Job Solution

Railway pointsman exam question and suggestions 2022

Bangladesh Railway pointsman exam question (previous and answers), question patterns, subject mark distributions and suggestions given here. Pointsman recruitment exam will held on 9th September 2022 10 AM to 11 AM.

By this exam process railway will recruit 762 persons in pointsman job position.

Railway pointsman job exam 2022

  • Exam Date: 09 September 2022
  • Exam Time: 10.00 AM to 11.00 AM
  • Exam Type: MCQ
  • Exam Centre: Division wise
  • Total Exam Candidates: 3,14,913
  • Total MCQ Exam Question: 70
  • Time: 1.00 hour
  • Note: 1 mark for Every Question.

Railway pointsman question pattern 2022

Subject name, pass marks and mark distributions and syllabus :

Railway pointsman exam question pattern and syllabus 2022 and suggestions
Railway pointsman question pattern 2022

Railway pointsman exam question and answers ( previous exam of 2015)

  • Exam Year: 2015 
  • Exam Time: 1 hour 
  • Exam Type: MCQ 

বাংলা প্রশ্নের সমাধান

  • ১। মৃন্ময় সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ মৃৎ+ময়
  • ২। দম্পতি কোন সমাস? উত্তরঃ দ্বন্দ্ব সমাস [জায়া ও পতি = দম্পতি] 
  • ৩। বিকৃত শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর- উত্তরঃ বি+কৃত+ত  
  • ৪। ‘সুরঞ্জনা ওইখানে যেয়ো নাকো তুমি’- কোন কবি একথা বলেছিলেন? উত্তরঃ জীবনানন্দ দাশ
  • ৫। কোন বাক্যটি শুদ্ধ? উত্তরঃ তাহার জীবন সংশয়াপূর্ণ
  • ৬। ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তরঃ বি+অর্থ
  • ৭। Beggars must not be choosers. এই ব্যাকের যথাযথ অনুবাদ? উত্তরঃ ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
  • ৮। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? উত্তরঃ ঐ, ঔ
  • ৯। বিদিত শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ অজ্ঞাত 
  • ১০। ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ ‘  এই বাক্যে ‘ মরি মরি’ কোন শ্রেণীর অব্যয়? উত্তরঃ অনন্বয়ী

  • ১১। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? উত্তরঃ অজানা 
  • ১২। নিচের কোন শব্দে ণ এর ভুল প্রয়োগ হয়েছে? উত্তরঃ ক্রন্দণ [সঠিক প্রয়োগ ক্রন্দন] 
  • ১৩। সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দীন আহমদ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরঃ ১৯০১ সালে 
  • ১৪। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তরঃ ধ্বনিতত্ত্ব
  • ১৫। সূর্য এর সমার্থক শব্দ? উত্তরঃ মিহির 
  • ১৬। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? উত্তরঃ সৌভাগ্যের বিষয়
  • ১৭। কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ মনোহারিণী 
  • ১৮। কোনটি ‘Dormant ‘ শব্দের সমার্থক শব্দ? উত্তরঃ Latent 
  • ১৯। তার চোখ দিয়ে পানি পড়ে-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?  উত্তরঃ অপাদানে ৩য়া বিভক্তি 
  • ২০। সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?  উত্তরঃ একাদশে বৃহস্পতি

সাধারণ জ্ঞান ও আইসিটি প্রশ্নের সমাধান

  • ২১। CFC কি ক্ষতি করে? উত্তরঃ ওজন স্তর ধ্বংস করে 
  • সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs  EXam Alert 
  • ২২। ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল? উত্তরঃ কুশারী 
  • ২৩। মুক্তা হলো ঝিনুকের- উত্তরঃ প্রদাহের ফল 
  • ২৪। অধ্যাদেশ প্রণয়ন ও জারী করতে পারেন কে? উত্তরঃ রাষ্ট্রপতি 
  • ২৫। কোনটি সঠিক? উত্তরঃ পথের দাবি (উপন্যাস) 
  • ২৬। ASCII এর পূর্ণরূপ কি? উত্তরঃ American Standard Code for Information Interchange
  • ২৭। LAN কার্ডের অপর নাম কি? উত্তরঃ Network Interface Card
  • ২৮। বাংলাদেশ রেলওয়ে কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তরঃ যোগাযোগ মন্ত্রণালয় 
  • ২৯। বাকু কোন দেশের রাজধানী? উত্তরঃ আজারবাইজান 
  • ৩০। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? উত্তরঃ মাইম্যান, ১৯৬০
  • ৩১। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? উত্তরঃ ইয়াঙ্গুন 
  • ৩২। গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ 
  • ৩৩। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহারের’ প্রতিষ্ঠাতা কে?  উত্তরঃ রাজা ধর্মপাল 
  • ৩৪। আয়তন অনুসারে এশিয়ার ছোট দেশ কোনটি? উত্তরঃ মালদ্বীপ 
  • ৩৫। জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন করা হয়? উত্তরঃ ২৭ ফেব্রুয়ারী ২০১১
  • ৩৬। কোন রাষ্ট্রটি গ্রুপ অব সেভেনের সদস্য নয়? উত্তরঃ ভারত 
  • ৩৭। সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষনা করা হয়েছে? উত্তরঃ ১ ডিসেম্বর 
  • ৩৮। মান্দারিন কোন দেশের ভাষা? উত্তরঃ চীন 
  • ৩৯। সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম? উত্তরঃ ভিনসেট ভ্যানগণ
  • ৪০। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? উত্তরঃ বরেন্দ্র জাদুঘর [১৯১০ সাল] 

গণিত প্রশ্নের সমাধান

৪১। ২, ৭, ৫, ৪, ৬ ও ১০ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি? ত্তরঃ প্রচুরক নেই 

৪২। নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত? ত্তরঃ ২৮৮ টাকা 

৪৩। একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘস লাগাতে কত খরচ হবে?  ত্তরঃ ১৫০০ টাকা 

৪৪। কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে? ত্তরঃ ২৫ 

৪৫। নিচের কোনটি মৌলিক সংখ্যা? ত্তরঃ কোনটিই নয় 

৪৬। –

৪৭। –

৪৮। –

৪৯। –

৫০। –

Railway pointsman exam suggestions and tips (Bangla)

পরীক্ষা পদ্ধতি, বিষয় ও পাস নম্বর

রেলওয়ের পয়েন্টসম্যান নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে। প্রথমে লিখিত (mcq) পরীক্ষা হবে ৭০ নম্বরের। সময় বরাদ্দ ৬০ মিনিট। এরপর ৩০ নম্বরের মৌখিক। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষা হবে—বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ২০ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বরের। লিখিত পরীক্ষায় সাধারণত যে প্রশ্ন আসে তার উত্তর দু-এক কথায় লিখতে হয়। শুধু গণিতের ক্ষেত্রে সমাধান করে দেখিয়ে দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১। কোনো নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

পয়েন্টসম্যান নিয়োগ সহায়িকা ও বিষয় ভিত্তিক সাজেশন

বাংলা

বাংলা বিষয়ের দুটি অংশ। সাহিত্য আর ব্যাকরণ। প্রস্তুতির শুরুতে বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষার (সমপর্যায়ের) প্রশ্ন ব্যাখ্যাসহ পড়বেন। বিগত চাকরির পরীক্ষাগুলোতে আসা প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন হয়তো কমন পেয়ে যাবেন। তাই বিগত সালের প্রশ্নে কোনো রকম হেলাফেলা করা যাবে না। তারপর ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা বইয়ের লেখক পরিচিত পড়বেন। টেক্সট বুক থেকে পড়তে না পারলেও চাকরির প্রস্তুতির গাইড বই থেকে কয়েকবার রিডিং পড়ে বিভিন্ন লেখক সম্পর্কে ধারণা নিতে পারেন, লেখক পরিচিতি মুখস্থ না করলেও হবে। তারপর প্রাচীন যুগের চর্যাপদ, মধ্যযুগ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রাহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত পড়বেন। প্রয়োজনে এই কয়জন লেখক-সাহিত্যিকের রচনাগুলো ছন্দ বা কৌশল বানিয়ে মনে রাখবেন। মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি গল্প, উপন্যাস ও নাটক এবং বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম ও উপাধি পড়লে আশা করা যায় বাংলা সাহিত্য নিয়ে আর টেনশন করতে হবে না।

বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিকস বা সাজেশন

এককথায় প্রকাশ/বাক্য সংকোচন, বাগধারা, কারক-বিভক্তি, সন্ধি, বানান শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দের প্রকারভেদ (কোনটা কোন দেশি শব্দ), সাধু ও চলিত রূপ, সমাস, পদ প্রকরণ, ক্রিয়ার কাল, পরিভাষা, উপসর্গ প্রভৃতি। এ ছাড়া আরো ভালো প্রস্তুতির জন্য ব্যাকরণের অন্যান্য টপিকস থেকেও অনুশীলন করতে পারেন। ব্যাকরণের প্রস্তুতি নিতে হবে মুনীর চৌধুরী রচিত নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই থেকে। আর অনুশীলনের জন্য বাজারের ভালো মানের কোনো একটা প্রকাশনীর বই পড়া যেতে পারে, বিশেষ করে প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া বিগত সালের প্রশ্নগুলো। ভালো মানের একটা বই-ই যথেষ্ট। একাধিক বই কেনার প্রয়োজন নেই।

ইংরেজি

ইংরেজির বিষয়ের দুটি অংশ। গ্রামার আর লিটারেচার। লিটারেচার অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। ভাল প্রস্তুতি নিতে হবে গ্রামার অংশে। যেসব টপিকস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে—(1) Parts of Speech, (2) Identification of Parts of Speech, (3) Interchange Parts of speech, (4) Phrase & Clause, (5) Gerund & Participle, (6) Number & Gender, (7) Preposition, (8) Right form or Verb, (9) Voice & Narration, (10) Subject-Verb Agreement, (12) Conditional Sentence, (13) Synonym & Antonym, (14) Spelling, (15) One Word Substitutions, (16) Changing Sentence প্রভৃতি।

গণিত

গণিতকে তিনটি অংশে ভাগ করা যায়। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি। তবে পাটিগণিত থেকেই ৯-১০টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই এ অংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গণিতের প্রস্তুতির জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণির গণিত বই থেকে পাটিগণিত করবেন। বুঝে বুঝে করবেন। তাড়াহুড়ার কিছু নেই। এখনো পরীক্ষার যতটুকু সময় আছে তাতে নিয়মিত বুঝে বুঝে অনুশীলন করে গণিতে ভালো করা সম্ভব। পাটিগণিতের যেসব টপিকস গুরুত্বপূর্ণ—মুনাফা, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, মৌলিক ও বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, বয়স, ভগ্ন্যাংশ, গড়, সময় ও দূরত্ব, লসাগু ও গসাগু, নৌকা ও স্রোতের বেগ প্রভৃতি।

বীজগণিত থেকে ৩-৪টি প্রশ্ন আসতে পারে। বীজগণিতের প্রস্তুতির জন্য যেসব টপিকস বেশি গুরুত্ব দিতে হবে, তা হলো বীজগাণিতিক রাশি, উৎপাদককে বিশ্লেষণ, মান নির্ণয়, সূচক, লগারিদম ও ধারা প্রভৃতি। গণিতের শেষ অংশ হলো জ্যামিতি।

জ্যামিতি থেকে ২-১টা প্রশ্ন আসতে পারে। গুরুত্বপূর্ণ টপিকস হলো রেখা, কোণ ও ত্রিভুজ, বৃত্ত, পরিমিতিতে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও সমকোণী ত্রিভুজসংক্রান্ত সমস্যা প্রভৃতি। গণিতে নিয়মিত অনুশীলনই সফলতা আনতে পারে।

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানে প্রস্তুতির জন্য বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। গুরুত্বপূর্ণ টপিকসগুলো হলো—বাংলার ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান, বাংলাদেশ পরিচিতি, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেলওয়ে, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা প্রভৃতি বিষয় গুরুত্বপূর্ণ। এ ছাড়া আন্তর্জাতিক বিষয়াবলির জন্য আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন, বিভিন্ন দেশের রাষ্ট্রব্যবস্থা, রাজধানী ও মুদ্রা, ভৌগোলিক বৈচিত্র্য (পর্বত, সাগর, প্রণালি, খাল), গুরুত্ব্বপূর্ণ সম্মেলন, চুক্তি, খেলাধুলা প্রভৃতি । সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতির জন্য দৈনিক পত্রিকার অর্থনৈতিক পাতা, আন্তর্জাতিক পাতা, উপসম্পাদকীয় পাতা নিয়মিত পড়া যেতে পারে। এ ছাড়া বাজারে প্রচলিত সাধারণ জ্ঞানের ভালো মানের একটি গাইড বই পড়া যেতে পারে।

পয়েন্টসম্যানের কাজ ও পদোন্নতি

পয়েন্টসম্যানকে রেলওয়ের পয়েন্টসংক্রান্ত যাবতীয় কাজ করতে হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যখন একটি ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল দেখতে ব্যর্থ হন অথবা সিগন্যালিং সিস্টেম কোনো কারণে ফেল করে, তখন সেই ট্রেনটিকে নিরাপদে নিয়ে আসার মতো গুরুত্বপূর্ণ কাজ পয়েন্টসম্যানকে করতে হয়। একটি ট্রেনের ইঞ্জিন কাটা থেকে শুরু করে ট্রেনটির মধ্যে বিভিন্ন কোচ যোজন-বিয়োজন করে সাজানোও তাঁর কাজ। মালবোঝাই গাড়ি দ্রুত ও দক্ষতার সঙ্গে সঠিক জায়গায় প্লেসমেন্ট দেওয়াও তাঁর দায়িত্বের মধ্যে পড়। কাজের দক্ষতা ও অভিজ্ঞতার সুবাদে একজন পয়েন্টসম্যানের ‘চিফ ইয়ার্ড মাস্টার’ পর্যন্ত পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে।

Railway pointsman exam schedule and seat plan 2022

Bangladesh railway pointsman job exam date and seat plan 2022 pdf download link : https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/70d8f2d5_7ef7_4320_8b6a_099612ead19a/Points%20man.pdf

Railway pointsman admit card 2022 download

Railway pointsman admit card 2022 (pdf) download link : http://br.teletalk.com.bd or http://br.teletalk.com.bd/brpm/admitcard/index.php


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *