Dhaka metro rail time schedule 2024 has been published. Metro rail following this time schedule from 17th February 2024. From this date, metro rail is running with increased frequency during peak hours, operating every 8 minutes instead of 10 minutes interval.
According news schedule, The peak hour from Uttara North to Motijheel has been fixed from 7:31am to 11:48am. And the peak hour from Motijheel is set from 8:01am to 12:08pm.
From 11:49am to 3:12pm will be scheduled as off-peak hours from Uttara North and from 12:09pm to 3:52pm from Motijheel. During this time, metro rail will run every 12 minutes as before.
Again, from Uttara north, peak hour has been set from 3:12pm to 8:11pm. From Motijheel, peak hour will start at 3:53pm.
Apart from this, according to the new schedule, there will be ‘special off-peak hour’, which will commence on the North-Motijheel route from 7.10am to 7.30am with a 10-minute delay between trains.
On the other end, the special off-peak hour’ will commence on the Motijheel-Uttara north route from 7.30am to 8am.
Dhaka metro rail time schedule (New)
মেট্রোরেল স্টেশন | সময় | Peak/Off Peak | Headway | ||
প্রারম্ভিক | গন্তব্য | থেকে | পর্যন্ত | ||
উত্তরা উত্তর | মতিঝিল | সকাল ৭.১০ মিনিট | সকাল ৭.৩০ মিনিট | Special Off-Peak Hour | ১০ মিনিট |
সকাল ৭.৩১ মিনিট | সকাল ১১.৪৮ মিনিট | Peak Hour | ০৮ মিনিট | ||
সকাল ১১.৪৯ মিনিট | বিকাল ০৩.১২ মিনিট | Off Peak Hour | ১২ মিনিট | ||
বিকাল ০৩.১৩ মিনিট | রাত ০৮.০০ ঘটিকা | Peak Hour | ০৮ মিনিট | ||
মতিঝিল | উত্তরা উত্তর | সকাল ৭.৩০ মিনিট | সকাল ৮.০০ ঘটিকা | Special Off-Peak Hour | ১০ মিনিট |
সকাল ৮.০১ মিনিট | দুপুর ১২.০৮ মিনিট | Peak Hour | ০৮ মিনিট | ||
দুপুর ১২.০৯ মিনিট | বিকাল ০৩.৫২ মিনিট | Off Peak Hour | ১২ মিনিট | ||
বিকাল ০৩.৫৩ মিনিট | রাত ০৮.৪০ মিনিট | Peak Hour | ০৮ মিনিট |
Metro rail schedule notice and instructions
- সকাল ৭.১০ মিনিটে এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যায়।
- রাত ৮.০০ ঘটিকার পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যায়।
- রাত ৭.৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।
- সকল মেট্রোরেল স্টেশন হতে সকাল ০৭.১৫ মিনিট থেকে রাত ০৭.৫০ মিনিট পর্যন্ত Singel Journy Ticket ক্রয় করা যায় এবং MRT Pass ক্রয় ও Top up করা যায়।
- www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল স্টেশন হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে উপরোল্লিখিত সময়সূচি অনুযায়ী যে কোনো মেট্রোরেল স্টেশন থেকে MRT Pass ক্রয় করা যায়। (MRT Pass/Single Journey Ticket সম্পর্কিত তথ্যাদি)
- সাপ্তাহিক বন্ধ: শুক্রবার