Dhaka to Cox’s bazar train ticket price list and schedule 2023
Dhaka to Cox's bazar train route has been launched on 11th November 2023.
Dhaka to Cox’s bazar train ticket price list and schedule 2023 mentioned below. All information are updated according authority’s announcement. This route’s train has been launched and will open publicly in December 2023. Passengers can journey to Cox’s bazar from Dhaka, Chittagong, Sylhet and Chandpur Rail stations.
For non-AC Shovon Chair seats from Dhaka to Cox’s Bazar, the fare is Tk695, the current minimum on this route. For the same distance, the Snigdha class (AC) chair seat ticket is priced at Tk1,325.
The fare from Dhaka to Chattogram is Tk450 for the Shovon Chair and Tk855 for the Snigdha class on the Cox’s Bazar Express, slightly higher than the non-stop Sonar Bangla Express on the same route.
From Cox’s Bazar to Chattogram, the fare is Tk250 for Shovon chair and Tk470 for Snigdha class.
The Chattogram-Cox’s Bazar rail line route offering tourists the opportunity to reach the city by rail from any part of the country via Dhaka. Until now, the primary route to the tourist city of Cox’s Bazar was by road. It was difficult to navigate the two-lane road from Chattogram. In comparison to buses, people can now travel to Cox’s Bazar from Dhaka or Chattogram at almost half the cost.
Currently, the fare for non-AC buses on the Chattagram-Cox’s Bazar route is Tk420, and for AC buses, it is Tk800. However, the minimum fare from Chattogram to Cox’s Bazar by rail has been fixed at Tk55 for the general second class, the minimum first-class fare for intercity trains at Tk334, and the maximum at Tk748. On the other hand, the fares for the Snigdha and Shovon classes have been set at Tk414 and Tk220, respectively.
The minimum fare for the intercity train from Dhaka to Cox’s Bazar will be Tk565 (Shovon chair), the minimum fare for first class will be Tk863 (first chair/seat), and the maximum fare for first class will be Tk1,977 (AC berth). There are 14 stations on the route from Chattogram railway station, and the fares for these stations have also been fixed.
Cox’s Bazar Train Route
- Dhaka to Cox’s bazar
- Chittagong to Cox’s bazar
- Sylhet to Cox’s bazar
- Chandpur to Cox’s bazar
Dhaka To Cox’s Bazar Train Schedule 2023
Name | Departure | Arrival | Ticket Price |
Mohanogor Provati Express | 7:40 | 15:15 | 125-756 |
Mohanogor Godhuli Express | 16:40 | 23:20 | 320-731 |
Shuborno Express | 15:00 | 21:45 | 355-673 |
Turna Nishitha | 23:00 | 6:35 | 320-1093 |
Chattala Express | 11:00 | 19:35 | 265-425 |
Dhaka Cox’s Bazar Train Fares for Each Class
Now let’s look at the detailed Dhaka Cox’s Bazar train fare list for 2023 by class and train type:
AC Berth
This is the highest class of air conditioned coaches with sleeping berths. The AC Berth fare between Dhaka and Cox’s Bazar is:
- On intercity trains – BDT 1,725
- On local trains – BDT 1,500
AC Seat
This is air conditioned chair seating. The fare is:
- On intercity trains – BDT 1,150
Snigdha Seat (AC Chair)
This is air conditioned chair seating. The fare is:
- On intercity trains – BDT 961
First Class Seat/Chair
This is premium non-AC seating with reclining chairs. The fare is:
- BDT 670
Shovon Chair
This is AC chair car seating but without food service. The fare is:
- BDT 500
Shovon Seat
This is regular 2nd class non-AC seating. The fare is:
- BDT 420
Cheap Class Seat (Sulov)
This is basic 3rd class seating in an open coach. The fare is:
- BDT 250
Commuter Trains
For short distance travel between Dhaka and Narayanganj, Munshiganj, Cumilla etc, the commuter train fare is only:
- BDT 210
ঢাকা-কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৩ ও সময়সূচী (Dhaka to Cox’s bazar train ticket price and schedule 2023) নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। ১১ নভেম্বর ২০২৩ তারিখ উদ্বোধন করা হয়েছে বহুল আকাঙ্ক্ষিত ঢাকা-কক্সবাজার রেল সংযোগ প্রকল্প। সশরীরে উপস্থিত থেকে এই প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রীরা চলতি বছরের (২০২৩) ডিসেম্বর থেকে এই রুটে ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার আসা-যাওয়া করতে পারবেন।
ঢাকা টু কক্সবাজার ট্রেন কবে চালু হবে
চট্টগ্রামের দোহাজারী থেকে পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথের নির্মাণকাজ শেষ হওয়ার পথে। ১১ নভেম্বর ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের উদ্বোধন করেছেন। আর ডিসেম্বর (২০২৩) থেকে বাণিজ্যিকভাবে এ রুটে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। প্রথমে ঢাকা থেকে এ রুটে একটি যাত্রীবাহী ট্রেন চললেও পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।
