DSS result 2022 pdf download of Union somaj kormi exam has been published today in Department of Social Services (DSS) website (dss.gov.bd). Viva exam date or schedule will send to candidates mobile number and dss website by DSS in time. There are 5,178 candidates passed in this written/mcq exam.
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ আজ (৩১ অক্টোবর ২০২২) www.dss.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে প্রার্থীদের মোবাইলে sms ও সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে জানিয়ে দেবে কর্তৃপক্ষ। এই লিখিতি/mcq পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ১৭৮ জন।
বুয়েটের কারিগরি সহায়তায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২১ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত সমাজকর্মী (ইউনিয়ন) পদের চাকরির জন্য আবেদন করেছিলেন ৬,৬২,২৭০ জন, তবে নিয়োগ পরীক্ষায় (লিখিত/MCQ) অংশ নিয়েছেন ২,৩৬,৬৪১ জন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ৪৬৩ জনকে চাকরি দেয়া হবে।
সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) নিয়োগের লিখিত (mcq) পরীক্ষা ২১ অক্টোবর ২০২২ সকাল ১০টা থেকে ১১.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ৭০ নম্বরের প্রশ্ন করা হয়েছে। সময় বরাদ্দ ১ ঘণ্টা ৩০ মিনিট। সারা দেশের ৬৪টি জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা ২০২২
নিয়োগ কর্তৃপক্ষ : | সমাজসেবা অধিদপ্তর (DSS) |
পদের নাম : | সমাজকর্মী (ইউনিয়ন), গ্রেড-১৬ |
পদের সংখ্যা : | ৪৬৩টি |
চাকরির প্রার্থী সংখ্যা : | ৬,৬২,২৭০ জন (অংশ নিয়েছেন ২,৩৬,৬৪১ জন) |
লিখিত পরীক্ষার তারিখ : | ২১ অক্টোবর ২০২২, শুক্রবার। সকাল ১০-১১.৩০টা |
পরীক্ষার স্থান : | ৬৪টি জেলায় একযোগে |
পরীক্ষা পদ্ধতি : | MCQ (ওএমআর শিট সম্বলিত), মান ৭০ |
প্রবেশপত্র ডাউনলোড : | http://admit.dss.gov.bd |
রেজাল্ট প্রকাশ : | শিগগিরই |
ওয়েবসাইট : | http://www.dss.gov.bd |
How to get DSS result 2022
- আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে : http://www.dss.gov.bd