Teletalk national roaming with Banglalink network settings : Now Teletalk sim users can be use Banglalink network by configuring settings.
অ্যাক্টিভ শেয়ারিং (রোমিং) কনফিগারেশন
টেলিটক এবং বাংলালিংক এর মধ্যে পাইলটভিত্তিতে অ্যাক্টিভ শেয়ারিং (রোমিং) ২৬-মার্চ-২০২৪ খ্রি. তারিখ থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। প্রত্যেক জেলা থেকে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী নির্বাচিত কিছু সংখ্যক সম্মানিত গ্রাহকদের এই পরীক্ষামূলক সুবিধার আওতায় আনা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে সম্মানিত গ্রাহকদেরকে এই সুবিধা গ্রহণের জন্য কোন অতিরিক্ত চার্জ বহন করতে হবে না। আপনি এ সম্পর্কিত এসএমএস পেয়ে থাকলে রোমিং উপভোগ করতে আপনার মোবাইল সেটে নিম্নোক্ত সেটিং করে নিন।
Brand: Realme
- Settings>Mobile Network>SIM1/SIM2> Data Roaming-ON
> Carrier> Auto Select-OFF( after sometime it will show operator list)> select BANGLALINK(4G)
Brand: Huawei
- Settings>Mobile Network> Mobile Data> SIM1/SIM2> Data roaming-ON
> Network provider> Automatic-OFF (after sometime it will show operator list)> select BANGLALINK(4G)
Brand: Iphone-12
- Settings>Mobile Data Option> Data Roaming-ON
>Network Selection>Automatic-OFF (after sometime it will show operator list)> select BANGLALINK
Brand: SONY
- Settings>More>Mobile Network>Mobile network Settings> Data Roaming-ON
>Service Providers> Auto Select-OFF( after sometime it will show operator list)> select BANGLALINK(4G)
Brand: Samsung
- Settings>Connections>Mobile Network> Data Roaming: ON
>Network Operators>Automatically: OFF (after sometime it will show operator list)> select BANGLALINK
Brand: REDMI
- Settings>Mobile Networks> Data Roaming> (Roaming: always ON)
>SIM1/2> Mobile Network>Auto: OFF( after sometime it will show operator list)> select BANGLALINK
Brand: SYMPHONY
- Settings>More>Cellular Networks> SIM1/2> Cellular network Settings> Data Roaming-ON
> Network Operators>Auto Select-OFF(after sometime it will show operator list)>select BANGLALINK (4G)
Feature Phone
- Phone Settings>Network Selection>Manual (after sometime it will show operator list)> select BANGLALINK
আপনার মোবাইল সেটটি উল্লেখিত ব্রান্ডের না হলে, একই পদ্ধতিতে অন্য কোনভাবে Teletalk SIM এ Data Roaming: ON করুন এবং Mobile-operator/Network/carrier> Auto: OFF করে BANGLALINK নির্বাচন করুন।
মোবাইল সেটে রোমিং সফল হলে নেটওয়ার্ক সিগনাল বারে ‘R’ লেখাটি আসবে। এরপর Data: On করে (নেটওয়ার্ক সিগনাল বারে 3G/H/ H+/4G/4G+ দেখাবে) ডাটা ব্রাউজ করুন।
আপনার মোবাইল সেটে রোমিং সেবাটি বন্ধ করতে উল্লেখিত সেটিংস এ Mobile Network: BANGLALINK এর পরিবর্তে TELETALK নির্বাচন করুন। এছাড়া আপনার সিমে রোমিং সুবিধা না চাইলে টেলিটকের ১২১ এ কল করুন।
এ সম্পর্কিত আরো তথ্য পেতে ১২১ এ কল করুন অথবা www.teletalk.com.bd তে ভিজিট করুন।
বি.দ্র.:
- ১) অ্যাক্টিভ শেয়ারিং (রোমিং) সেবাটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এটি সফল হলে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে সকলের জন্য উন্মুক্ত করা হবে।
- ২) টেলিটক থেকে আপনি রোমিং সংক্রান্ত SMS পেয়ে থাকলে আপনার টেলিটক সিমে রোমিং সেবাটি চালু করা হয়েছে। মোবাইল সেটের default setting (carrier>Auto:ON) অনুসারে টেলিটকের নেটওয়ার্ক না থাকা সাপেক্ষে আপনি স্বয়ংক্রিয়ভাবে বাংলালিংক এর নেটওয়ার্কে রোমিং পেয়ে যাবেন এবং পরবর্তীতে টেলিটক নেটওয়ার্ক থাকা সাপেক্ষে সাধারণত ৩০ মিনিট পর আপনি স্বয়ংক্রিয়ভাবে টেলিটক নেটওয়ার্কে ফেরত আসবেন। এক্ষেত্রে ডাটা রোমিং পেতে মোবাইল সেটে Data Roaming: ON করুন।
- ৩) রোমিং উপভোগ করতে আপনার মোবাইল সেটে উপর্যুক্ত সেটিংগুলো (Data Roaming: ON এবং carrier>Auto: OFF করে BANGLALINK নির্বাচন) করে নিন।