যাত্রা ও গন্তব্যে পৌঁছানোর সময়
রেল সূত্র জানিয়েছে, দিনে একটি ট্রেন ঢাকা থেকে রাত সাড়ে ১০টায় যাত্রা করে বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশনে বিরতি দিয়ে সকাল ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজার থেকে দুপুর ১টায় যাত্রা করে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় ফিরবে। ফিরতি পথেও চট্টগ্রাম ও ঢাকার বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। এরই মধ্যে ট্রেনটির নাম প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ে।
ট্রেনের প্রস্তাবিত নাম
রেল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার রুটে চালু হতে যাওয়া ট্রেনের জন্য বেশ কয়েকটি নাম প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ে। এগুলো হলো: প্রবাল এক্সপ্রেস, হিমছড়ি এক্সপ্রেস, ইনানী এক্সপ্রেস, লাবণী এক্সপ্রেস ও সেন্টমার্টিন এক্সপ্রেস। এর মধ্য থেকে একটি বাছাই বা অন্য কোনো নাম দিতে পারেন প্রধানমন্ত্রী।
ঢাকা-কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৩
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৫৫১ কিলোমিটার। রেলওয়ে সূত্রে জানা গেছে, এ পথে নন-এসি অর্থাৎ শোভন চেয়ারে ৫১৫ ও এসি সিটে ৯৮৪ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। এসি সিটে ১৫ শতাংশ ভ্যাটসহ ভাড়া হবে ১ হাজার ১৩২ টাকা। ভ্যাটসহ এসি কেবিনে ১ হাজার ৩৬৩ ও এসি বার্থে ভাড়া পড়বে ২ হাজার ৩৬ টাকা। ধারণা করা হচ্ছে, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু হলে প্রতিমাসে প্রায় সাড়ে তিন কোটি টাকা রাজস্ব আদায় হবে।
বগি ও আসন সংখ্যা
ট্রেনে দুটি খাবার বগি, একটি পাওয়ার কার, তিনটি এসি কেবিন, পাঁচটি এসি চেয়ার, ছয়টি শোভন চেয়ার এবং একটি নন-এসি ফার্স্ট সিট বগি থাকবে। ঢাকা থেকে যাত্রার সময় আসনসংখ্যা হবে ৭৯৭। ফিরতি পথে আসন হবে ৭৩৭। বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আপাতত ঢাকা-চট্টগ্রাম রুটের তূর্ণা নিশীথার বগি দিয়ে চালানো হবে ঢাকা-কক্সবাজারের ট্রেন।
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৩
রেলওয়ে সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে ঢাকা-কক্সবাজার পর্যন্ত ট্রেন সার্ভিসের জন্য ট্রেনের সময়সূচি তৈরি করে রেল ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে।
এর মধ্যে প্রথম প্রস্তাব অনুযায়ী (ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন নম্বর-১) ঢাকা থেকে রাত ৮টা ১৫ মিনিটে একটি ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৩০ মিনিটে। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী (ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন নম্বর-২) ঢাকা থেকে ট্রেনটি রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে সকাল ৯টা ৩০ মিনিটে। ফিরতি পথে একই ট্রেন কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত ১০টায়।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও চাঁদপুর থেকে কক্সবাজার এর ভাড়া ও সময়সূচি
চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেনের সময়সূচী
১.চট্টগ্রাম-কক্সবাজার
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।
২. চট্টগ্রাম টু কক্সবাজার
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।
৩. চট্টগ্রাম টু কক্সবাজার
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস ।
৪. চট্টগ্রাম টু কক্সবাজার
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।
৫. কক্সবাজার টু চট্টগ্রাম
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।
৬. কক্সবাজার টু চট্টগ্রাম
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস।
৭. কক্সবাজার টু চট্টগ্রাম
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।
৮. কক্সবাজার থেকে চট্টগ্রাম
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।
৯. ঢাকা-কক্সবাজার
ঢাকা ছেড়ে যাবে সকাল ৭.৪৫ টায়
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৪ টায়
ট্রেনের নাম মহানগর প্রভাতী।
১০. ঢাকা কক্সবাজার
ঢাকা ছেড়ে যাবে সকাল ১০ টায়
কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬.৩০ টায়
ট্রেনের নাম ট্যুরিস্ট কোচ।
১১. ঢাকা-কক্সবাজার
ঢাকা ছেড়ে যাবে রাত ১১ঃ১৫ টায়
কক্সবাজার পৌঁছাবে ৭.১৫ টায়।
ট্রেনের নাম, কোরিয়ান কোচ।
১২. কক্সবাজার থেকে ঢাকা
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
ঢাকা পৌঁছাবে রাত ৯.০০ টায়
আপাতত কোরিয়ান কোচ।
১৩. কক্সবাজার টু ঢাকা
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ঃ৪৫ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৬টায়
ট্রেনের নাম তূর্না এক্সপ্রেস।
১৪. কক্সবাজার টু ঢাকা
কক্সবাজার ছেড়ে যাবে রাত ১০ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৭ টায়
আপাতত টুরিস্ট কোচ।
১৫. সিলেট থেকে কক্সবাজার
সিলেট ছেড়ে যাবে সকাল ৭.৩০
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৫ টায়
ট্রেনের নাম ঠিক করা হয়নি।
১৬. কক্সবাজার থেকে সিলেট
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ টায়
সিলেট পৌঁছাবে সকাল ৫.৩০
টায় ট্রেনের নাম ঠিক করা হয়নি।
১৭. কক্সবাজার থেকে চাঁদপুর♦️
টাইম টেবিল করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস।
১৮. চাঁদপুর টু কক্সবাজার
টাইমটেবিল ঠিক করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস।