News

Sheikh russel quiz result 2022 on sheikhrussel.gov.bd

Sheikh russel quiz result 2022 will publish soon. Result will publish on https://sheikhrussel.gov.bd website. Here all information wrote in bengali for readers :

Sheikh Russel Online Quiz Competition 2022

Those who can participate:

Group A:8-12 years

Group B:13-18 years

Registration:

Registration can be done online (quiz.sheikhrussel.gov.bd) from 28 August to 27 September, 2022, 11.59pm.

Online Competition (quiz.sheikhrussel.gov.bd):

Group A:8-12 years

30 September 2022, any 10 minutes between 7pm and 8pm

Group B:13-18 years

01 October 2022, any 10 minutes between 7pm and 8pm.

Prizes:

Group A:8-12 years

5 Laptops (Core i7, 11th Gen)

Group B:13-18 years

5 Laptops (Core i7, 11th Gen)

Rules:

  • The Quiz Competition is open only for 8-18 years old.
  • A contestant can participate only once.
  • The allotted time for participation in the competition is 10 minutes.
  • All questions carry the same value. No number will be deducted for the wrong answer.
  • To answer all the questions one has to choose the correct answer from the four options (MCQ).
  • Winners will be selected from the participants answering most of the questions in the least possible time.
  • Prizes will be awarded after verifying the ages of the winners.
  • Contestants who participate with false/incorrect information will be disqualified.

Topics of Quiz:

There will be questions on various topics including Sheikh Russel’s birth, early childhood, educational life, dreams, travelling, choices, sports, books written on him, moments spent with Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members.

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার ফলাফল ২০২২ শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে। ক-গ্রুপের (৮-১২ বছর) পরীক্ষা ৩০ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খ-গ্রুপের (১৩-১৮ বছর) পরীক্ষা ১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ে প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়ার মুহূর্ত থেকে ১০ মিনিটের মধ্যে উত্তর দিতে হবে অনলাইনে।

১ অক্টোবর ২০২২ খ-গ্রুপের প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই চূড়ান্তভাবে বিজয়ীদের তালিকা বা ফলাফল প্রকাশ করবে কর্তৃপক্ষ। ফলাফলে প্রতিযোগীর নাম, ঠিকানা ও প্রাপ্ত নাম্বারও উল্লেখ থাকবে।

প্রতিটি গ্রুপে ৫টি করে দুটি গ্রুপে মোট ১০টি উন্নতমানের ল্যাপটপ দেওয়া হবে ১০ জন বিজয়ীকে।

শেখ রাসেল কুইজ রেজাল্ট ও যেভাবে প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ

শেখ রাসেল রচনা প্রতিযোগিতা চলাকালে তুলনামূলক কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে। চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।

Sheikh russel quiz result 2022 / winner list

Sheikh russel quiz result 2022 / winner list will publish on : https://sheikhrussel.gov.bd/

Sheikh russel quiz question topics

শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

শেখ রাসেল কু্ইজ নিয়ে সচরাচর জিজ্ঞাসা

  • প্রশ্ন-১। শেখ রাসেল অনলাইন কুইজ ২০২২ এ অংশগ্রহণের জন্য লগইন করতে হবে কি?

উত্তরঃ হ্যাঁ। আপনি যে গ্রুপে নিবন্ধন করেছেন, যেমন: গ্রুপ ক: ৩০ সেপ্টেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট এবং গ্রুপ খ: ০১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট সময়ের জন্য লগইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে।

  • প্রশ্ন-২। শেখ রাসেল অনলাইন কুইজ ২০২২ এ অংশগ্রহণ করতে হলে প্রোফাইল সম্পাদন (আপডেট) করতে হবে?

উত্তরঃ হ্যাঁ। কুইজে অংশগ্রহণ করতে হলে আবশ্যিকভাবে কুইজ শুরু হওয়ার পূর্বে আপনাকে প্রোফাইল সম্পাদন করতে হবে। অন্যথায় কুইজে অংশগ্রহণ করতে পারবেন না।

  • প্রশ্ন-৩। শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ কিভাবে শুরু করতে হবে? উত্তরঃ লগইন করার পর ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে কুইজ শুরু করতে পারবেন।
  • প্রশ্ন-৪। শেখ রাসেল অনলাইন কুইজ কিভাবে শেষ করবো?

উত্তরঃ কুইজ-এর জন্য নির্ধারিত সময় অতিবাহিত হলে স্বয়ংক্রিয়ভাবে কুইজ শেষ হবে অথবা আপনি চাইলে ‘সাবমিট করুন’ বাটনে ক্লিক করে শেষ করতে পারবেন।

  • প্রশ্ন-৫। শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ এ পুনরায় অংশগ্রহণ করতে পারবো কিনা?

উত্তরঃ না। আপনি একবার কুইজে অংশগ্রহণ করার পর পুনরায় অংশগ্রহণ করতে পারবেন না।

  • প্রশ্ন-৬। কুইজে অংশগ্রহণের পূর্বে করণীয় বিষয় কী?

উত্তরঃ ক। ইন্টারনেট সংযোগ এবং ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/কম্পিউটার/ট্যাব) সঠিকভাবে কাজ করছে কিনা চেক করে নিন। প্রয়োজনে বিকল্প ডিভাইস ও ইন্টারনেট সংযোগ এর ব্যবস্থা রাখুন।

খ। কুইজ প্ল্যাটফর্মে (https://quiz.sheikhrussel.gov.bd) সঠিকভাবে লগইন করতে পারছেন কিনা যাচাই করে নিন। গ। প্রোফাইল আপডেট সম্পন্ন করেছেন কিনা নিশ্চিত হয়ে নিন।

  • প্রশ্ন-৭। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্ত ‘কুইজ শুরু করুন’ কখন দেখা যাবে?

উত্তরঃ কুইজ প্রতিযোগিতা যখন শুরু হবে অর্থাৎ ‘ক’ গ্রুপের ক্ষেত্রে-৩০ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:০০টায় লগইন করার পর দেখা যাবে। একইভাবে ‘খ’ গ্রুপের ক্ষেত্রে ০১ অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৭:০০টায় লগইন করার পর দেখা যাবে।

  • প্রশ্ন-৮। সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে?

উত্তরঃ ৫ অক্টোবর ২০২২ থেকে ৩০ অক্টোবর ২০২২ এর যে কোন সময় প্রোফাইল থেকে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। শুধুমাত্র যারা কুইজে অংশগ্রহণ করেছেন তারাই সার্টিফিকেট পাবেন।

  • প্রশ্ন-৯। শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় কয়টি প্রশ্ন থাকবে?

উত্তরঃ উভয় গ্রুপে ১০০টি করে প্রশ্ন থাকবে।

  • প্রশ্ন-১০। কুইজ শুরু করার পর সময় গণনা কিভাবে শুরু হবে?

উত্তরঃ ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করা মাত্রই সময় গণনা শুরু হয়ে যাবে।

  • প্রশ্ন-১১। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যেকোনো সময় কি কুইজে প্রবেশ করা যাবে?

উত্তরঃ হ্যাঁ। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যেকোন সময় কুইজে অংশ নেওয়া যাবে।

  • প্রশ্ন-১২। কুইজের রেজাল্ট কোথায় পাওয়া যাবে?

উত্তরঃ ১৮ অক্টোবর ২০২২, শেখ রাসেল দিবস-এ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পরবর্তীতে sheikhrussel.gov.bd ওয়েবসাইট ও ICT Division, DoICT এবং Human Development Media এর ফেসবুক পেইজে শেয়ার করা হবে।

  • প্রশ্ন-১৩। কুইজে একই পরিবারের একাধিক ব্যক্তি অংশ নিতে পারবে?

উত্তরঃ নিবন্ধনের প্রেক্ষিতে সকলেই কুইজে অংশ নিতে পারবে।

  • প্রশ্ন-১৪। কুইজে কোন নেগেটিভ মার্ক রয়েছে কিনা?

উত্তরঃ না।

  • প্রশ্ন-১৫। পরীক্ষার লিংক কি দুই গ্রুপের জন্য একই নাকি ভিন্ন ভিন্ন?

উত্তরঃ একই।

  • প্রশ্ন-১৬। নিবন্ধনের সময় তথ্য ভুল থাকলে সংশোধনের প্রক্রিয়া কী? উত্তরঃ গ্রুপ, নিবন্ধনে ব্যবহৃত মোবাইল নাম্বার/ইমেইল ও জন্ম তারিখ সংশোধন করা যাবে না। বাকি সকল তথ্য প্রোফাইলে লগ ইন করে পরিবর্তন করা যাবে।
  • প্রশ্ন-১৭। লগইন পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কী?

উত্তরঃ নিবন্ধনকারীরা তাদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় নিযুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার নিয়মাবলি

  • কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
  • একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
  • সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
  • সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  • কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  • চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
  • ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

আরো পড়ুন :

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *