DGHS pharmacist job circular 2022 published on Directorate General of Health Services’ website https://dghs.gov.bd . DGHS will recruits 627 persons as pharmacist (diploma) post. Application process has been started on http://dghsp.teletalk.com.bd from 17th November 2022. Last date of application is on 16th December 2022 5 PM.
স্বাস্থ্য অধিদপ্তর ফার্মাসিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদে মোট ৬২৭ জন নিয়োগ দেয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে (http://dghsp.teletalk.com.bd) ১৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে।
DGHS pharmacist vacancy 2022
নিয়োগদাতা প্রতিষ্ঠান : | স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) |
পদের নাম : | ফার্মাসিস্ট (ডিপ্লোমা) |
মোট পদ : | ৬২৭টি পদ |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
আবেদনের সময়সীমা : | ১৭-১১-২০২২ থেকে ১৬-১২-২০২২ |
আবেদন ফি : | ৩৩৪ টাকা |
আবেদনের ওয়েবসাইট : | http://dghsp.teletalk.com.bd |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- (ক) কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং
- (খ) বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং
- (গ) তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
প্রার্থীর বয়স
সাধারণ প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান অথবা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা ও সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের লিংক
অনলাইনে আবেদন করতে হবে http://dghsp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে ১৬ ডিসেম্বর ২০২২ বিকাল ৫টার মধ্যে।
DGHS pharmacist job circular 2022
DGHS pharmacist job circular 2022 pdf
DGHS pharmacist job circular 2022 pdf download link : https://dghs.gov.bd/sites/default/files/files/dghs.portal.gov.bd/notices/2a1041fa_d881_4e4e_b934_9fe4850d03bb/2022-11-16-04-53-76d3b710c745200ed8bfe91ecc469f38.pdf
ফার্মাসিস্ট পদের বেতন কত
ডিপ্লোমা ফার্মাসিস্টদের মাসিক বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
ফার্মাসিস্টের ক্যারিয়ার কেমন?
- কাজের প্রচুর সুযোগ থাকায় এন্ট্রি লেভেলের পোস্টে সাধারণত বিশ্ববিদ্যালয় পাশ স্নাতকদেরকে নেয়া হয়। অনেকে কিছুদিন কোন ঔষধ কোম্পানিতে শিক্ষানবিশের কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
- শুরুতে একজন ফার্মাসিস্ট কোয়ালিটি কন্ট্রোলার কিংবা মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করলেও দক্ষতা আর নেতৃত্বের গুণ থাকলে ঔষধ কোম্পানির বড় পদে উন্নীত হবার সম্ভাবনা থাকে।
- ঔষধ নিয়ে বিস্তর জ্ঞান থাকায় একজন ফার্মাসিস্ট ড্রাগ কনসালট্যান্ট হিসাবে কাজ করতে পারেন। এছাড়া ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে গেলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে গবেষণা করারও সুযোগ রয়েছে।
- সরকারি পর্যায়ে একজন ফার্মাসিস্ট যোগ্যতার ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে কাজ পেতেন পারেন। ধীরে ধীরে পদোন্নতি পেয়ে সরকারের বড় পর্যায়ে যাবার সুযোগ রয়েছে।
ফার্মাসিস্ট পদের কাজ কী?
- ঔষধ গবেষণা
- ঔষধ উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়ার পরিকল্পনা তৈরি করা
- ঔষধের মান পরীক্ষা করা ও উন্নয়ন ঘটানো
- আইন ও নিয়ম মোতাবেক ঔষধ তৈরি করা হচ্ছে কি না, সে ব্যাপারে নজর রাখা
- ঔষধের বিপণনে মার্কেটিং দলকে সাহায্য করা
- ঔষধের সঠিক ব্যবহার নিশ্চিত করা
স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮
স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ pdf download link : https://hsd.gov.bd/sites/default/files/files/hsd.portal.gov.bd/notices/d00d45f6_0f68_4d05_b7d1_ff9dec6f9cf4/%E0%A6%97%E0%A7%87%E0%A6%9C%E0%A6%9F%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AE.pdf
অথবা, https://www.dpp.gov.bd/upload_file/gazettes/25198_40905.pdf
ফার্মাসিস্ট পদে আবেদনের যোগ্যতা কি?
কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।