![DGHS pharmacist job circular 2022 [dghsp.teletalk.com.bd] 1 Edu Daily 24 Image](https://i0.wp.com/en.edudaily24.com/wp-content/uploads/2024/10/edu-daily-24-image.jpg?resize=780%2C470&ssl=1)
DGHS pharmacist job circular 2022 published on Directorate General of Health Services’ website https://dghs.gov.bd . DGHS will recruits 627 persons as pharmacist (diploma) post. Application process has been started on http://dghsp.teletalk.com.bd from 17th November 2022. Last date of application is on 16th December 2022 5 PM.
স্বাস্থ্য অধিদপ্তর ফার্মাসিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদে মোট ৬২৭ জন নিয়োগ দেয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে (http://dghsp.teletalk.com.bd) ১৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে।
DGHS pharmacist vacancy 2022
নিয়োগদাতা প্রতিষ্ঠান : | স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) |
পদের নাম : | ফার্মাসিস্ট (ডিপ্লোমা) |
মোট পদ : | ৬২৭টি পদ |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
আবেদনের সময়সীমা : | ১৭-১১-২০২২ থেকে ১৬-১২-২০২২ |
আবেদন ফি : | ৩৩৪ টাকা |
আবেদনের ওয়েবসাইট : | http://dghsp.teletalk.com.bd |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- (ক) কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং
- (খ) বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং
- (গ) তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
প্রার্থীর বয়স
সাধারণ প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান অথবা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা ও সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের লিংক
অনলাইনে আবেদন করতে হবে http://dghsp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে ১৬ ডিসেম্বর ২০২২ বিকাল ৫টার মধ্যে।
DGHS pharmacist job circular 2022
![DGHS pharmacist job circular 2022 [dghsp.teletalk.com.bd] 2 স্বাস্থ্য অধিদপ্তর ফার্মাসিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ৬২৭ পদে চাকরি - DGHS pharmacist job circular 2022 https://dghs.gov.bd http://dghsp.teletalk.com.bd](https://edudaily24.files.wordpress.com/2022/11/dghsp-jobs-2022-nov-1.jpg?w=708)
![DGHS pharmacist job circular 2022 [dghsp.teletalk.com.bd] 3 dghsp jobs 2022 nov 2](https://edudaily24.files.wordpress.com/2022/11/dghsp-jobs-2022-nov-2.jpg?w=708)
DGHS pharmacist job circular 2022 pdf
DGHS pharmacist job circular 2022 pdf download link : https://dghs.gov.bd/sites/default/files/files/dghs.portal.gov.bd/notices/2a1041fa_d881_4e4e_b934_9fe4850d03bb/2022-11-16-04-53-76d3b710c745200ed8bfe91ecc469f38.pdf
ফার্মাসিস্ট পদের বেতন কত
ডিপ্লোমা ফার্মাসিস্টদের মাসিক বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
ফার্মাসিস্টের ক্যারিয়ার কেমন?
- কাজের প্রচুর সুযোগ থাকায় এন্ট্রি লেভেলের পোস্টে সাধারণত বিশ্ববিদ্যালয় পাশ স্নাতকদেরকে নেয়া হয়। অনেকে কিছুদিন কোন ঔষধ কোম্পানিতে শিক্ষানবিশের কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
- শুরুতে একজন ফার্মাসিস্ট কোয়ালিটি কন্ট্রোলার কিংবা মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করলেও দক্ষতা আর নেতৃত্বের গুণ থাকলে ঔষধ কোম্পানির বড় পদে উন্নীত হবার সম্ভাবনা থাকে।
- ঔষধ নিয়ে বিস্তর জ্ঞান থাকায় একজন ফার্মাসিস্ট ড্রাগ কনসালট্যান্ট হিসাবে কাজ করতে পারেন। এছাড়া ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে গেলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে গবেষণা করারও সুযোগ রয়েছে।
- সরকারি পর্যায়ে একজন ফার্মাসিস্ট যোগ্যতার ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে কাজ পেতেন পারেন। ধীরে ধীরে পদোন্নতি পেয়ে সরকারের বড় পর্যায়ে যাবার সুযোগ রয়েছে।
ফার্মাসিস্ট পদের কাজ কী?
- ঔষধ গবেষণা
- ঔষধ উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়ার পরিকল্পনা তৈরি করা
- ঔষধের মান পরীক্ষা করা ও উন্নয়ন ঘটানো
- আইন ও নিয়ম মোতাবেক ঔষধ তৈরি করা হচ্ছে কি না, সে ব্যাপারে নজর রাখা
- ঔষধের বিপণনে মার্কেটিং দলকে সাহায্য করা
- ঔষধের সঠিক ব্যবহার নিশ্চিত করা
স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮
স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ pdf download link : https://hsd.gov.bd/sites/default/files/files/hsd.portal.gov.bd/notices/d00d45f6_0f68_4d05_b7d1_ff9dec6f9cf4/%E0%A6%97%E0%A7%87%E0%A6%9C%E0%A6%9F%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AE.pdf
অথবা, https://www.dpp.gov.bd/upload_file/gazettes/25198_40905.pdf
ফার্মাসিস্ট পদে আবেদনের যোগ্যতা কি?
কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।