Job Circular

LGED work assistant result 2023 pdf [lged.gov.bd]

LGED work assistant result 2023 (pdf) has been published on 7th March 2023. This MCQ type written exam was held on 24th February 2023 11 AM. There was 3,20,000 candidates in this post and total number of posts are 400. Exam result is available in LGED website (https://www.lged.gov.bd).

এলজিইডি কার্য সহকারী রেজাল্ট ২০২৩ [LGED work assistant result 2023] প্রকাশিত হয়েছে। এই পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ পরীক্ষায় প্রার্থী সংখ্যা ছিল ৩ লাখ ২০ হাজার। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর কার্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা (MCQ) অনুষ্ঠিত হয়েছে। এমসিকিউ পদ্ধতির এই লিখিত পরীক্ষার সময়কাল ছিল ৬০ মিনিট আর প্রশ্ন ছিল ৭০টি (পূর্ণমান ৭০)।

এলজিইডি কার্য সহকারী নিয়োগ ২০২৩

নিয়োগ কর্তৃপক্ষস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)
পদের নামWork assistant (কার্য সহকারী)
মোট পদের সংখ্যা৪০০টি
প্রার্থী সংখ্যা৩ লাখ ২০ হাজার
লিখিত (MCQ) পরীক্ষার তারিখ২৪ ফেব্রুয়ারি ২০২৩
ফলাফল প্রকাশ৭ মার্চ ২০২৩
ওয়েবসাইটhttps://www.lged.gov.bd
LGED job exam 2023 – এলজিইডি কার্য সহকারী রেজাল্ট ২০২৩

এলজিইডি কার্য সহকারী রেজাল্ট ২০২৩ – LGED work assistant result 2023 pdf

LGED কার্য সহকারী এর কাজ কি?

  • রেজিস্টার মেনটেইন বা ব্যবস্থাপনা করা।
  • হাজিরা খাতা রক্ষণাবেক্ষণ করা।
  • বিভিন্ন সরকারি আদেশ-নির্দেশ সংক্রান্ত রেজিস্টার কার্যক্রম।
  • বিভিন্ন প্রশিক্ষণ সংক্রান্ত রেজিস্টার কার্যক্রম।
  • সম্পদ রেজিস্টার কার্যক্রম।
  • ইলেকট্রনিক্স সামগ্রীর রেজিস্টার করা।
  • বেতন বিল তৈরিতে সহায়তা করা… ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *