: অস্ট্রেলিয়া
৩৮।একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ : ১ হবে। উত্তর: ৪ গ্রাম

৩৯। Bandwith কী? উত্তর: Bit per second
৪০। “জল” শব্দের সমার্থক নয় কোনটি? উত্তর: জলধি
৪১। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? উত্তর: দ্বাদশ
৪২। “The Protagonist” means? উত্তর: The Central figure of a drama
৪৩। নীচের কোন ভগ্নাংশটি ⅔ থেকে ছোট? উত্তর: 3/5

৪৪। “killing the bird, the old man brought bad luck to the crew” is a- উত্তর: Simple Sentence
৪৫। কোনো সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল হয় ৭০। তবে সংখ্যাটি কত? উত্তর: ২০০
৪৬। ২,৩, ৫, ৯, ১৭ এর পরবর্তী সংখ্যা কত? উত্তর: ৩৩
৪৭। কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে? উত্তর: ৬৭,২৪,০০০ জন

৪৮। “একাডেমি অব সায়ে;ন্স” – কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? উত্তর: রাশিয়া
৪৯। Mathematics (to be) my favourite subject? উত্তর: is
৫০। What is the meaning of “Dead letter”? উত্তর: not in force
৫১। Synonym of “Camouflage” is __ উত্তর: disguise
৫২। কোন বাক্যটি শুদ্ধ? উত্তর: তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম

৫৩। কবি জীবনানন্দ দাশ জন্ম গ্রহণ করেন কোথায়? উত্তরঃ বরিশালে
৫৪। “Ab initio” এর বাংলা পরিভাষা কী? উত্তরঃ প্রারম্ভেই
৫৫। “নিষ্কার” এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ নিঃ + কর
৫৬। “Needle : Thread” Find out the correct analogy. উত্তরঃ Leader : Follow

৫৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? উত্তরঃ ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
৫৮। x+1x=2 হলে, (x-1x)2 এর মান কত? উত্তরঃ ০
৫৯। I can’t help— উত্তরঃ Smoking
৬০। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যাক্তি কে? উত্তরঃ রাষ্ট্রপতি

৬১। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত? উত্তরঃ 80 Metre
৬২। What is the meaning of the word “belated”? উত্তরঃ tardy
৬৩। “ধৃষ্ট” এর বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ বিনয়ী
৬৪। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা’- এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি? উত্তরঃ কর্মে শুন্য

৬৫। am.an=a(m+n) কখন হবে? উত্তরঃ m ও n ধনাত্মক হলে
৬৬। ২০২১ অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়? উত্তরঃ ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা
৬৭। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ বুমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? উত্তরঃ ১০ সেন্টিমিটার
৬৮। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে? উত্তরঃ আয়তক্ষেত্র

৬৯। x+y,x-y,x2-y2 এর গ.সা.গু কত? উত্তরঃ 1
৭০। “ক” প্রথমে তিন মাইল উত্তরে, পরে ৯ মাইল পূর্বে তারপর আবার ৯ মাইল উত্তরে যায়। শুরুর স্থান হতে তার দূরত্ব কত মাইল? উত্তরঃ ১৫ মাইল
৭১। What is the antonym of “Egalitarian”? উত্তরঃ Elitist
৭২। ১৮ ফিট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে ৩০ ডিগ্রি কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল? উত্তরঃ ৬ ফিট

৭৩। “যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল” তাকে এক কথায় কী বলে? উত্তরঃ অন্যপূর্বা
৭৪। “যিনি উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন” কোন ধরনের বাক্য? উত্তরঃ মিশ্র
৭৫। একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে এর গভীরতা কত? উত্তরঃ ২.৫ মিটার
৭৬। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত? উত্তরঃ ২২, ২৩

৭৭। “ফেয়ার ফ্যাক্স” কী? উত্তরঃ গোয়েন্দা সংস্থা
৭৮। “A little learning is a dangerous thing” is a quotation from- উত্তরঃ Alexander Pope
৭৯। আমার ক্ষুধা নেই – Translate into english উত্তরঃ I have no appetite
৮০। ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল কত? উত্তরঃ 360 Degree

৮১। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? উত্তরঃ প্যালেস্টাইন
৮২। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? উত্তরঃ সংস্কৃত
৮৩। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযু্ক্ত করেছে কোনটি? উত্তরঃ সুন্দা
৮৪। নীচের কোনটি অশুদ্ধ? উত্তরঃ দোষী – নির্দোষী
৮৫। “ঢেউ” এর প্রতিশব্দ কোনটি? উত্তরঃ বীচি

৮৬। “Corrigendum” শব্দের বাংলা পরিভাষা কী? উত্তরঃ শুদ্ধিপত্র
৮৭। নীচের কোন শব্দের ণ-ত্ব বিধান অনুসারে “ন” এর ব্যবহার হয়েছে? উত্তরঃ ব্যাকরণ
৮৮। “সব কটা জানালা খুলে দাও না” গানটির সুরকার কে? উত্তর: সঠিক উত্তর নাই (সঠিক আহমেদ ইমতিয়াজ বুলবুল)

৮৯। Bangladesh and France have signed a letter of intent — defence cooperation. উত্তরঃ on
৯০। ASEAN এস সদস্য নয় কোন দেশটি? উত্তরঃ ক্রোয়েশিয়া
৯১। “নিষ্কার” এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ নিঃ + কর

৯২। ১৯৭০ সালে নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? উত্তরঃ ২৮৮
৯৩। Runa wants to go home and —- উত্তরঃ So do we
৯৪। If were you, I —- for the just cause. Choose the correct verbs: উত্তরঃ Would Fight
৯৫। কোন সমান্তর ধারার p তম পদ q তম পদ p হলে (p+q) তম পদ কত? উত্তরঃ 0

৯৬। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়? উত্তর: ১২ মে ২০১৮
৯৭। An intrapersonal conflict is a conflict– উত্তরঃ Within an individual
৯৮। Trees are considered one of our best friends (Make it active) উত্তরঃ Trees are our best friend.
৯৯। “খণ্ড প্রলয়” বাগধারাটির অর্থ কী? উত্তরঃ ভীষণ গন্ডগোল
১০০। “Blue Economy” কোন বিষয়ের সাথে সম্পর্কিত? উত্তর: সমুদ্র অর্থনীতি

dgfood sub inspector of Food exam mcq question solution 2021

খাদ্য অধিদপ্তর নিয়োগ ২০২১ প্রশ্ন
খাদ্য অধিদপ্তর নিয়োগ ২০২১ প্রশ্ন

>> dgfood sub inspector of Food exam mcq question solution 2021 PDF download link (Full question with answers / 6 pages) : https://en.edudaily24.com/wp-content/uploads/dgfood-mcq-question-solution-2021-si-food-1.pdf

To get update, please like our FACEBOOK PAGE : facebook.com/EduDailyOfficial &
SUBSCRIBE our YouTube channel :  youtube.com/edudaily24 

Rate this post